আজ সকালে ঘুম থেকে উঠে অনলাইন এ বি.বি.সি নিউজ এর নিউজ গুলো দেখছিলাম । হটাৎ একটা লেখা আমার চোখে পড়লো ( First human 'infected with computer virus) । তারপর নিউজ টা পড়লাম । পরে ত আমি অবাক !!! এটা সম্ভব ??? ।
এক ব্রিটিশ বিজ্ঞানী নাম্ ডা. মার্ক গ্যাসন তিনি কম্পিউটার ভাইরাস আক্রানত ১ম মানব , । অবশ্যই সেচ্ছায় তিনি এ ভাইরাস আক্রানত হয়েছেন । তিনি ব্রিটিশ 'রিডিং ইউনিভার্সিটি' এর অধ্যাপক । অবশ্য ভয় এর কিছু নেই , বিজ্ঞানীরা বলে ছেন এ ভাইরাস তার দেহের কোন ক্ষতি করতে পারবেন না ।
এবার আসল ঘটনায় আসা যাগ । আসল ঘটনা হল ড. মার্ক গ্যাসেন একটি চিপ এ বেশকিছু ভাইরাস ধুকান এবং তার পর তা একটি অপারেশন এর মাধ্যমে তার হাতের মাংশপেশিতে স্থাপন করেন । এই ভাইরাস অবশ্য ড. মার্ক গ্যাসেন কে কিছু পাওয়ার এনে দিয়েছে তাকে ।
যেমন যেসব দরজা বায়মেকানিকাল কার্ড পাঞ্চ করে ধুকাতে , হয় সেসব দরজার কাছে ড. মার্ক গ্যাসেন দারালে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে । এছারা আর একটা মজার ব্যপার হল তার হাতে কন সুইচ অফ মোবাইল এলে তা অটোমেটিক অন হয়ে যাচ্ছে ।
তার মতে ভবিষ্যতে মানব দেহে স্থাপন করা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন পেসমেকার অজানা ভাইরাস এ আক্রানত হতে পারে । আর তিনি বলেন সবার দৃস্টি তার দিকে নেয়ার জন্য তিনি নিজেকে কম্পিউটার ভাইরাস এ আক্রানত করার সিদ্গান্ত নিয়েছেন ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
হায় হায় !!!!!! ….ডাইল আর দারা ..