(⋋▂⋌) বাংলাদেশের সিনেমাহলে হিন্দি সিনেমা প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার…!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত শনিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান ভারতীয়/উপমহাদেশীয় চলচ্চিত্র বাংলাদেশের প্রক্ষেগৃহ প্রদর্শনের যে অনুমতি প্রদান করে তা আবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, "চলচ্চিত্র শিল্পের ক্ষতি হয় এমন কোন কাজ সরকার করবে না। বাংলাদেশে যাতে উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র না আসতে পারে সে ব্যবস্থা নেবো আমরা।"

১৯৭২ সাল থেকে বন্ধ থাকার পর সম্প্রতি সরকার উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়। উপমহাদেশের সিনেমা বিশেষ করে ভারতীয় হিন্দি সিনেমা আমদানির খবর প্রকাশিত হওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানায়। মন্ত্রী আরো বলেন, "আমরা উপমহাদেশের সিনেমা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এটি এখন বাতিল করে আগের সিদ্ধান্তে ফিরে যাবো।"

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম তবে আগের সিদ্ধান্তের যেমন ভাল খারাপ উভয় দিক ছিল তেমনি এই সিদ্ধান্তেরও আছে।

    প্রথমে আমি ভারতীয় সিনেমার বিপক্ষে থাকলেও এখন আমি রিভার্স করলাম। ৮/১০ টা ভারতীয় সিনেমা বছরে আসতে পারে না হয় সবগুলো হল বন্ধ হবে।তখন আর বাংলা সিনেমা চালানোর হল পাওয়া যাবেনা।আর খেয়াল করেছেন ভারতীয় গান আর ইংলিশ গানের মাঝেও কিন্তু বাংলা গান এখন পুরা বস ।তাই ভয় পেয়ে লাভ নাই আসুক দেখি ভারতীয় সিনেমা দেখি কি হয়।

    মামুন সবাই তোর মত ভাবে নারে ভাই ………

    তা ঠিক ।তবে……………………………….

    Level 2

    APNI THIK KOISEN…… MAJHE MAJHE VALO SOBIGULO ASTE PARE….ATE BORTONG VALOI HOBE…

নাটক সব নাটক।

news ta valo laglo na.

news ta valo laglo na

আমাদের মত ইউং জেনারেশন খুব ই হতাশ এই সিদ্ধান্তে .

সুমতির জন্য সরকারকে ধন্যবাদ,আমি মনে করি এই সব চিন্তা না করে সরকার যদি এফ,ডি,সি কে উন্নত প্রযুক্তি দিয়ে আরো আধুনিকায়ন করেন তাহা হলে ভালো হবে।

— তার মানে বাংলা সিনেমার মাথামোটা নায়ক, পাছামোটা নায়িকা, পেটমোটা পরিচালক ও পকেটমোটা প্রযোজকদের বানানো রদ্দি মা্লই গিলতে হবে আমাদের !!!

Level 0

নাবিল.আমিন ভাই হিন্দি সিনেমা আসলে বাংলা সিনেমা মান আর ভাল হত আমার মনে হয়,ধন্যবাদ আপনাকে ।

আমাদের দেশের পরিচালকরা যদি মানসম্মত ছবি বানাতে পারতো। তাহলে মানুষ অবশ্যই নিজের দেশের ছবিটিকে প্রথমেই আনন্দের সাথে উপভোগ করতো এবং হিন্দী ছবি কখনোই বাধাগ্রস্ত করতো বলে মনে হয়না ।

খুবই ভাল সিদ্ধান্ত হয়েছে ।তবে পরিচালকদের অনশ্যই ভাল মানের ছিবি তৈরি করতে হবে যাতে হিন্দি ছবি আমাদের বাধাগ্রস্ত করতে না পারে।
ধন্যবাদ মন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ।

বলিউড কি হলিউড থেকে খারাফ?তাহলে হলিউডের ছবি বাতিল করা হোক।

আসলে বিতর্ক ছিল বাংলাকে বাদ দিয়ে ভারতীয় চলচিত্র দেশের সিনেমা হলগুলিতে দেখানো নিয়ে। অনেকে বলছেন ভারতের অনেক ভালো ভালো ছবি আছে যা দেশের সিনেমা হলে দেখানো যেতে পারে। ভুল সবই ভুল ! অনেকে আবার এসব আন্দোলনকারীদের অন্য কাতারে ফেলে বলতে চাইবেন “এরা দেশের সংস্কৃতি বিনিময়ে বাধা প্রদান করে।” একটা আফসোস যে এখন পর্যন্ত দেশের টিভি চ্যানেল গুলো ভারতের টিভিতে স্থান পায়নি। বরং ভারতের সব নোংরা বস্তাপচা সিরিয়াল সমৃদ্ধ চ্যানের ঘুলো দাবড়ে বেড়াচ্ছে দেশের টিভিগুলোতে আর অন্যদিকে আমাদের সরকার ভারতের কিছু উচ্ছিষ্ট নিয়ে সুখে থাকতে চায়। এবার ভারত চোখ দিয়েছে দেশের সিনেমা হলগুলোতে! আমি বলছি নাভারতের সিনেমা সব গুলোই খারাপ। মুন্না ভাই সিরিজ, ৩ বুদ্ধু(ইডিয়টস) কিংবা তারে জামিন পার ঘরানার মুভিগুলো সবার দেখা উচিত। কিন্তু তাই বলে সিনেমা হলে দেখানো নিয়ে আমার শুধুমাত্র দ্বিমত নয় ত্রিমত রয়েছে। এটা শুধু ব্যবসার প্রশ্ন নয়, প্রশ্ন আমাদের সংস্কৃতির!!!

অবস্থাটা আসলে এ রকম…”এমনিতেই নাচের বুড়ি, তার উপরে আবার ঢোলের বারি”