পাকিস্তানে সামজিক যোগাযোগ সেবা ফেইসবুক বন্ধ করার পর এবার নিজস্ব সামাজিক যোগাযোগ সেবা চালু করেছে পাকিস্তান।
চালু করা নতুন সাইটটির নাম মিল্লাতফেইসবুক ডটকম।
পকিস্তানের একটি ভেনচার ক্যাপিটালিস্ট গ্রুপ সাইটটির ডেভেলপিং এ অর্থ বিনিয়োগ করেছেন।
সম্প্রতি মহানবী (স:) কে নিয়ে একটি ছবি আকার প্রতিযোগিতার আয়োজন করা হয় সামাজিক যোগাযোগ সেবা ফেইসবুকে। আর এতেই পাকিস্তানের ধর্মপ্রাণ মুসলমানের ধর্মানুভুতিতে আঘাত করার কারণে ফেইসবুক বন্ধ করার নির্দেশ দেয় পাকিস্তানের একটি
আদালত।
লাহোরের ৬ জন প্রকৌশলী মিল্লাতফেইসবুক সাইটটি প্রাথমিকভাবে ডেভেলপ করেছেন। পাকিস্তানী মিল্লাত শব্দের অর্থ মুসলিম। ডেভেলপার গ্রুপটি তাই মিল্লাতফেইসবুক কে মুসলিমদের সামাজিক যোগাযোগ সেবা হিসাবে পরিচয় করাচ্ছেন।
নতুন সাইটটিতে ফেইসবুকের মতই সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন টুলস রয়েছে। ব্যবহারকারীরা একে অন্যের ওয়ালে বিভিন্ন বার্তা পোস্ট করতে পারবেন। একই সাথে সাইটটিতে ব্যবহারকারীদের মাঝে ইমেইল আদান প্রদান, ছবি এবং ভিডিও শেয়ার, চ্যাটিং সুবিধা এবং ডিসকাশন বোর্ডে গ্রুপভিত্তিক আলোচনার সুবিধা রয়েছে।
ধর্মবিরোধী এবং আপত্তিজনক প্রতিযোগিতা করার অভিযোগে গত সপ্তাহে পাকিস্তানে ফেইসবুক বন্ধ করে দেয়া হয়। একই সাথে বন্ধ করা হয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব, ইন্টারনেটের উন্মুক্ত তথ্যভান্ডার উইকিডিয়া সহ আট শতাধিক ওয়েবসাইট। আদালতের নির্দেশে পাকিস্তান সরকার স্থানীয় টেলিকম অথোরিটির মাধ্যমে সাইটগুলো বন্ধ করেছে।
এখানে ক্লিক করে যেকেউ পাকিস্তানের চালু করা মুসলিম ফেইসবুকে যুক্ত হতে পারবেন।
তথ্যসূত্রঃ GSFBD
আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাহ্ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...
জি জানতাম
আইডি খুলেছিলাম
কিন্তু………
যা হোক আমি বলব এভাবে ঢালাও ভাবে টিউন না করে কিছু স্ক্রীনশট দিয়ে মানসম্মত টিউন করুন………
হয়তবা আপনি রফার করা টিউন গুলো শেয়ার করছেন কিন্তু আপনাকে টিউনের মান নিয়ে ও চিন্তা করতে হবে