অস্ত্রের জগতে নতুন আবিষ্কার “মোবাইল ফোন পিস্তল”

টিউন বিভাগ খবর
প্রকাশিত

দেখতে একটা নিরীহ মোবাইল ফোন মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে পয়েন্ট টুটু বোরের একটা পিস্তল।সাম্প্রতিক্ সময়ে এমনই এক পিস্তলের আবির্ভাব ঘটেছে সন্ত্রাস জগতে।ঘটনাটি প্রথমবার নজরে আসে ইতালী পুলিশের ।তারা যখন একটি ইতালীর মাফিয়া পরিবারে রেইড করে তখন অস্ত্রটি তাদের হাতে আসে।এই অস্ত্রটি মূলত ইতালী নেপলসের এক ব্যক্তি প্রথম ডিজাইন বা তৈরী করেন।

এখানে অস্ত্রটিকে সুকৌশলে একটি মোবাইল ফোনের ভিতরে সেট করা হয়। মোবাইল ফোনটিকে মাঝ বরাবর স্লাইডিং করা খোলা যায় এবং একসাথে ৪টি বুলেট লোড করা যায়। পিস্তলটিতে ট্রিগার হিসেবে কাজ করে এর চারটি বাটন।মোবাইল ফোনের এ্যান্টেনাটি কাজ করে এর ব্যারেল হিসেবে। এটিকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য এর গায়ে লাগানো হয়েছে একটা নকল ডিসপ্লে।

এই ধরনের অস্ত্রটি মোবাইলের ভেতর লুকানো থাকে বলে এখন বিশ্বের বিভিন্ন এয়ারপোর্ট এবং নিরাপত্তা স্থাপনাগুলোতে মোবাইল ফোন স্কানার এর মাধ্যমে পরীক্ষা করে ঢোকানো হচ্ছে।সাধারনত এই মোবাইলটি ওজনে কিছুটা ভারী হয় ।তাই এই ওজন বিষয়টি বাহ্যিকভাবে সন্দেহের উদ্রেক তৈরী করে বলে প্রাথমিকভাবে এটি সহায়তা করে নিরাপত্তাকর্মীদের চিন্হিত করতে ।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কঠিন একটি খবর দিলেন ভাই। সন্ত্রাস জগৎ কে সুসজ্জিত করতে এর জুড়ি মেলা ভার। ধন্যবাদ।

আমি একটা জিনিস তৈরি করার চেস্টা করছি 3.5v/240v উৎপন্ন করা । যদি এটা পারি তাহলে এটা একটা অস্ত্র হয়ে যাবে 😉

ধন্যবাদ ব্যাপারটা শেয়ার করার জন্য।

BI RA DONIYA TA J KE HOBA SODO ALLHA E JANA

সর্বনাসার হাতে গুলি……………………………