আজ সন্ধায় একটা মোবাইল কল পেলাম বিদেশি নাম্বার [+971555193179] থেকে । আমি যেহেতু ওয়েব ডেভেলোপিং আর সাথে জরিত, প্রায় সব সময়ই আমার কাছে ফোন আসে বিদেশি ক্লাইন্টের কাছ থেকে । তাই ক্লাইন্ট ভেবেই ফোন ধরলাম । কিন্তু ধরার সাথে সাথেই কল কেটে যায় এবং ১ মিনিট পর আমার কাছে একটা পরিচিত মেসেজ আসে সেই নাম্বার থেকে , যেই মেসেজ আমি ও আমরা সবসময় মুছে দেই ইমেল থেকে । মেসেজ টি হলো ..
"Congratulation! Your number has won you $1,000,000 million USD in the ongoing 2010 UK NATIONAL LOTTERY, for claims email [email protected], call +447045710242"
আমার সাইট MEHEDI.COM.BD তে লাইভ জিলা ইনস্টল থাকার কারণে আমার সাইটে কেউ প্রবেশ করলে সে কোন দেশ, শহর, যে সাইট থেকে আমার সাইটে এসছে ইত্যাদি দেখতে পাই সাথে সাথেই । আমার তখন মনে পরলো, বিকালে আমার সাইটে একজন ভিজিটর এসছিলো যে গুগলে সার্চ করেছিলো "bangladesh mobile +880" । এতে আমি বুঝে গেলাম যে সেই লোক ই আমাকে মেসেজ পাঠিয়েছে । এবং আমার বিশ্বাস সে গুগলে সার্চ করে বাংলাদেশের যাদের নাম্বার পেয়েছে সবাইকে প্রথমে কল করে দেখছে নাম্বার ঠিক আছে কিনা । কল ধরার পর সে কল কেটে দেয় এবং একই মেসেজ সবাইকে পাঠায় । কারন আমার কাছে এ পর্যন্ত ২ বার কল আসছে এবং কল ধরার পর কল কেটে যায় এবং সেই একই মেসেজ আসে । যেহেতু SEO করার জন্য আমার ইনফো ও মোবাইল নাম্বার অনেক সাইটে আছে, আমার মনে হয় আরো কল আসতে পারে।
আমার হইতো সবাইকে এই সব মেসেজ সম্পর্কে নতুন করে বলার দরকার হবে না। কারণ আমরা সবাই জানি এইসব মেসেজ আমরা সব সময় ইমেলে পাই । কিন্তু মজার বিষয়, ঐ সব মানুষ ইমেল বাদ দিয়ে এখন মোবাইলে পাঠানো শুরু করেছে, এটা তাদের নতুন স্টাইল । আমার বিশ্বাস এতে কেউ না কেউ সারা দিতে পারে, না জেনে ।
তাই সবাইকে সতর্ক করে দেবার জন্য আমার এই পোষ্টটি করা। আশা করি আপনারা সবাই একটু সতর্ক হবেন এবং এই সব বিষয় থেকে নিজেকে বিরত রাখবেন
BD Web SolutionsComplete Web Solutions |
আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।