বিশ্বের প্রথম ইউনিভার্সাল স্মার্ট এনার্জি মিটার উদ্ভাবন করেছে-কুয়েট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আধুনিক বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদের ইউনিভার্সাল স্মার্ট এনার্জি মিটার উদ্ভাবন করেছে।
২০১১ সালে কুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও লাবিব এবং যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিএম সুলতান মাহমুদ রানা প্রথম ইউনিভার্সাল স্মার্ট এনার্জি মিটার উদ্ভাবন করার কাজ শুরু করেন। প্রায় দুই বছর ধরে এই মিটার উদ্ভাবনের চেষ্টায় সফলতার মুখ দেখেন তারা। তাদের এ মিটার উদ্ভাবনের ফলে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা যাবে।
মিটারটির মাধ্যমে ডিস্ট্রিবিউশনকারী প্রতিষ্ঠান প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের সবিধাই ‍দিতে পারবে।এছাড়া মিটারটির ব্যবহারে রয়েছে নানাবিধ সুবিধা।
এ সময় তারা জানান, এই ব্যতিক্রমধর্মী মিটারের চিন্তা লাবিব ও মাসুম বিল্লাহর মাথায় প্রথম আসে। পরবর্তীতে প্রোগ্রামিং ও অন্যান্য টেকনিক্যাল কাজে সহযোগিতার জন্য রানাও তাদের সঙ্গে যোগ দেয়। এতে সার্বিক সহযোগিতা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
মিটার প্রসঙ্গে তারা বলেন, ‘এই মিটারে তিনটি প্রধান ইউনিট আছে- একটা পাওয়ার পরিমাপক ইউনিট, একটা ডিসপ্লে ইউনিট, আরেকটা রিমোট কম্যুনিকেশন ইউনিট। পরিমাপক ইউনিট মেইন লাইন থেকে সিগন্যাল নিয়ে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর ও ব্যবহৃত বিদ্যুৎ কিলোওয়াট-আওয়ার পরিমাপ করে।
ডিসপ্লে ইউনিট কিলোওয়াট-আওয়ার, ব্যালান্স (টাকা), ভোল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর প্রদর্শনের কাজ করে এবং রিমোট কম্যুনিকেশন ইউনিটের সাহায্যে মিটারটিকে দূর থেকে কন্ট্রোল করা যায়। আর এখানে ব্যবহার করা হয়েছে, একটা জিএসএম মডিউল যার মাধ্যমে ম্যাসেজ দিয়েই যেকোনো জায়গা থেকে এই এনার্জি মিটারের নিয়ন্ত্রণ করা যায়।
কনফিগারেশন : প্রথমবারের মতো এই মিটারের যোগ করা হয়েছে  ম্যাসেজ অপশন । যার মাধ্যমে গ্রাহক তার সুবিধা মত পোস্টপেইড  ও  প্রিপেইড করেনিতে পারবে যা িপৃথীবিতে প্রথম সংযোজন।
আর লোড ব্যবস্থাপনার ধারণাও আমরাই প্রথম দিয়েছে তারাই। ট্যারিফ প্লানের যে নতুন ধারণা তারা দেখিয়েছি, সেটাও প্রথম। এছাড়াও থাকছে, পাওয়ার ফ্যাক্টর মনিটরিংয়ের নতুন সুবিধা।ব্যালান্স সমন্বয়ের মতো অভিনব ব্যবস্থাও । আর এ মিটারকে একটা কন্ট্রোল রুম থেকেই নজরদারি এবং নিয়ন্ত্রণ করা যায়, যা পাওয়ার সিস্টেমকে করছে  স্মার্ট।’ এই মিটারের বিশেষ সুবিধা প্রসঙ্গে উদ্ভাবকরা বলেন, ‘ধরুন গ্রাহক প্রিপেইড মিটার কিনে নিয়ে গেছেন। কিন্তু, পরে তার মনে হলো পোস্টপেইড মিটার হলে ভালো হতো, তখন তিনি বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে শুধু একটা ম্যাসেজে দিয়েই মিটারটি প্রিপেইড থেকে পোস্টপেইড অথবা পোস্টপেইড থেকে প্রিপেইড করে নিতে পারবেন।
এছাড়া ধরুন, গ্রাহক তিন হাজার ওয়াটের সংযোগ নিয়েছেন। পরে দেখলেন তার বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। তার চার হাজার ওয়াট দরকার। তখন তিনি বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে শুধুমাত্র একটা ম্যাসেজে পাঠিয়েই অনুমোদিত বিদ্যুৎ ব্যবহারের সীমা তিন হাজার ওয়াট থেকে পরিবর্তন করে চার হাজার ওয়াট করে দিতে পারবেন।
ট্যারিফ :গ্রাহক এই সীমা অতিক্রম করতে পারবেন না। যখনই বিদ্যুৎ ব্যবহার ওই সীমানা অতিক্রম করবে, তখনই তার বাসার বিদ্যুৎ সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এক মিনিট পরে স্বয়ংক্রিয়ভাবে আবার সংযোগ দেওয়া হবে। যদি তিনি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না কমান, তাহলে আবারও অফ হয়ে যাবে ও এক মিনিট পরে আবার অন হবে। এই রকম তিনবার হবে এবং তারপর সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে ও সেই গ্রাহকের কাছে একটা ম্যাসেজে যাবে যে, ‘আপনি আপনার বিদ্যুৎ ব্যবহারের অনুমোদিত সীমা অতিক্রম করেছেন। অতিরিক্ত সংযোগ অফ করুন এবং মিটারে ‘ম্যাসেজে পাঠান।’
ট্যারিফ প্ল্যান বিষয়ে তারা বলেন, ‘এটা সেই প্ল্যান যা আপনার বিদ্যুৎ বিলের হিসাব নির্ধারণ করে দেবে। প্রতি ইউনিটের দাম কত হবে, পিক-অফপিকের বিল আলাদার বিষয়টিও নির্ধারণ করে দেবে। আমাদের এনার্জি মিটারে তিন ধরনের ট্যারিফ প্ল্যান রয়েছে।এ রকম প্ল্যান অন্য মিটারেও থাকতে পারে। কিন্তু, আমাদের মিটারের সুবিধা হলো, ম্যাসেজের মাধ্যমে মিটারে ট্যারিফ প্ল্যান পরিবর্তন করা যাবে। শুধু একটা ম্যাসেজের মাধ্যমেই যেকোনো সংখ্যায় ভাগ করে যেকোনো ট্যারিফ প্ল্যান সেট করা যাবে।বর্তমানে তিনধরনের ট্যারিফ প্লান ব্যাবহার করা যাবে

১.ব্লক রেট সিস্টেম

২.টাইম গ্রেডিং সিস্টেম

৩. এক্িতে সিস্টেম

রিচার্জিং সিস্টেম: বিল দেওয়ার পরিবর্তে রিচার্জিং সিস্টেম থাকার কারনে  গ্রাহক তার মোবাইল ফোনের মাধ্যমেই বিল পরিশোধ করতে পারবেন। সেটা বিকাশের মাধ্যমেও হতে পারে। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তাকে আর ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে না।’

জরুরি বিদ্যুৎ প্রদান : এটা আমাদের মিটারের একটা গুরুত্বপূর্ণ উদ্ভাবন। আমাদের এই সুবিধার মাধ্যমে অপর্যাপ্ত বিদ্যুৎ জেনারেশনের সময় সম্পূর্ণ লোডশেডিং না করে প্রতিটা বাড়ির আংশিক লোডশেডিং করে জরুরি বিদ্যুৎ সরবরাহ করা যাবে; যার মাধ্যমে ওই সময় সবাই বাড়িতে শুধু লাইট ও ফ্যান চালাতে পারবেন। কাউকে আর আইপিএস, জেনারেটরের মতো ব্যয়বহুল ডিভাইস ব্যবহার করতে হবেনা।’কীভাবে এটা সম্ভব, জানতে চাইলে তারা বলেন, ‘এই মিটারের মাধ্যমে গ্রাহককে শুধু জরুরি বিদ্যুতের জন্য একটা অতিরিক্ত লাইন দেওয়া হবে, অনেকটা আইপিএসের লাইনের মতো। যখন কম বিদ্যুৎ তৈরি হবে, লোডশেডিংয়ের প্রয়োজন হবে, তখন শুধু ওই জরুরি লাইনেই বিদ্যুৎ থাকবে যার মাধ্যমে জরুরি লোড যেমন লাইট, ফ্যান এসব চালানো যাবে।ওই লাইনে যত বিদ্যুতের জন্য লিমিট দিয়ে অন রাখা হবে তার থেকে বেশি নিতে পারবেনা। এ জন্য অন্য কোনো অতিরিক্ত লোড লাগালে বাসার সম্পূর্ণ বিদ্যুৎ স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যাবে।এ ছাড়া কন্ট্রোল রুমের পাশাপাশি আমাদের এই মিটারের স্ট্যাটাস গ্রাহকও যেকোনো সময় দেখতে পারবেন। দূর থেকে গ্রাহক তার নিজের বাড়ির পাওয়ার অফ করে রাখতে পারবেন। মিটারে কেউ কোনো কারসাজি করতে চাইলে কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা চলে যাবে। এছাড়া ওভারলোড, ওভার ভোল্টাজে, আন্ডার ভোল্টাজে এবং সেলফ প্রটেকশন তো থাকছেই। আরো আছে বাইপাস সতর্কীকরণ ব্যবস্থা। সব মিলিয়ে এই স্মার্ট এনার্জি মিটার পাওয়ার সিস্টেমে নুতন এক মাত্রা যোগ করবে।’

উদ্ভাবিত এ মিটারের ব্যাপারে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘এক মিটারে এত সুবিধা বিশ্বের আর কোথাও উদ্ভাবিত হয়নি।’

তিনি দাবি করেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত ইউনিভার্সাল স্মার্ট এনার্জি মিটারে প্রথম এক সঙ্গে এত সুবিধা পাওয়া যাবে।’

তিনি জানান, বাণিজ্যিকভাবে সরকার মিটারটির বাস্তবায়ন ঘটালে দেশের বিদ্যুতের সমস্যা দূরসহ বিদ্যুৎ খাতে বছরে প্রায় পাঁচশ কোটি টাকা টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল ক্ষতি দূর করা সম্ভব হবে।

ফেজবুকে আমি: কাগজের সপ্ন

প্রথম প্রকাশিত:ক্যাপিটাল নিউজ বিডি

Level 0

আমি rafatulbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Its smart technology, i appreciate it. Go ahead obviously all you r success.

khub valo.

heading এ কিছুটা পরিবর্তন হবে,…”বিশ্বের প্রথম ইউনিভার্সাল স্মার্ট এনার্জি মিটার উদ্ভাবন করেছে-কুয়েট” আমি এ উদ্ভাবনের সাথে যুক্ত, টিউন করার জন্য ধন্যবাদ।

Level 0

Norun Projonmo notun technology.
Very.nice project.

আমাগো খুলনার গর্ব 🙂 😀

Level 0

কুয়েট !!!!! 😛
কালকেই নষ্ট হয়ে যাবে…
ওই গাধারা বই মুখস্ত করা আর অন্যের আইডিয়া চোরি করা ছাড়া আর কিছু পারে নাকি ??
চোর কোথাকার… এইটা দেখেন… https://www.google.com.bd/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&ved=0CEsQFjAB&url=http%3A%2F%2Fwww.ijceronline.com%2Fpapers%2FVol2_issue3%2FAT023901911.pdf&ei=x9w6UuW3Nc6qrAevooGABg&usg=AFQjCNH6sIGzW9Vt-_DZ1fm81l1jtDnNiQ&sig2=_ZVDIByl3GCNNfo2zS_W9A&bvm=bv.52288139,d.bmk
এবং
https://www.google.com.bd/search?q=electric+meter+sms+control&oq=electric+meter+sms+control&aqs=chrome..69i57.556j0&sourceid=chrome&espvd=210&es_sm=122&ie=UTF-8

    @Kh ফয়সাল: @tahmim:
    Bolod ei paper er conclusion por then ekhane ki ki new kora hoice seita dekh.

    R research ki jinish janis kichu?? Research okhan theke suru hoy jekhane arek jon sesh kore. Idea onekeri thakte pare kintu kaj j kore naam ta tar e hoi bujli kisu

    R nije jodi eto boro pandit hois tahole new kisu kore dekha. R meter nosto howar kotha bolli j tore obogotir jonno janacci tore baap der boro baap ra ei meter dekhece. R KUET er polapan ki ta tore moto bolod k bujhanor dorkar nai jara bujhar tara thik e jane

      @মহিউদ্দীন জুয়েল: @tahmim: @:
      Bolod ei paper er conclusion por then ekhane ki ki new kora hoice seita dekh.

      R research ki jinish janis kichu?? Research okhan theke suru hoy jekhane arek jon sesh kore. Idea onekeri thakte pare kintu kaj j kore naam ta tar e hoi bujli kisu

      R nije jodi eto boro pandit hois tahole new kisu kore dekha. R meter nosto howar kotha bolli j tore obogotir jonno janacci tore baap der boro baap ra ei meter dekhece. R KUET er polapan ki ta tore moto bolod k bujhanor dorkar nai jara bujhar tara thik e jane

      Level 0

      @মহিউদ্দীন জুয়েল: টিউনার চেতেন নাই, কেন জানেন ?
      কারন, টিউনার জানেন যে ব্যাবহারেই বংশের (ও ভার্সিটির) পরিচয়…
      পরিচয় পেয়ে ভালো লাগলো 😉

    @tahmim: কমেন্ট করার জন্য ধন্যবাদ, আপনি মনে হয় না পড়েই মন্তব্য করেছেন। আগে ভালভাবে পড়ে মন্তব্য করবেন। যে লিংকগুলো দিছেন সে কাজ আর আমাদের কাজ আলাদা,আর কারো কাছ থেকে ভালো ব্যবহার আশা করার আগে নিজের ভালো হওয়াটা দরকার

      Level 0

      @labib crystal: লিঙ্ক গুলো চেক করে কমেন্ট করলে ভালো হতো নাহ ?

        @tahmim: জনাব,আপনার দেয়া লিংকের পেপারটা ভালভাবেই পড়েছি, আপনি স্পেসিফিক ভাবে বলুন কোন কোন পার্ট চুরি করা হয়েছে?

ভুল কইলেন ভাইজান, আমগো দেশের গর্ব,

এই সিস্টেম আমগো দেশে চলবো তো? না কি লোড শেডিং এর মতো অন্ধকারেই ডুইবা যাইবো?

Level 0

ai kaj ta IIUC(International Islamic University Chittagong) e 2ta group aibar korlo, with different technique!!

Level New

খুবই চমৎকার একটা প্রজেক্ট। এতো বিশাল একটা প্রজেক্ট সফলভাবে দাঁড় করানো যে কতো কঠিন, তা কেবল যারা Electronics/Embedded System নিয়ে কাজ করে, তারাই বলতে পারবে। Go Ahead Brothers,,,, wish you all the best…

Level 0

খুবই গুরুত্বপূর্ন কাজ সম্পূর্ন করল তারা।এটা আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ গড়তে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ওরা আমাদের দেশের গর্ব, আমাদের বাংলাদেশের ছোট্ট নাম টাকে বড় করে প্রকাশ করতে পারবে। আমি শুধু এটাই বলব যে, Keep it up..

ঠিক ভাবে টিউন করলে পরতে সুবিধা হইতো । মাথা ঘুরায় …

অনেক ভালো লাগলো। আপনাদের জয় হোক…….

Level 0

labib crystal
ভাই আপনাকে আনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি জিনিস উপহার দেয়ার জন্যে। তাছাড়া আপনাদের মত কিছু মানুষের জন্যে আমরা গর্ভকরে বলতে পারি আমরা বাংলাদেশি………………..