সবাই সাবধান !!!! সবাই সাবধান !!!! সবাই সাবধান !!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ সন্ধায় একটা মোবাইল কল পেলাম বিদেশি নাম্বার [+971555193179] থেকে । আমি যেহেতু ওয়েব ডেভেলোপিং আর সাথে জরিত, প্রায় সব সময়ই আমার কাছে ফোন আসে বিদেশি ক্লাইন্টের কাছ থেকে । তাই ক্লাইন্ট ভেবেই ফোন ধরলাম । কিন্তু ধরার সাথে সাথেই কল কেটে যায় এবং ১ মিনিট পর আমার কাছে একটা পরিচিত মেসেজ আসে সেই নাম্বার থেকে , যেই মেসেজ আমি ও আমরা সবসময় মুছে দেই ইমেল থেকে । মেসেজ টি হলো ..

"Congratulation! Your number has won you $1,000,000 million USD in the ongoing 2010 UK NATIONAL LOTTERY, for claims email [email protected], call +447045710242"

আমার সাইট MEHEDI.COM.BD তে লাইভ জিলা ইনস্টল থাকার কারণে আমার সাইটে কেউ প্রবেশ করলে সে কোন দেশ, শহর, যে সাইট থেকে আমার সাইটে এসছে ইত্যাদি দেখতে পাই সাথে সাথেই । আমার তখন মনে পরলো, বিকালে আমার সাইটে একজন ভিজিটর এসছিলো যে গুগলে সার্চ করেছিলো "bangladesh mobile +880" । এতে আমি বুঝে গেলাম যে সেই লোক ই আমাকে মেসেজ পাঠিয়েছে । এবং আমার বিশ্বাস সে গুগলে সার্চ করে বাংলাদেশের যাদের নাম্বার পেয়েছে সবাইকে প্রথমে কল করে দেখছে নাম্বার ঠিক আছে কিনা । কল ধরার পর সে কল কেটে দেয় এবং একই মেসেজ সবাইকে পাঠায় । কারন আমার কাছে এ পর্যন্ত ২ বার কল আসছে এবং কল ধরার পর কল কেটে যায় এবং সেই একই মেসেজ আসে । যেহেতু SEO করার জন্য আমার ইনফো ও মোবাইল নাম্বার অনেক সাইটে আছে, আমার মনে হয় আরো কল আসতে পারে।

আমার হইতো সবাইকে এই সব মেসেজ সম্পর্কে নতুন করে বলার দরকার হবে না। কারণ আমরা সবাই জানি এইসব মেসেজ আমরা সব সময় ইমেলে পাই । কিন্তু মজার বিষয়, ঐ সব মানুষ ইমেল বাদ দিয়ে এখন মোবাইলে পাঠানো শুরু করেছে, এটা তাদের নতুন স্টাইল । আমার বিশ্বাস এতে কেউ না কেউ সারা দিতে পারে, না জেনে ।

তাই সবাইকে সতর্ক করে দেবার জন্য আমার এই পোষ্টটি করা। আশা করি আপনারা সবাই একটু সতর্ক হবেন এবং এই সব বিষয় থেকে নিজেকে বিরত রাখবেন

BD Web Solutions

Complete Web Solutions

Level 0

আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

সাবধানের মাইর নাই।ধন্যবাদ আগে থেকে সাবধান করে দেবার জন্য।

মেহেদী ভাই আসলেই আমাদের সাবধান হওয়া দরকার এই সমস্যা শুধু বাংলাদেশেই নয় এটা এখন সারা পৃথিবীতেই চলছে।প্রায় দুই বছর আগে পাকিস্তান থেকে আমার কাছে একটা মিস কল এল আমি ফোন বেক করলাম তারপর আমাকে বলা হল আপনি একটা লটারি পাইছেন(টাকার অংকটাও অনেক ছিল)এখন কিছু টাকা পাঠাইলে আপনি আপনার লটারিটা নিতে পারবেন আমি জিনিসটা প্রথমেই বুঝে গেছিলাম তাই বল্লাম ভাই আমার টাকার দরকার নাই আপনিই আমার টাকাটা নিয়ে যান,তারপরে বিষয়টা নিয়ে অনেকের সাথে আলাপ হল এর মাঝে একজন বলল ভাই আমিতো ৬০০০ রিয়াল(বাংলাদেশি এক লাক্ষ টাকারো উপরে) দিছি কিন্তু আমারে কোন টাকা দেয়নাই যেই মোবাইল নাম্ভার থেকে আমাকে ফোন করেছিল সেটাও এখন কাজ করেনা।এখন বুঝেন অবস্থা এই ছারা ইমেইলেতো এই রকম অনেক লটারির সংবাদ আসিতেছে প্রতিনিয়ত এগুলু সবই ধাপ্পাবাজি তাই এই ব্যপারে আমাদের সবাইকেই সতর্ক হইতে হবে,বিষয়টা উপস্থাপন করার জন্য মেহেদী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ,আর আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম,কমেন্ট বড় হওয়ার কারনে কারো বিরক্তের কারন যদি হয় আমি দুঃখিত ক্ষমা করবেন।

    ভাইয়া খুব ভালো লাগলো শেয়ার করার জন্য । আমাদের ভার্সিটিতে একজন শিক্ষক এই রকম সমস্যাই পরেছিলেন, ওনেক টাকা হারিয়েছিলেন । আসলে এখন সবাই এই বিষয়ে সতর্ক , তারপর ও আমাদের আরো সতর্ক হওয়া উচিত । ধন্যবাদ ।

Level 0

তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই সাবধান করিয়ে দেওয়ার জন্য।

আমিতো ১ বার প্রায় বোকা হয়েছিলাম । ১ বখাটের ফোনে । সর্তক করার জন্য ধন্যবাদ ।

আমার SEO and Web Development শেখার খুব ইচ্ছা আছে। আপনি কি শিখান?

    দু:খিত ভাইয়া , আমি শিখায় না । আপনি বই পড়ে শিখতে পারেন ।

    আমার SEO and Web Development শেখার খুব ইচ্ছা আছে।কোন বইটি আমার জন্য ভাল হবে দয়া করে জানাবেন

    ভাইয়া এগুলো শিখার জন্য অনেক কিছু শিখতে হয়। আপনি সময় করে আমাকে কল করেন, আমি আপনাকে বলে দিব । ধন্যবাদ ।

আমিও প্রায় আড়াই বছর আগে এরকম ফাদে সম্মুখিন হয়েছিলাম।পরে সবার সাথে আলোচনা করে আর পা বাড়াইনি।
ধন্যবাদ মেহেদি ভাই সতর্ক করার জন্য……।

Level 0

সময় থাকতে সবাইকে সাবধান হয়া উচিত

আর হা আপনাকে ও ধন্যবাদ।

বিপদ আসার আগেই সাবধান হওয়া ভালো
ইনফর্ম করার জন্য মেহেদী ভাই আপনাকে ধন্যবাদ

    হ্যা ভাইয়া , আমি শুনলাম আরো অনেকের কাছেও কল ও মেসেজ আসছে, তাই আমাদের সাবধান হতে হবে । ধন্যবাদ ।

Thanks. Amader ke alert korar janne.
kintu apnar moton ei liveZilla ta use korte gele ki ki korte hobe? kothay pabo ?

[email protected]

সর্তক করার জন্য ধন্যবাদ………..

Level 0

ধন্যবাদ ভাইয়া সতর্ক করার জন্য।
আপনার কাছে একটা প্রশ্ন ছিল, অনেকদিন ধরেই করবো করবো বলে করতে পারি নি। আপনার ওয়েবসাইটে দেখলাম আইওএস ইন্সটল করা। দেখার সাথে সাথে সোর্স ফর্জ থেকে ডাউনলোড করলাম এবং আমার ওয়েবসাইটে আপলোড ও করলাম, কিন্তু এটি কিভাবে কনফিগার করবো তা তো জানি না 😀 যদি সময় করে একটু বলতেন তাহলে উপকার হতো।

    ভাইয়া অপু, আমার সাইটে আইওএস ইন্সটল করা নাই । আমার সাইটে লাইভ জিলা ইনস্টল করা আছে । আপনি http://www.livezilla.net থেকে ডাউনলোড করে ইন্সটল করতে পারেন ।

    Level 0

    ভাইয়া আমি আপনার http://os.mehedi.com.bd/ এই লিংকটির কথা বলছিলাম। যদি কাইন্ডলি বলতের তাহলে বেশ উপকার হতো।

    Level 0

    ভাইয়া আমি আপনার http://os.mehedi.com.bd/ এই লিংকটির কথা বলছিলাম। যদি কাইন্ডলি বলতেন তাহলে বেশ উপকার হতো।

    ওহ … আপনি http://eyeos.org/ এই সাইট থেকে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন । মনে রাখবেন যে ফোল্ডারে ইন্সটল করবেন সেটাকে পারমিশন ৭৭৭ রাখতে হবে ।

মেহেদী ভাই আপনাকে অনেক ধন্যবাদ একটা গুরুত্তপুর্ন তর্থ শেয়ার করার জন্য !!

Level 0

ইমেইলেতো প্রায় পেয়ে থাকি, তবে ফোনের ব্যাপারটা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

টিউনটি স্টিকি করা যেতে পারে

Level 0

আজকে সকালে এমং গত রাতে আমি এইরকম ঠিক কাল পেয়েছিলাম

তবে দেশি ঠকবাজ

আমারে আর্থাত আমার বোনের ফোনে কল করে বলে ওয়ারিদের লটারিতে আপনি ২.০০০০০০…। টাকা জিতেছেন, আমার লাইন কাটার পর আমাকে কল করুন……।আমি বাইরে ছিলাম আমার বোন ফোন দিল আমাকে কি ব্যপার…।
আমি ত বুঝলাম কি ব্যপার

তারপর সোজা ওয়ারিদ সেন্টারে কল দিলাম তারা আমার কাছ থেকে নাম্বার নিল এবং এরকমের প্রতারনা কমানোর জন্য অঙ্গিকার দিল……।।

Level 0

আজকে সকালে এমং গত রাতে আমি এইরকম ঠিক কাল পেয়েছিলাম

তবে দেশি ঠকবাজ

আমারে আর্থাত আমার বোনের ফোনে কল করে বলে ওয়ারিদের লটারিতে আপনি ২.০০০০০০…। টাকা জিতেছেন, আমার লাইন কাটার পর আমাকে কল করুন……।আমি বাইরে ছিলাম আমার বোন ফোন দিল আমাকে কি ব্যপার…।
আমি ত বুঝলাম কি ব্যপার

তারপর সোজা ওয়ারিদ সেন্টারে কল দিলাম তারা আমার কাছ থেকে ঠকবাজের নাম্বার( 01675550848 ) নিল এবং এরকমের প্রতারনা কমানোর জন্য অঙ্গিকার দিল……।।

Level 0

আমি আবারও বলতে চাই এই টিউন স্টিকি করা হউক……।।মানুষকে সাবধান করার জন্য হলেও

ধন্যবাদ এই রকম একটি টিউন এ র জন্য।কয়েকদিন আগে আমার এই রকম একটা ঘটনা ঘটেছে।যা আপনারা সবই জানেন োয প্রথমে বলা হয় আপনি একটি লটারী জিতেছেন এবং সেই টাকা ছাড়াবার জন্য োরা ইনসুরেন্স ফি বা কুরিয়ার ফি চায়।আমার বেলায়া চেয়েছিলো কুরিয়ার ফি,এবং তা মানিগ্রাম এর মাধ্যমে।যে জিনিষটি এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিলো তা হল,আপনাকে তো শুধু মিস কল দিয়েছে,কিন্তু আমাকে সেই লোক ফোন করেছে প্রতিদিন এবং রাত্রে দুই বার।।তাই একটু খটকা লেগেছিলো োয আসল কি না?না হলে এতবার ফোন করার কথা না।কিন্তু সন্দেহ টা শুরু হয় যখন দেখি যে তার ফোন কোড টি হচ্ছে নাইজেরিয়ার.কিন্তু সে পরিচয় দিয়েছিলো লন্ডনের।আমি তাকে বলেছিলাম আমার কাছে এত টাকা নেই।তারা কুরিয়ারের জন্য আমার কাছে ৭০০ ডলার চেয়েছিলো।শেষ পর্যন্ত সে আমাকে এই রকম অফার দেয় যে আমি কত টাকা দিতে পারব|তখন এদের প্রতারনাটা আমার কাছে আরো পরিস্খার হয়ে যায়।এটা এদের নতুন োকৌশল তাই সবাই সাবধান।তবে আমি ৭ দিনে োদের ভা্লই ফোনে িবল উঠিয়েছি।

    Level 0

    ভালোওই তবে যারা এসব করে তাদের এরকম টাকা উঠলেও গায়ে লাগেনা

আমিও সাবধান…।

ধন্যবাদ সবাইকে সতর্ক হবার জন্য ।

গুরুত্বপূর্ণ তথ্য মেহেদী ভাই। আপনাকে ধন্যবাদ।