একটি নতুন সাইন্স ফিকশন মুভি Krish -3 (আপডেটেড)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নতুন একটা ভারতিয় সাইন্স ফিকশন মুভি Krish -3। Krrish 3 সিনেমার জন্য প্রচার পোস্ট জুলাই ২০১৩ তে প্রথমে অনলাইন উন্মোচিত হয়।ইউটিউবে এই ছবির ভিডিও আপলোড করা হলে প্রচুর সারা পাওয়া যায়।প্রথম দিনেই এর লাইক Jab Tak Hey Jan ছবিকে ছারিয়ে যায়।হলিউড এর মুভি Thor, Avengers, অ্যামেজিং স্পাইডার ম্যান, ম্যান অব স্টীল এর মতই এই ছবিতে লাইক পাওয়া যায়।ছবিটিতে কিছু দুর্ঘটনা ঘটার ফলে রিলিজ হতে দেরি হয়। এটা ১ নভেম্বর এ রিলিজ হবে। রোহিত মেহেরার এবং তার সুপারহিরো ছেলে Krrish এর গল্প নিয়ে ছবিটি রচিত।ছবিটি ধারাবাহিক ভাবে কই মিল গিয়া ও Krish এর পরবর্তী এডিশন।ছবিটি প্রথমে দেওয়ালি উপলক্ষে 3D ফরম্যাটে রিলিজ হওয়ার কথা থাকলেও রাকেশ রোশন পরে সময় এর অভাবে সিদ্ধান্ত নেন যে ছবিটি রিলিজ হবে 2D ফরম্যাটে। " Kaal " হিসাবে বিবেক ওবেরয়, কৃষ্ণ  মেহেরার ( Krrish ) ও রোহিত মেহেরার হিসাবে হৃতিক রোশন, প্রিয়া মেহেরার হিসাবে প্রিয়ঙ্কা চোপড়া, অনু বিজ্ঞানী হিসেবে আরিফ জাকারিয়ার, প্রিয়া এর মনিব হিসাবে Archana Puran সিং এবং সোনিয়া মেহেরার হিসাবে রেখা ছবিটিতে অভিনয় করবেন। ছবিটির ডিরেক্টর এবং প্রডিউসার হল রাকেশ রোশন।ছবিটি প্রথমে ৩ টা ভাষায় হবে। ছবিটিতে মোট ৭টি  গান রয়েছে।

আশা করি সবাই ছবিটা দেখবেন।

Level 0

আমি কাজী কামরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

krrish2 মুভি কি মুক্তি পাইছে? এই মুভিটার তো কোন খবরই শুনলাম না। এর ডাউনলোড লিঙ্ক কি কারো কাছে আছে?

আসলে কই মিল গিয়া হল ১,এর পরের ছবিটা অর্থাৎ krish হল ২ এবং সেই ধারাবাহিক ভাবে পরের ছবির নাম হয়েছে krish-3।

Level 0

Mone hochse na Khub 1 ta Moja lagbe movie ta dekhe er theke krish er golpo Onek shundor chilo …

প্রথমে কোন কোন ভাষায় মুক্তি পাবে ? (সম্ভাব্য tamil, hindi and english, নাকি অন্য কোন ভাষায় ?)

    তামিল,হিন্দি এবং তেলেগু ভাষায় প্রথম রিলিজ হবে। পরে অন্ন ভাষায় রিলিজ হতে পারে।

      @কামরুজ্জামান: ভাই রিজিল হলেই লিং টা শেয়ার করবেন। ধন্যবাদ