এপ্রিল মাসের সেরা টিউন নির্বাচনঃ মনোনয়ন দিন আপনার পছন্দের টিউনটিকে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রিয় টিউনার,

শুভেচ্ছা সবাইকে।

আপনারা জেনে খুশি হবেন যে, টেকটিউনস কর্তৃপক্ষ প্রতিমাসে সেরা টিউন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত টিউনটির টিউনারের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সেরা টিউন নির্বাচনে আপনার অংশগ্রহণ কামনা করছি।

আপনার পছন্দের টিউনটিকে সেরা টিউন হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন দিন কমেন্ট আকারে। মনোনয়ন দেওয়ার জন্য নিচের ফরম্যাটটি অনুসরণ করুনঃ

টিউনের শিরোনামঃ
টিউনারের নামঃ
টিউনটির ইউ.আর.এলঃ
যে কারণে মনোনয়ন দিচ্ছিঃ

ধন্যবাদ ।

Level 0

আমি টেকটিউনস টিউন রাউন্ড-আপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো উদ্যগ

ডিজিটাল ফটোগ্রাফি টিউটোরিয়াল (কমপোজিশন ও এক্সপোজার)
জোবাইর
https://www.techtunes.io/photography/tune-id/23249/
ভালো টিউন।

১। সেরা ১টি টিউন শুধু নয়, ১টি টিউন, ১টি শিরোনাম এবং ১টি কমেন্ট/ রিপ্লাই নির্বাচিত করুন। আমার বিশ্বাস এর ফলে ”…ওরে আমারে ধর রে…” জাতীয় শিরোনাম এবং ”খেক খেক” জাতীয় মন্তব্য/ রিপ্লাই দূর হবে। টেকটিউনস-এর কোয়ালিটি অনেকটা উন্নত হবে।
২। পুরস্কার আকর্ষণীয় হওয়ার দরকারই নেই। বস্তুগত পুরস্কারের চেয়ে টেকটিউনস-এর স্বীকৃতিই আকর্ষণীয়।

ওরে আমারে ধর রে টাইপের কিছু কে স্বীকৃতি দেয়া হবে না সে ব্যপারে নিশ্চিত থাকেন ….. সিলেকশান প্রক্রিয়া আমিই হ্যান্ডেল করব ইনশাল্লাহ

    সিলেকশন প্রক্রিয়া আপনি হ্যান্ডেল করবেন- এটা ওপেন বলে দেয়া কি ঠিক হলো ? তাহলে তো ‘টেকটিউনস কর্তৃপক্ষ’ বলতে কিছুই থাকলো না। কথাটা ইমেইল করেও তো বলতে পারতেন।

সিলেকশন প্রক্রিয়া আমি হ্যন্ডেল করব এর মানে এই না যে আমি সিলেক্ট করব …….. আমি সিলেক্ট করে ফেললে এই টিউন কিভাবে আসল? আশা করি টিউনাররা এই মাস শেষ হবার আগেই তাদের বেস্ট টিউন সম্বন্ধে আমাদের অবগত করবেন।

সেরা কমেন্ট নির্বাচন করার দাবি জানাচ্ছি এতে বেশি করে ভাল ভাল কমেন্ট আসবে আশা করি,এবং যারা টিউন করেনা শুধুই কমেন্ট করে তারাও উতসাহি হবে।

ভাল খবর

টিউনের শিরোনামঃ যাদের নেই তাদের জন্য এই টিউন ১.৩
টিউনারের নামঃ little_raj
টিউনটির ইউ.আর.এলঃ https://www.techtunes.io/download/tune-id/23377/
যে কারণে মনোনয়ন দিচ্ছিঃ আমার দেখা মতে টিউনটি আসলেই একটি ভাল টিউন। কারণ এখানে পিসির নারাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু এন্ট্রিভাইরাস প্রোগ্রাম ফ্রি দেওয়া হয়েছে।

    apnar sathe shomot but tuntite te download kora jonno resume upload support deoa hoini ja onek time loss korche.
    tai ami bolvo nabil amin bhai r all tune best.karon oni all time valo upload link post koren

    আমিও আপনার একমত little_raj এর এই টিউনকে সমর্থন দিলাম
    ধন্যবাদ সকলকে

পুল হলে ভাল হতো…

নিজেরে নিজেই মনোনয়ন দিলাম কোনটাকে দিবো তা ঠিক করতে পারলাম না ।প্রায় সবই সফটওয়্যারের টিউন ।
টিউনের টাইটেল:টেকনলজি দুনিয়ার লেটেস্ট নিউজ আপডেট
টিউনার সাব টাইটেল মামুন
টিউনার এড্রেস :https://www.techtunes.io/reports/tune-id/23612/

    যা দেখাইলেন মামুন ভাই! আপনিতো এমনিতেই হিট।

অনেক ভাল ধন্যবাদ

টিউনের শিরোনামঃ কন্টেক্সট মেনুতে যোগ করুন বাড়তি অপশন!!
টিউনারের নামঃ আদনান
টিউনটির ইউ.আর.এলঃ https://www.techtunes.io/download/tune-id/23548/
যে কারণে মনোনয়ন দিচ্ছিঃ আমার টিউন আমি নিজেই মনোনয়ন দিলাম। কারন আমার মনে হয় এটা দেখলে সকলের কাজে আসবে।

০১. টিউনের শিরোনামঃ ফেসবুক ফটো ডাউনলোড করুন, যত খুশী যতবার খুশী
টিউনারের নামঃ ফেসবুক গুরু
টিউনটির ইউ.আর.এলঃ https://www.techtunes.io/download/tune-id/22538/
যে কারণে মনোনয়ন দিচ্ছিঃ নিজের করা টিউন হলেও আমার করা এ পর্যন্ত টিউনের মাঝে সেরা। এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে যার ফলে ফেসবুকে যে কারো প্রোফাইল ছবি ইচ্ছামত সবগুলো ডাউনলোড করা যাবে।

০২. টিউনের শিরোনামঃ ১১টি ফাটাফাটি ফেসবুক অ্যাপ্লিকেশান
টিউনারের নামঃ দুঃসাহসী টিনটিন
টিউনটির ইউ.আর.এলঃ https://www.techtunes.io/roundup/tune-id/331/
যে কারণে মনোনয়ন দিচ্ছিঃ ফেসবুক নিয়ে টিনটিন ভাইয়ের করা এই টিউনটি আমার ভালো লেগেছে। একসাথে অনেকগুলো ভালো ফেসবুক এপলিকেশনের সমাগম ঘটিয়েছেন তিনি।

টিউনদের মডারেটরদের কাছে কিছু আবেদন:
০১. দয়া করে টিউনারদের নিজস্ব পেজ সাজানোর সুযোগ করে দিন (আমুব্লগ অথবা সামুব্লগ দ্রষ্টব্য)
০২. কোন পোষ্ট ভালো লাগলে সেগুলো প্রিয়তে নেয়ার মত ব্যবস্থা করে দিন। এর ফলে ভালো টিউনগুলো হারিয়ে যাবে না।
০৩. প্রতিটি টিউনের শেষে টিউনের Vote Ranking এর মত অপশন রাখুন। মাস শেষে অটোমেটিকেলী পেয়ে যাবেন সেরা টিউন। (যার টিউনে সর্ব্বোচ্চ ভোট পড়েছে সেই হবেন বিজয়ী। এর ফলে টিউনারদের বাড়তি কষ্ট কমে যাবে।)

ধন্যবাদ