সঙ্গীর চাহিদা মেটাতে তৈরী করা হল রোবট!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মার্কিনি এক কম্পিউটার বিশেষজ্ঞ সম্প্রতি নারীর আদলে একটি রোবট তৈরি করেছেন, যেটি কথা বলতে এবং সঙ্গীর চাহিদা মেটাতে সক্ষম। নারীর মতো শারীরবৃত্তীয় ক্ষমতাসম্পন্ন এ রোবট তৈরির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ হলো বলেই জানিয়েছেন গবেষকরা। খবর সিএনএন এর

‘রুক্সি’ নামের এই রোবটের নির্মাতা ও বেল ল্যাবের সাবেক প্রকৌশলী ডগলাস হায়েন্স জানিয়েছেন, এ রোবটের মধ্যে পাওয়া যাবে ৫টি ব্যক্তিত্বের সমন্বয় যা সঙ্গীর মন ভোলাতে সাহায্য করবে। তিনি বলেন, রুক্সির সঙ্গে নারীর আদতে পার্থক্য নেই। রুক্সির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি আর ওজন ১২০ পাউন্ড। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত চ্যাট করতে এবং সঙ্গীর পছন্দের যে কোনো সময়ই সঙ্গ দিতে সক্ষম রুক্সি।

হায়েন্স এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি হলো লাভ ডলের চেয়ে আলাদা ‘সেরা সফস্টিকেটেড টকিং ফিমেল সেক্স রোবট’। লাস ভেগাসে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট এক্সপোতে রুক্সিকে প্রথম দেখানো হয়।

জীবন্ত পুতুলের মতো সব বৈশিষ্ট্যই আছে রুক্সির। এটি এমনকি ভার্চুয়াল সঙ্গীর ভূমিকাও নিতেও সক্ষম।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রুক্সির শরীর হাইপোএলারজেনিক সিলিকনের তৈরি। এর ত্বকের নীচে আছে কম্পিউটার নিয়ন্ত্রিত পাওয়ার সিস্টেম, আলোচনায় অংশ নিতে আছে ভয়েস রিকগনিশন ও স্পিচ সিনথেসাইসিস সফটওয়্যার। তার বুকের মধ্যে একটি মোটর রাখা হয়েছে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর শরীরের বিভিন্ন অংশে রাখা আছে সেন্সরও।

হায়েন্স জানিয়েছেন, ‘রুক্সির সঙ্গে মেশা যেন প্রথম ডেট করার মতোই উত্তেজক। শুধু পুরুষ নয় নারীরাও এ বিষয়ে আগ্রহী। একজন থেরাপিস্ট তো তার রোগীর জন্য এই বিষয়ে পরামর্শও দিয়েছেন। এটি রুক্সির প্রথম ভার্সন। সিলিকনের তৈরি দেহ হবার কারণে যে কোন পজিশনেই অবস্থান করতে পারে রুক্সি। এর ব্যাটারিতে একবার চার্জ দিলে ৩ ঘন্টা চলে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি এখন পর্যন্ত শুধু ইংরেজি ভাষা বুঝলেও পরবর্তী সংস্করণে জাপানি ও স্প্যানিশ ভাষাও বুঝতে পারবে। রুক্সির দাম ৭ হাজার ডলার বা প্রায় ৫ লাখ টাকা।

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রুক্সি…..আসলো পালাও পালাও …

হুম…………… আমিও প্রস্তুত।

ভালই তো। টাংকি মারলে কি বুঝে ! 🙂 🙂 😉

বিজ্ঞান আর কি দেখাবে জানি না!!! 😉

Level 0

ভাই আমার আসল টা ভালো । নকল এটার দরকার নাই।

    Level 0

    কন কি আপনারও কি আসলে রূএক্সি আছে নাকি???০

    হাহ হাহ

বিজ্ঞান আমাদের যেমন অনেক কিছু দিচ্ছে তেমনি নিয়েও যাচ্ছে অনেক কিছু।

আমি এটার কোন প্রয়োজন দেখছিনা। যারা এটা বানিয়েছে তারাই এটা নিয়ে পড়ে থাক।

তা হলে ভাল ইইছে রুক্সিরে ভাড়া দিয়া পয়সা ইনকাম করন যাইব। B-) 😀 🙂 এতে তো মনে হয় এইডস্ ও হইবনা। আর একটা কথা কাম করার সময় যদি ইলেকট্রিক সর্ট করে তাইলে ?। 😛 😛

Level 0

মনে হয় কেয়ামতের আর বেশি দেরী নেই ।

    Level 0

    এবেপারে …………চিন্তিত

robot is robot,
cannot be human for ever,and cannot be complete like human.

Good information, Runi se bachka

Level 0

amar ooo mone hoy ……….কেয়ামতের আর বেশি দেরী নেই ।……….কেয়ামতের আর বেশি দেরী নেই ।………….কেয়ামতের আর বেশি দেরী নেই ।…………..

Level 0

amar ooo mone hoy ……….কেয়ামতের ও আর বেশি দেরী নেই ।……….কেয়ামতের ও আর বেশি দেরী নেই ।…………কেয়ামতের ও আর বেশি দেরী নেই ।…………..

Level 0

ইবলিশ মুসলমানদের জাহান্নামী করার জন্য নতুন নতুন কৌশল আবিষ্কার করে ।তাই ইবলিশের এই নয়া আবিষ্কার থেকে সাবধান ।

রুবি সাথে কেউই পারবেন না তার যৌন খমতার শেষ নেই ।।।

Level 0

Ore bapos re! Amake dorbe naki?