বিস্ময় বালকের লাখো ভক্ত

টিউন বিভাগ খবর
প্রকাশিত

হাওয়ার্ড ওয়াং।বয়স মাত্র তিন বছর। এরই মধ্যে সারা বিশ্বে ঝড় তুলেছে সে। এত্তটুকুন বয়সে সে ড্রামের স্টিক হাতে তুলে নিয়েছে। তবে যেনতেনভাবে ড্রামে দু-চারটি বাড়ি মেরে সে আলোচিত হয়নি, সবার নজর কেড়েছে সে নিখুঁতভাবে ড্রাম বাজিয়ে।
অভূতপূর্ব এ প্রতিভার জন্য মালয়েশিয়ার এই বিস্ময় বালক ইতিমধ্যে ইন্টারনেটে আলোচিত চরিত্রে পরিণত হয়েছে। ইউটিউবে ড্রাম বাজানো দেখে লাখ লাখ মানুষ তার ভক্ত হয়েছে। এই মুহূর্তে ৩৭ লাখেরও বেশি ভক্ত রয়েছে ওয়াংয়ের। মালয়েশিয়ার অনলাইন সংবাদপত্র মেট্রো এ তথ্য জানিয়েছে।
ওয়াং মাত্র ১৮ মাস বয়সেই ড্রাম বাজিয়ে নজরে আসে। ‘ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড এ ফার্ম’ শিরোনামের গানটিতে ড্রাম বাজায় সে। ওয়াং তার বাবার ব্যান্ডের সদস্যও হয়েছে। সেখানে সে নিয়মিত ড্রাম বাজায়। নিখুঁতভাবে ড্রাম বাজিয়ে সে সবার মধ্যমণিতে পরিণত হয়েছে। বাবার ব্যান্ডের বেশ কয়েকটি গানে ড্রাম বাজিয়েছে সে।
ইউটিউবে প্রকাশিত ওয়াংয়ের ভিডিওগুলো মালয়েশিয়ার পেনাংয়ে রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি শোতে দেখা গেছে, সান্তা হ্যাট পরিহিত ওয়াং গানের শেষ মুহূর্তে দাঁত বের করে হাসছে।
ওয়াংয়ের ইউটিউবের একজন ভক্ত লিখেছেন, ‘আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে শিশুটি এত সুন্দর ড্রাম বাজায়। নিশ্চিতভাবে সে জীবনের শুরুতেই একটা উপহার পেয়ে গেছে।’ এই(ইউটিউব) ভিডিওটি দেখুন

Level 0

আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি অসাধারন।

Level 0

এইজ ডি ভাই, ভিডিও ডউনলোড করলাম আমিও বিস্ময় বালকের ভক্ত হয়ে গেলাম,স্যতি অবিস্বাশযোগ ,আপনাকে ধন্যবাদ।

আজকের প্রথম আলো পত্রিকায় দেখলাম অবাক হওয়ার মত ঘটনা।

Level 0

আগে দেখি তারপর কমেন্ট করবো

    Level 0

    খারাপ না ভালো ই

এগুলো গড গিফটেট ……… নো কমেন্ট

ভবিষ্যতের দিকে তাকিয়া রইলাম।

এইচ ডি ভাই, ভিডিও ডউনলোড করলাম সত্যি অসাধারন।

HD >>> আসলেই বিস্ময়কর…
~ !

জানানোর জন্য ধন্যবাদ।