ডিজিটাল বাংলাদেশ নামের আর কত স্বপ্ন দেখব? এরই নাম কি ডিজিটাল বাংলাদেশ?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গতকাল আমার এক বন্ধুর সাথে কথা হল সে থাকে ইংলেন্ডে তার ভাষ্য মতে ওদের ওখানে ইন্টারনেট স্পিড নাকি প্রতি সেকেন্ডে ৫ এম.বি. প্লাস। কথাটা শুনার পর আমি যেন কিছুসময়ের জন্য চুপ মেরে গেলাম। তারপর নিজেকে বাংলাদেশি ভাবতে কেমন যেন লজ্জা লাগছিল।

আমি একজন সাধারন ব্লগার, প্রতি মাসে আমার গুগল থেকে চেক আসে। প্রতি মাসের চেক ব্যংকে জমার দেবার সময় মনে হয় এই কি ডিজিটাল বাংলাদেশ?

* এখনও হয় নি ব্যংকিং সেক্টরের উন্নয়ন
* এখনও আমরা ইউজ করতে পারছিনা অনলাইন ডেবিট / ক্রেডিট card
* আমাদের দেশে দেয়া হয় না অনেক অনলাইন সুযুগ সুবিধা (পেপাল, অনলাইন ব্যংকিং ইত্যাদি)
* আমরা যারা অনলাইন এ কাজ করি তারাই জানি পেপাল বা অনলাইন ক্রেডিট card কতটা জরুরি।
* নেই আমাদের ইন্টারনট স্পিড যাও আছে তাও আমাদের ব্যবহার করতে হ্য় চওরা দামে।
* নেই আমাদের বিদ্যুতের সহজ প্রপ্যত।

আর কত কষ্ট করব আমরা একজন বাংলাদেশি হিসেবে। কবে পাব আমরা সেই সব সুযোগ সুবিধা।
আমি একজন খুব নিম্ন মানের ব্লগার, আমাদের দেশে হাজার হাজার লোক আছে যারা অনলাইন এর মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি ডলার নিয়ে আসে আমাদের দেশে। যাকিনা আমাদের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করছে। কিন্তু আমাদের সরকার কি আমাদের যথাযথ সুযোগ সুবিধা দিতে পারছে? যদি না ই পারে তাহলে ডিজিটাল বাংলাদেশ নামে আর যেন কৌতুক না হয়।

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডিজিটালের স্বপ্ন আর দেখি না ভাই। টিউন ভালো হয়েছে শুকরিয়া।

যারা ডিজিটাল ঘোষণা দেন কেবল মাত্র তারাই ডিজিটাল হতে পারবে । আর বাদবাকী সকলেই এনালগ 🙂

In NY net sped start from 2 mb to 16 mb.
T mobile provides 6 mb/sec for 40 dollar.

ডিজিটালের আশা অনেক আগেই ছেড়ে দিছি,এখন আল্লার দিকে তাকাইয়া আছি কবে আল্লাহ রাজনীতিবিদদের মিথ্যাচার হইতে দেশ ও জাতিকে মুক্তি দিবে,টিউনের জন্য আনাকে ধন্যবাদ।

এক বছরও হয়নি আর এখনই স্বপ্নভঙ্গ???? দেশের সরকারই এখন বলে , “দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি” (এটা শুধু একটা এক্সাম্পল) ৩৭ বছর পর এখনও যে গনতন্ত্র নামক বস্তুটি প্রতিষ্ঠিত হয় নি তাতো তারা স্বীকার করেছেই। আর আপনি পরে আছেন মাত্র কয়েকদিন আগের ডিজিটাল ঘোষণা নিয়া…….

    Level 0

    জটিল বলেছেন ভাই

Level 0

টেনসন ফ্রী লাইফ তো কখনই কেউ উপভোগ করে না। আর এ সব নিয়েই চলতে হবে।

হল না ভাই, হল না, আমরা আবারও পিছিয়ে গেলাম 🙁 http://goo.gl/pIUSQi