সক্রিয় আছে জিয়ুস ভাইরাস
কম্পিউটার ভাইরাস জিয়ুস এখন সেসব কম্পিউটারকে তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে, যেগুলো অনলাইনে ব্যাংকিং লেনদেনসহ যাবতীয় কাজ সম্পন্ন করে। জিয়ুস ভাইরাস হামলা চালিয়ে প্রথমে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এবং কম্পিউটার ব্যবহারকারীর ব্যাংকিং লেনদেনের বিস্তারিত তথ্য চুরি করে।
ওয়েব নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রাস্টিয়ার সতর্ক করে দিয়ে বলেছে, জিয়ুস আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতি তিন হাজার কম্পিউটারের মধ্যে একটিতে রয়েছে এই ভাইরাসের উপস্থিতি। ট্রাস্টিয়ার জানায়, জিয়ুস ১.৬ ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে কম্পিউটারে হামলা চালায়। ভাইরাসটি কম্পিউটার ব্যবহারকারীর ব্যাংকিং লেনদেনসহ যাবতীয় তথ্য চুরি করে একটি সার্ভারে পাঠায় এবং পরে এই সার্ভার থেকে তথ্য নিয়ে সাইবার অপরাধীরা তা মোটা অঙ্কে বিক্রি করে দেয়। ট্রাস্টিয়ারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আমিট ক্লেইন জানান, অনলাইনে ব্যাংকিং লেনদেন করেন, এমন গ্রাহকের কম্পিউটারে জিয়ুস ভাইরাসের আক্রমণ আগের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। মূলত ফায়ারফক্সের মাধ্যমে জিয়ুস এই হামলা চালায়। গত মাসে এ ভাইরাস নির্মূলহয়েছিল, মনে করলেও এখন আবার এর সক্রিয় উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
ক্লেইন বলেন, এ ভাইরাসের আক্রমণের হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সর্বশেষঅ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার এবংতা নিয়মিত হালনাগাদ করা।
-"দৈনিক প্রথমআলো"কর্তৃক সংগ্রীহিত এবং বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।
কি সাংঘাতিক !!!
বেশ ভালোই তো ছিলাম…
~ !