ফেসবুক বিশ্ব ওয়েব সাইট প্রেইজ Ranking এ google এর পরেই যার অবস্থান।অর্থাৎ বিশ্বের দ্বিতীয়তম জনপ্রিয় সাইট এটি।যে কোন বয়সের লোকদের কাছে ফেসবুকের জনপ্রিয়তা তাকে পৌছে দিয়েছে ২য় তে।যা এখন প্রতিযোগিতা করছে কিং গুগল এর সাথে।আজ হঠাৎ করেই বা্ংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে।কেন বন্ধ করে দেওয়া হল তা নিচে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য ব্যবহার করে তুলে ধরা হল।
Blogger আর Web Developer জন্য ফেসবুক আর্শিবাদ সরুপ ।এছাড়াও অনেকে কলেজ ও ইউনিভারসিটির পড়াশুনার কাজেও ফেসবুক ব্যবহার করে থাকে।তাই আঁশা করবো বাংলাদেশ সরকার সবদিক বিবেচনা করে খুব তারা তারি আবার ফেসবুক চালু করবেন ও দোষিদের যোগ্য শাস্তি দেবেন।ফেসবুক permanent ভাবে বন্ধ হয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।
বিদ্র:টিউনটি একটি অসামাপ্ত টিউন আপডেট করা হচ্ছে।
তথ্যসূত্র:http://www.prothom-alo.com/detail/date/2010-05-29/news/66874
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...
এতদিন মনে মনে চেয়েছিলাম যাহা, আজি বুঝি পূরণ হলো তাহা…………………………..আহা!! কি আনন্দ লাগিতেছে মনে, ফেইসবুক যেন আর নাহি দেখি এ বাংলার আয়তনে
মোর নবীকে নিয়ে যখন করেছিলো রঙ্গ, কোথায় ছিলো তখন সরকারে বঙ্গ……………….আজি যখন হইল ম্যাডামদের ইজ্জত নিয়া টানাটানি, তবেই বুঝি আদেশ এলো বন্ধ করো ফেইসবুকখানি
ক্ষমতা থাকিলে নবীর চেয়েও ম্যাডামদের সম্মান বড় হয়, ব্যাপারখানা দেখিয়া ইহাই এ অধমের মনে লয়!!!!!