জানা গেছে, মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ (ডেস্কটপ এবং সার্ভার) এবং এক্সপি সার্ভিস প্যাক ২-এর গ্রাহক সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে ১৩ জুলাই থেকে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মাইক্রোসফটের পণ্য কিনলে বিনা খরচেই ৫ বছরের কাস্টমার সাপোর্ট পাওয়া যায়। পাশাপাশি অর্থের বিনিময়ে আরো ৫ বছরের সাপোর্ট দেয় প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক খবরে জানা গেছে, উল্লিখিত পণ্য দুটির বেলায় অর্থের বিনিময়ে দেয়া মাইক্রোসফটের সেবা বন্ধ হয়ে যাবে ১৩ই জুলাই থেকে।
মাইক্রোসফট এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সিদ্ধান্তে পুরোনো গ্রাহকদের হতাশ হওয়ার কারণ নেই। তারা কেবল নতুন ভার্সনে আপগ্রেড করে নিলেই হবে। বর্তমান গ্রাহকদের যারা সার্ভিস প্যাক-২ বা তারও আগের কোনো ভার্সন ব্যবহার করছেন, তারা খুব সহজেই আপডেট অপশন থেকে সার্ভিস প্যাক-তিনে আপগ্রেড করতে পারবেন। পুরোনো প্যাকেজ হতে নতুন প্যাকেজে আপগ্রেড করতে মাইক্রোসফট সব ধরনের সহযোগিতা করবে বলেই জানা গেছে।
এছাড়াও যারা কোনো সার্ভিস প্যাক ছাড়াই উইন্ডোজ ভিসতা ব্যবহার করছেন তাদেরও সেবাটিও বন্ধ হয়েছে এপ্রিলের ১৩ তারিখে। অবশ্য তারা কোনোরকম ফি ছাড়াই সার্ভিস প্যাক-দুইয়ে আপগ্রেড করতে পারবেন।
তথ্য সূত্রঃ বিডি নিউজ
আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাহ্ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...
তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।