২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপের দলগুলোর জার্সি (ফুটবল ম্যানিয়াকদের জন্য)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আরেকটি ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আর মাত্র সপ্তাহ দুয়েকের মাঝে। গোটা বিশ্বের ফুটবল আমুদেরা মেতে উঠেছেন ফুটবল উন্মাদনায়। অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাস্তাঘাট, খেলার মাঠ এমনকী পাড়ার মোড়ের চায়ের দোকানেও চলছে প্রিয় দলের আলোচনা, প্রিয় খেলোয়াড়ের বন্দনা এবং প্রতিপক্ষ দলের সমালোচনা।  বাংলাদেশে টপ ফেভারিট ব্রাজিল, আর্জেন্টিনা প্রভৃতি দলের পতাকা উড়ছে পতপত করে। ইতালি , ফ্রান্স, জার্মানির সমর্থকেরাও বসে নেই। টেকটিউনসের ফুটবল ম্যানিয়াকরাও এই উন্মাদনা থেকে বাদ যাবেন কেন?

এদিকে বিশ্বকাপে প্রায় সবগুলো দলই মাঠে নামবে নতুন জার্সি গায়ে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফুটবলের সর্বোচ্চ আসরে কোন দল কোন জার্সি পরছে-

গ্রুপ-এঃ

১. ফ্রান্সঃ ২০০৬ বিশ্বকাপের রানার্স আপ লা ব্লুজ’দের শার্ট তৈরি করেছে জার্মান স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি এডিডাস। ফ্রান্স ফুটবল দল ইতোমধ্যে ২০১০ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতকৃত এই জার্সি পরে আয়ারল্যান্ডের সাথে বিশ্বকাপ প্লে অফ ম্যাচ খেলেছে যেখানে থিয়েরি হেনরী’র বিতর্কিত সেই “হ্যান্ড অফ গড” গোলের মাধ্যমে তারা দক্ষিন আফ্রিকা বিশ্বকাপের টিকিট পায়।


২. মেক্সিকোঃ কনক্যাকাফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের পেছনে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করা মেক্সিকো বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে এই জার্সি পরে। মেক্সিকো জাতীয় ফুটবল দলের জন্য এডিডাস এই শার্ট তৈরি করেছে ক্লাইম্যাকুল টেকনোলজিতে যাতে থাকছে ৩৬০ ডিগ্রী ভেন্টিলেশন ব্যবস্থা।ফলে এতে থাকছে উৎকৃষ্ট আদ্রতা ব্যবস্থাপনা।

৩. সাউথ আফ্রিকাঃ ২০১০ বিশ্বকাপের স্বাগতিকদের জন্য জার্সি প্রস্তুত করেছে এডিডাস। ক্লাইম্যাকুল ও ফরমেশন টেকনোলজিতে তৈরি এই জার্সি পড়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাফানা বাফানা’রা।

৪. উরুগুয়েঃ ২০০৬ বিশ্বকাপের প্লে অফ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাদ পড়া লা সেলেস্তে রা এবারের বাছাইপর্বের প্লে অফ ম্যাচে কোস্টারিকাকে হারাতে ভুল করেনি। এই বিশ্বকাপে তাদের জন্য জার্সি প্রস্তুত করেছে আরেক জার্মান স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি পুমা।

গ্রুপ-বিঃ

১. আর্জেন্টিনাঃ দুনিয়া জুড়ে লাখো ভক্তদের ফেভারিট আকাশি সাদা শিবির এবার বিশ্বকাপে এসেছে বাছাইপর্বে নিজেদের গ্রুপে চতুর্থ হয়ে।তারপরও কোচ ডিয়েগো ম্যারাডোনাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ উর্দ্ধমুখী হচ্ছে।

এডিডাসের তৈরি করা এই জার্সি পরেই এবারের বিশ্বকাপে মাঠে নামবেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ম্যাক্সি রড্রিগুয়েজ’রা। আর্জেন্টিনার শার্টের দুটি স্টার ১৯৭৮ (স্বাগতিক হিসেবে) ও ১৯৮৬ সালে জয় করা দুটি বিশ্বকাপ শিরোপা নির্দেশ করে। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ১২ জুন জোহানেসবার্গে নাইজেরিয়ার সাথে ম্যাচ খেলে।

২. গ্রীসঃ ২০০৪ ইউরোর চ্যাম্পিয়ন গ্রীস এবারের সাউথ আফ্রিকা বিশ্বকাপে এসেছে প্লে অফ ম্যাচে ইউক্রেনের হৃদয় ভেঙ্গে দিয়ে।গ্রীস জাতীয় ফুটবল দলের জন্য এই জার্সি প্রস্তুত করেছে এডিডাস। জাতীয় পতাকার সাথে মিল রেখে জার্সিতে সাদার মাঝে আছে নীল।

৩. নাইজেরিয়াঃ আর্জেন্টিনার মত নাইজেরিয়াও চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে শেষ মুহুর্তে।এবারের বিশ্বকাপে তাদের পরার কথা ছিল এডিডাসের তৈরি এই জার্সিটি।কিন্তু সুপার ঈগল’রা এই জার্সি পড়তে অস্বীকৃতি জানিয়েছে।তাদের জন্যও এখনো পর্যন্ত নতুন জার্সি আসে নি।

৪. সাউথ কোরিয়াঃ ২০০২ বিশ্বকাপের স্বাগতিক সাউথ কোরিয়ানদের জন্য এই জার্সি তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পোর্টস সাপ্লায়্যার নাইকি।পার্ক জি সুং, লি চুং ইয়ং’রা এবার এই জার্সিতেই মাঠ মাতাবেন।

গ্রুপ-সিঃ

১. ইংল্যান্ডঃ ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র ১ টি ম্যাচ হেরে বুঝিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপে তারাও অন্যতম ফেভারিট। আমব্রোর তৈরি এই জার্সি পরে ইংলিশরা বাছাইপর্ব খেলেছে এবং এই একই জার্সি পরে তারা ১৯৬৬র পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যকে সামনে রেখে যাচ্ছে সাউথ আফ্রিকায়।

২. ইউএসএঃ কনক্যাকাফ অঞ্চলে বাছাই পর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই এবারের বিশ্বকাপে এসেছে ইউএসএ।২০০৯ সালে কনফেডারেশনস কাপের পর এই গ্রীষ্মে আবারো তারা সাউথ আফ্রিকায় পা রাখবে এই জার্সি পরে।

৩. স্লোভেনিয়াঃ বাছাইপর্বে নিজেদের গ্রুপে চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের মত দলকে এবং সর্বশেষে প্লে অফে রাশিয়াকে চমকে দিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া স্লোভেনিয়া এই জার্সি পরে ২য় বারের মত বিশ্বকাপ খেলবে। স্লোভেনিয়া ফুটবল দলের জন্য এই জার্সি প্রস্তুত করেছে নাইকি।

৪. আলজেরিয়াঃ সুদানে আফ্রিকান চ্যাম্পিয়ন ইজিপ্টকে প্লে অফ ম্যাচে হারানর পর আলজেরিয়া এই জার্সি পরে ১৩ জুন স্লোভেনিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে ৩য় বারের মত বিশ্বকাপ খেলতে নামবে। বিশ্বকাপে তাদের আগের অভিযান ছিল ২৪ বছর আগে।

গ্রুপ-ডিঃ

১. জার্মানিঃ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন জার্মানদের জন্য জার্সি তৈরি করার ভার পেয়েছে এডিডাস। মাঝমাঠের নায়ক মাইকেল বালাককে হারিয়ে কিছুটা বেকায়দায় পড়লেও মিরোস্লাভ ক্লোস, বাস্তিয়ান্ শোয়েনস্টেইগাররা এই জার্সিতেই সাউথ আফ্রিকায় রাজত্ব করবেন বলে বিশ্বাস সমর্থকদের।

২. অস্ট্রেলিয়াঃ ধারাবাহিক ২য় বারের মত বিশ্বকাপে আসা সকারুদের জন্য এবারের বিশ্বকাপের জার্সি তৈরি করার দায়িত্ব পেয়েছে নাইকি। নাইকির তৈরি অস্ট্রেলিয় হোম ম্যাচের জার্সির ডিজাইন এরকম।

৩. ঘানাঃ ঘানা জাতীয় ফুটবল দলের ২০১০-১১ মৌসুমের জন্য এই জার্সি তৈরি করেছে পুমা। বিশ্বকাপের পর আফ্রিকান নেশনস কাপেও এই জার্সিতেই খেলবে ব্ল্যাক স্টাররা।

৪.সার্বিয়াঃ বাছাইপর্বে গ্রুপসঙ্গী ফ্রান্সের বেশ খানিকটা সামনে থেকে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সার্বিয়া। ২০১০ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের জন্য জার্সি তৈরি করছে নাইকি।

গ্রুপ-ইঃ

১. নেদারল্যান্ডঃ ২০০৮ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে আন্ডারডগ রাশিয়ার কাছে হেরে যাওয়া ডাচরা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ডাচদের হোম জার্সি এখনো অফিসিয়ালি রিলিজ না হলেও নাইকির তৈরি করা ঐতিহ্যবাহী কমলা রং’র ডিজাইন ছিল এরকম।

২. ক্যামেরুনঃ আফ্রিকার অদম্য সিংহরা সাউথ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে পুমার তৈরি জার্সি পরে। ক্যামেরুন গ্রুপ পর্বে সম্ভাব্য ১৮ পয়েন্টের ভেতর ১৩ পয়েন্ট পেয়ে সাউথ আফ্রিকায় যাচ্ছে।

৩. জাপানঃ এশিয়ার পরাশক্তি জাপান এডিডাসের তৈরি জার্সি পরবে। গাঢ নীল রং’র এই জার্সিতে রয়েলে পালকের ছাপ, জাপানীজ ফুটবল এসোসিয়েশনের লোগো এবং জাতীয় দলের পতাকা।

৪.ডেনমার্কঃ ১৯৯২ ইউরোর চ্যাম্পিয়ন ডেনমার্কও এডিডাসের তৈরি জার্সি পরে দক্ষিণ আফ্রিকা অভিযানে যাচ্ছে। ডেনিশ ডিনামাইটদের জার্সির রঙ লাল।

গ্রুপ-এফঃ

১. ইটালিঃ ডিফেণ্ডিং চ্যাম্পিয়নদের জন্য জার্সিটি পুমার তৈরি। ইউরো ২০০৮ এ বিপর্যয়ের পর আজ্জুরি’রা এই বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে।সমর্থকদের প্রত্যাশামত ইটালির হোম শার্ট ও শর্টস দুটোই নীল রং’র।

২. প্যারাগুয়েঃ এবারের বিশ্বকাপে গ্রুপ এফ এ ইটালি,নিউজিল্যাণ্ড এবং স্লোভাকিয়ার সঙ্গী প্যারাগুয়ের জন্য জার্সি প্রস্তুতির ভার এডিডাসের। সাদা এবং লাল রঙ এ তৈরি এই জার্সির কলারের পেছনে সিংহ’র ছবির সাথে তিনটি শব্দ খোদাই করা আছে যা সিংহ’র শক্তি, হৃদয় ও থাবাকে নির্দেশ করে।

৩. নিউজিল্যাণ্ডঃ প্রায় তিন দশকের বিরতির পর বিশ্বকাপের চূড়ান্ত আসরে পা রাখা নিউজিল্যাণ্ডের জার্সির প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।২০০৯ সালের কনফেডারেশন্স কাপে ভালো ফুটবল খেলে নিউজিল্যাণ্ড ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

৪. স্লোভাকিয়াঃ স্বাধীন জাতি হিসেবে প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নেওয়া স্লোভাকিয়ার জার্সি তৈরি করছে এডিডাস। এর আগে ফুটবলের বড় কোন আসরে তাদের অংশ নেওয়ার অভিজ্ঞতা ১৯৯৬ সালের ইউরোতে।

গ্রুপ-জিঃ


১. ব্রাজিলঃ গত বিশ্বকাপে হারিয়ে ফেলা শিরোপা পুনরুদ্ধারে এবার কোমর বেধেঁ নেমেছে ব্রাজিল। গত বছর কনফেডারেশন কাপের শিরোপা জেতা দুঙ্গার আর্মি এবারের আসরেও ফেভারিট। ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য প্রক্রিয়াজাতকৃত প্লাস্টিকের বোতলে তৈরি এবং পরিবেশ বান্ধব এই জার্সি তৈরি করেছে নাইকি যা ২৫ ফেব্রুয়ারী লণ্ডনে প্রকাশ করা হয়। ব্রাজিলের হোম কিটে রয়েছে হলুদ জার্সির সাথে নীল প্যান্ট। জার্সির কলারে এবং পার্শ্বে রয়েছে সবুজ।

২. পর্তুগালঃ প্লে অফ ভাগ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ঠাঁই পেলেও এই দলটিতে প্রতিভার অভাব নেই। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন এই দলটির জন্য লাল ও সবুজে জার্সি তৈরি করেছে নাইকি।

৩. আইভরি কোস্টঃ এই জার্সি পরে এবারের বিশ্বকাপ খেলবেন দিদিয়ের দ্রগবা, সোলেমান কালু’রা।এলফ্যান্ট’দের জন্য জার্সিটি তৈরি করেছে পুমা।

৪. নর্থ কোরিয়াঃ এবারের বিশ্বকাপে গ্রুপ অফ ডেথে ব্রাজিল, পর্তুগাল ও আইভরি কোস্টের সঙ্গী নর্থ কোরিয়ার বিশ্বকাপ অভিযানের জার্সি এখনো প্রকাশ করা হয় নি।

গ্রুপ-এইচঃ


১. স্পেনঃ বর্তমান ইউরোপ সেরা স্পেনিয়ার্ডদের জন্যও জার্সি তৈরি করছে এডিডাস। বিশ্বকাপে এই জার্সি পরে মাঠে ঝড় তুলবেন ফার্নান্দো তোরেস, জাভি হার্নান্দেস, সেস ফ্যাব্রিগাসরা।

২. সুইজারল্যাণ্ডঃ জার্মানিতে গত বিশ্বকাপে নকআউট পর্বে খেলা সুইজারল্যান্ডের জন্য এই জার্সি তৈরি করেছে পুমা।

৩. চিলিঃ বাছাইপর্বে সবাইকে চমকে দিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া চিলির বিশ্বকাপ গ্রুপসঙ্গী স্পেন, সুইজারল্যাণ্ড এবং হণ্ডুরাস।তাদের জন্য জার্সি তৈরি করছে ব্রুকস। এখনো পর্যন্ত অফিসিয়ালি চিলির জার্সি প্রকাশ করা হয় নি।

৪. হন্ডুরাসঃ মাঝে ২৮ বছরের বিরতির পর সাউথ আফ্রিকা বিশ্বকাপের মাধ্যমে আবারো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফিরে আসছে হন্ডুরাস। হণ্ডুরাস জাতীয় দলের জন্য জার্সি তৈরি করছে স্প্যানিশ কোম্পানি জোমা।তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি তা প্রকাশ করা হয় নি।

এত বড় টিউন তৈরি করা এবং পড়া নিঃসন্দেহে কষ্টকর। কিন্তু ফুটবলপ্রেমী বলে কথা! প্রিয় দলের বিশ্বকাপ অভিযাত্রার অংশ জার্সি দেখার জন্য ও সবার সাথে শেয়ার করার জন্য এতটুকু কষ্ট করাই যায়। ধন্যবাদ সবাইকে।

তথ্যসূত্রঃ অন্তর্জাল।

টিউনটি পূর্বে সামহোয়ারইন ব্লগে প্রকাশিত

Level 0

আমি মিশুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারণ একজন মানুষ। ঘৃণা করি দুটো জিনিশ-প্রতারণা ও উপেক্ষা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্য গুলু শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ,ভাল টিউন হইছে চালিয়ে যান।

    ধন্যবাদ আতাউর রহমান ভাই। ভালো থাকবেন।

অনেক অজানা তথ্য জানতে পারলাম । ধন্যবাদ
মিশুক ভাই ।

টিউনটি বেশ ভাল হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ। শুভকামনা রইল।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য, আমি কিন্তু ইটালির সমর্থক।

    তাই নাকি? ইতালির জন্য শুভকামনা।

Level 0

টিউনটি বেশ ভাল হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।

    কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞতা।

“ইলেক্ট্রনিক্সে হাতেখড়িঃ পর্ব- ২.১ (রেজিস্টর)” – এই বিষয়ের পরর্বতী কোন টিউন করার সংকল্প আছে কি না ? আপনার কি পরীক্ষা ছিল নাকি? নাকি ব্যস্ত ছিলেন? অনেক দিন দেখি না।

    আগামীকাল ইনশাল্লাহ পরের পর্ব পাবেন। আমার সেমেস্টার ফাইনাল পরীক্ষা ছিল। তাই বিরতি পরেছে। আশা করি পরের পর্ব গুলো নিয়মিত পাবেন। ধন্যবাদ।