কম্পিউটার ভাইরাস এখন মানব দেহে !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ সকালে  ঘুম থেকে উঠে অনলাইন এ বি.বি.সি নিউজ এর নিউজ গুলো দেখছিলাম । হটাৎ একটা লেখা আমার চোখে পড়লো ( First human 'infected with computer virus) । তারপর নিউজ টা পড়লাম । পরে ত আমি অবাক !!! এটা সম্ভব ??? ।

এক ব্রিটিশ বিজ্ঞানী নাম্ ডা. মার্ক গ্যাসন তিনি কম্পিউটার ভাইরাস আক্রানত ১ম মানব , । অবশ্যই সেচ্ছায় তিনি এ ভাইরাস আক্রানত হয়েছেন । তিনি ব্রিটিশ 'রিডিং ইউনিভার্সিটি' এর অধ্যাপক । অবশ্য ভয় এর কিছু নেই , বিজ্ঞানীরা বলে ছেন এ ভাইরাস তার দেহের কোন ক্ষতি করতে পারবেন না ।

9a336687b6ড. মার্ক গ্যাসেন

এবার আসল ঘটনায় আসা যাগ । আসল ঘটনা হল ড. মার্ক গ্যাসেন একটি চিপ এ বেশকিছু ভাইরাস ধুকান এবং তার পর তা একটি অপারেশন এর মাধ্যমে তার হাতের মাংশপেশিতে স্থাপন করেন । এই ভাইরাস অবশ্য ড. মার্ক গ্যাসেন কে কিছু পাওয়ার এনে দিয়েছে তাকে ।

যেমন যেসব দরজা বায়মেকানিকাল কার্ড পাঞ্চ করে ধুকাতে , হয় সেসব দরজার কাছে ড. মার্ক গ্যাসেন দারালে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে । এছারা আর একটা মজার ব্যপার হল তার হাতে কন সুইচ অফ মোবাইল এলে তা অটোমেটিক অন হয়ে যাচ্ছে ।

তার মতে ভবিষ্যতে মানব দেহে স্থাপন করা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন পেসমেকার অজানা ভাইরাস এ আক্রানত হতে পারে । আর তিনি বলেন সবার দৃস্টি তার দিকে নেয়ার জন্য তিনি নিজেকে কম্পিউটার ভাইরাস এ আক্রানত করার সিদ্গান্ত নিয়েছেন ।

তর্থ সুত্রঃ বিবিসি নিউজ

বিস্তারিত ও ভিডিও দেখতে পাবেন এখানেঃ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায় হায় !!!!!! ….ডাইল আর দারা ..

চিন্তার বিষয়।

টিউন টি ভালো হতো যদি বিষস টা ক্লিয়ার করে লিখতেন।
আর কম্পিউটার ভাইরাস এবং মানুষের বডি দুইটা দুই ফরমেটের জিনিস । মানুষের বডি তে তাহলে ডাটা ফাইল সাপোর্ট করে নাকি ?

    ভাই আমি আপনার কমেন্ট একটু বুঝতে পারি নাই 🙁 । কিভাবে টিউন করলে ভাল হত একটু বললে খুছি হতাম 😀

ডিজিটাল দুনিয়ার ডিজিটাল ঘটনা জানিনা সামনে আর কি আছে আল্লাহই ভাল জানেন।তথ্যটা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

শেষ জামানায় আরো কত কি দেখব, এটাই তার একটা নমুনা ।

সুন্দর একটা সংবাদ দেবার জন্য ধন্যবাদ।

নতুন খবর দেবার জন্য ThankS.

Level 0

ফাহিম রেজা বাঁধন ভাই,এই সুবিধা বাংলাদেশে কবে আসবে , ধন্যবাদ……।

গুরুত্বপুর্ণ এবং অদ্ভূত তথ্য। ব্যাপারটা চিন্তার। কিন্তু আমার কাছে বেশ মজাও লেগেছে। ইশ্‌ , আমার মাঝে যদি এ রকম কিছু পাওয়ার থাকতো 😀 !!!!!
সুন্দর এ টিউনটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂

দারুন তথ্য।

আমি ১টা norton আর ২ টা avast anti virus খাইচি।এখন আমি নিশ্চিন্ত।ধন্যবাদ বাঁধন সুন্দর একটা বিষয় শেয়ার করার জন্যে।ভবিষ্যতে সত্যি আমাদের anti virus খেতে হবে।

ফাহিম রেজা বাঁধন, ধন্যবাদ সুন্দর এবং মজার একটা খবর দেয়ার জন্য। আমি এসব খবর খুব পছন্দ করি।
অপেক্ষায় আছি কবে নিজের শরিরে ভাইরাস ঢুকাবো…………

ইস ! বিজ্ঞানীরা যদি এই মুহুর্তে এমন মেমরী কার্ড আবিষ্কার করত যা মানুষের শরীরে ব্যাবহার করা যাবে, তাহলে খুব ভাল হত, পড়াশোনার ঝামেলা থেকে মুক্ত হতাম ! ! ! ! 🙂 :);)

Level New

ইস যদি আমাগো দুই খালাম্মা রে যদি ভাইরাস গুলা দেয়া যাইত!!!!!!!!

Level 0

পৃথিবিতে যতদিন আছি, প্রতিদিন নতুন্ত নিয়ে আছি।