ব্রেকিং নিউজ: বাংলাদেশ ইন্টারনেট উৎপাদনে স্বংসমপূর্নতা অর্জন করেছে তাই এখন অতিরিক্ত ব্যান্ডউইথ দাদা বাবুদের দেশে (ভারতে) রপ্তানি করা হবে।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মূল পোষ্টে যাবার আগে আমার কিছু কথা। ১৪৭৫৭০ ব.কি. এর এই সোনার দেশে আামার খাদ্যে অনেক আগেই স্বর্য় সম্পূর্নতা অর্জন করেছি, এখন আমার ইন্টারনেটের ব্যান্ড উইথএও সেই ধারা বাজায় রাখলাম। তাই আমরা আমাদের উৎপাদিত অতিরিক্ত ব্যান্ডউইথ দাদা বাবুদের দেশে রপ্তানি করতে পারবো তাও ২০ বছরের জন্য ১০০ gbps মাত্র ৬১ কোটি রুপি বা ৮০ কোটি টাকা (প্রায়)। তাহলে এখন বলুন এ কিসের আলামত। যেখানে ৩জি এর নিলাম এ বিট হবে প্রতি Mhz (১০২৪ Mhz=1 Ghz) এর জন্য ২ কোটি ডলার সেখানে ২০ বছরের জন্য ১০০ gbps ডাটার  এর জন্য মাত্র ১০ কোটি ডলার !!!!!!!!!!!!!!!!!!!! এটাক ঘরের মানুষ ক্ষুদার্থ রেখে মেহমান দারি না অন্য কিছু।  খবরটা পড়ে আবার দাদা বাবুলা ধুতি নিয়া যুদ্দে নামতে পারি তাদের বলছি নিউজটা কিন্তু করছে দাদা বাবুদের বাংলাদেশী এজেন্ট প্রথম আলু তাই নিউজ না পড়েই ধুতি নিয়া লাফ দিবেন না।

প্রথম আলোর নিউজ লিংক

বাংলাদেশ থেকে ১০০ জিবি ব্যান্ডউইথ কিনবে ভারত ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদার পূরণে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনবে ভারত। ১০০ গিগাবাইট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ কেনার পরিকল্পনা করেছে দেশটি। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, বাংলাদেশের দুটি ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতকে এ ব্যান্ডউইথ সরবরাহ করবে, এতে ভারতের আন্তর্জাতিক কল ও ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রে সুবিধা হবে। ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ পেলে আগরতলা গেটওয়ে নামে নতুন গেটওয়ে পাবে ভারত। বাংলাদেশের ব্যান্ডউইথ ভারতের বিএসএনএলকে ভারতভিত্তিক ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান টাটা কমিউনিকেশনস লিমিটেডের ওপর থেকে নির্ভরতা কমাতে সাহায্য করবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ভারতের বিএসএনএলের সঙ্গে ১০ থেকে ২০ বছরের চুক্তি করবে। এজন্য অপটিক্যাল ফাইবার কেবল বসানোর পরিকল্পনাও হচ্ছে। অবশ্য বিটিসিএল ও বিসিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। ব্যান্ডউইথ সেবা চেয়ে গত ৩০ জুলাই বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ঢাকা সফররত ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই বৈঠকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ভারত। সভায় উপস্থিত এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুটি দেশের মধ্যে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ২০ বছরের জন্য চুক্তি হতে পারে যেখানে বাংলাদেশকে ব্যান্ডউইথের দাম হিসেবে বার্ষিক এক কোটি ডলার খরচ করতে হবে ভারতকে। বাংলাদেশ ‘ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ ৪ বা ‘সী-মি-উই ৪’ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত। দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চলের ইন্টারনেটের মেরুদণ্ড মনে করা হয় এ সাবমেরিন কেবলকে।

মানব জমিনের নিউজ লিংক

বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ লিজ নিচ্ছে ভারত মানবজমিন ডেস্ক: প্রথমবারের মতো ভারত তাদের টেলিকম সংযোগের প্রয়োজন মেটাতে বাংলাদেশের শরণাপন্ন হচ্ছে। আগরতলায় স্থাপিত একটি নতুন গেটওয়ে দিয়ে আন্তর্জাতিক কল ও ডাটা আদান-প্রদানের জন্য বাংলাদেশের কাছ থেকে ১০০ গিগাবাইট আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজ নেয়ার পরিকল্পনা করছে ভারত। ভারতের রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি বিএসএনএল-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা একথা জানান। সংবাদটি প্রকাশিত হয় দ্য ইকোনমিক টাইমস-এ। টাটা কমিউনিকেশনস লিমিটেডের উপর থেকে নির্ভরশীলতা কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে বিএসএনএল। বিটিসিএল (বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) এবং বিএসসিসিএল (বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড)-এর সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ লিজিং-এর দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত করার অনুমতি পেয়েছে বিএসএনএল। এ চুক্তির ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি (ওএফসি) স্থাপিত হবে। টেলিকম ডিপার্টমেন্টের একটি বার্তা থেকে এ তথ্য পেয়েছে ইকোনমিক টাইমস। তবে বিটিসিএল ও বিএসসিসিএলকে ইটি’র করা ই-মেইলের কোন জবাব এখনও পাননি তারা। উভয় দেশের মধ্যে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন হলে আগরতলা গেটওয়ে ঢাকা ও কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের সংযুক্ত হয়ে গ্লোবাল ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে। ৩০শে জুলাই ঢাকাতে এক অভ্যন্তরীণ বৈঠকে ভারত ও বাংলাদেশের টেলিকম জগতের উচ্চপদস্থ নীতি-নির্ধারকরা উভয় দেশের মধ্যে টেলিকম বিষয়ে পারস্পরিক অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। টাকার অঙ্ক এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত না হলেও ধারণা করা হচ্ছে ১০ থেকে ২০ বছর মেয়াদে আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজ নিলে বছরে বাংলাদেশ ১০ মিলিয়ন ডলার (৬১ কোটি রুপি) পাবে বিএসএনএল-এর কাছ থেকে। বৈঠকে উপস্থিত একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানান। বাংলাদেশ প্রস্তাবিত অপটিক্যাল ফাইবার সংযোগ থেকে সার্কভুক্ত দেশ নেপাল ও ভুটানকে আন্তর্জাতিক সংযোগ সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছে। বৈঠকে উপস্থিত অপর এক কর্মকর্তা জানান, ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোন মতামত জানা যায়নি। বাংলাদেশ এসইএ-এমই-ডব্লিউই ৪ (সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্ট ইউরোপ) সাবমেরিন কেবল সিস্টেমের মালিকানাভুক্ত দেশগুলোর মধ্যে একটি। এই সাবমেরিন কেবল সিস্টেমটি সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত যা মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আরব আমিরাত, তিউনিশিয়া ও আলজেরিয়ার সংযোগ দিয়েছে। সিস্টেমটি দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে প্রধান সূত্র।

Level 2

আমি Reaz Ul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 369 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

digital Bangladesh mission 2021…………moja pailam gada der karbare…..

    @smdipu: নেন মজা নেন আর আমাদের মত আম পাবলিকের কি হবে আমরা আর কত জিপি-এম…….. চালাবো।

Level 0

tal matal bangladesh

vaat khaite vaat payna othocho fokir k khaite dey polao…

    @shahadat512: নিজে ক্ষুদার্থ থেকে মেহমানদারী করানো। ভাল তো ভাল না।

যদি তাই হয় তাহলে অবিলম্বে বাংলাদেশে ইন্টারনেট এর ব্যয় কমানো হোক। প্রতি 1 জিবি এর দাম 70 টাকা করা হোক। Unlimited করা হোক 250 টাকায়। এরপর দেখি বাংলাদেশ সত্যিই স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা? আমাদের পেটে লাথি মেরে অন্যকে দুধ কলা খাওয়ানোর কি খুবই প্রয়োজন? ফ্রিলান্সাররা প্রতিবছর সরকারকে যে পরিমাণ রাজস্ব দেয় তা বিদেশ থেকে আনা দামি সিগারেটগুলোর মোট আমদানী শুল্কের সমান। তার পরও যদি সরকার আমাদের দেশে ইন্টারনেটের ব্যয় না কমিয়ে ব্যান্ডউইথ বাইরে রপ্তানি করে তবে তা হবে আমাদের জন্য দু:খ জনক। তবে সরকার কে মাত্র একবার ভেবে দেখার অনুরোধ করছি > আমরা দেশকে সময়মত রেমিটেন্স দিচ্ছি, তার জন্য কি দেশ থেকে আমাদের কিছুই পাওয়ার নেই?

    @Al Shahriat Karim: আপনার সাথে আমি একমত। এখন প্রয়োজন দেশ প্রেমিক কারও রাজনিতির মাঠে আসা।

ভাই কি শুনাইলেন মাথা পুরাই নষ্ট হইয়া গেল 🙁 কিছু বলার ভাষা খুজে পাচ্ছিনা 🙁 🙁 🙁

    @Md Al-amin Khan: জি ভাই যা শুনালাম তা সম্পূর্ন সঠিক।
    আর আমার আপনারা কিছু বলি না তাই তো এরা এত সাহস পায় দেশের জাতীয় সম্পদ দেশের চাহিদা না মিটিয়ে বিদেশে রপ্তানি করে।

সবার কাছে আমার একটা প্রশ্ন রইল “বাংলাদেশ ইন্টারনেট উৎপাদন করে ক্যামনে?“ আসলে শিরোরাম পইড়া টাশকি খাইছি।

    @আশরাফ: আমাদের এখানে অনুরবর জমিতে প্রচুর ইন্টারনেট এর চাষ হয় । সেগুলু আমরা খেয়ে ঢাকায় রপ্তানি করি আমার মনে হয় সেই অতিরিক্ত BANDWITH গুলু সরকার বিদেশে রপ্তানি করার চিন্তা করতেছে। আপ্নারা যদি কেউ ইন্টারনেট এর চাষ সিখতে চান তাহলে আমার সাথে জুজাজুগ করুন । আর ১ টা কথা জমি কিন্তু অনুরবর হতে হবে আমাদের দেশের ইন্টারনেট রপ্তানি কারকদের মাথার মত অনুরবর ।

      @স্বপন মাহমোদ: জি ভাই আপিনি সঠিক বলেছেন, সাথে আমি + করি যে যদি ইন্টারনেট রপ্তানি করা যায় তবে তা উৎপাদন করা কেন যাবে না? যে জিনিস উৎপাদান ই করা না যায় সেই জিনিস কিভাবে রপ্তানি করা হবে????????????

      অফ টপিক: স্বপন ভাই আপনিই কিন্তু আমার টিটির গুরু, আমি টিটিতে আপনাকে আদর্শ মানি। একটু ব্যাখ্যা করে বলি।

      আপনার সেই বিখ্যাত ”বাশ” টিউনটি থেকে আমি প্রথম টিটি এর খবর পাই আমার এক বড় ভাইয়ের কাছ থেকে সেখান থেকে আমি সেই টিউনটি এইসটিএমএল ফরমাটে সেইভ করে পেন ড্রাইভের মাধ্যমে আমার পিসিতে এনে পিডি দিয়ে সব প্রথম ফ্রি নেট চালাই জদিও পিডি অফ হয়ে গেল কিন্তু এখন জিপি-এমএমএস দিয়া চালাই। তাই যদি আমি সেই টিউনটি না দেখতাম তবে কখোনও টিটিতে আসা হতো না এবং নেটের এত বড় বিশাল জগতেও আসতে পারতাম না কারন ছাত্র হিসেবে আনলিমিটেড তা চালাতে পারতাম না আরও থাকি মফস্ললে। তাই আমি আপনাকে টিটিতে আমার গুরু মানি। আমি আপনার সাথে পারসোনালী যোগাযোগ করার অনেক চেষ্ট করছি কিন্তু প্রতি বারই আপনি আামাকে ফিরিয়ে দিয়েছেন বলেছেন টিটিতে বলতে। আপনার অনেক টিউনে আমি আপানার সাথে যোগাযোগ করার জন্য চেষ্ট করেছিলাম কিন্তু আপনি সারা দেন নাই। [email protected] যদি সময় থাকে তবে একটু টুকা দিয়েন। আমার জন্য দোয়া কইরেন আমিও আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপানর মঙ্গল করুন (আমিন)

    @আশরাফ: জি ভাই যে ভাবে আমার আমাদের একটি জাতীয় সম্পদ (ব্যান্ড উইথ) দাদা বাবুদের দেশে রপ্তানী করি সেভাবেই আমরা আমাদের দেশে ব্যান্ড উইথ উৎপাদন করি। যদি উৎপাদন নাই করতাম তবে রপ্তানীর প্রশ্নই আসতো না।

Level 0

ভাই আঞ্চলিক ভাষাই আমার বুড়া নানা একটা কথা বলতো “চুলে তেল নেই বালে আলকাতরা” কথাটার মর্ম আজ ভাল করে বুজলাম ।

    @sayeedku: আমাদের দেশেও একটা কথা আছে “ঘর নাই দুয়ার দিয়া ঘুমায়”

এগুলারে সকাল বিকাল থাব্রানো দরকার,সব শালা শুয়োরের দল।হাম্বালীগের মুখে থুথু মারি,থু থু।রাগে গা জ্বলছে।

    @Iron maiden: জয় বাংলা ধুতি সামলা। বাংলার জনগন আজ অনেক সচেতন।

Level 2

আম্বালীগ সরকার এরে পাগলা কুত্তায় কমড়াইছে। আগামী নির্বাচনে যুবাদের প্রতিউত্তরের জন্য প্রস্তুত থাক হসিনা গং।

    @jabedje: 2008-এ বস্তা ভর্তি টাকা দিয়া ইলেকশনে জিতছে আবার সামনে ইলেকশন না তাই দাদা বাবুদের কিছু দিয়ে যদি গদিটা ঠিক রাখা যায় তাই আর কি, মাইরালা আমারে মাইরালা।

আন্দলন নিডেড !

আসলেই আন্দোলন দরকার
কঠোর আন্দোলন।
কি পাইছে আমাদের ????
ভারত রে এত চাটা দিয়া এই বালের আওয়ামী লীগ কি যে মজা পায় ?????
নিজে ন্যাংটা হইয়া আছে অথচ ভারত রে মস্লিন কাপড় পরাইতেছে আর কি !
এগুলা রে নিয়া যে কি করি ????
ভাইবা পাই না । সব ভকচদ গুলা গিয়া এক সাথে জড় হইছে ।
মুঞ্চায় খালি হালাগো লাইত্থাই ।

<<<<>>>>>>

Level 2

পুরানো যে দলই ক্ষমতায়ে থাকুক না কেন তারাই পারছেনটেজ পাওআর লোভে ভারতে এভাবেই দেশের সম্পদ বা সুভিদা ভারত কে দিবে এবং এর বিরুদ্ধে আন্দলন করে লাভ হবে না। তারচে বরং সামনে জাতিও নির্বাচন হবে তখন যদি আমরা নতুন যোগ্য ভাল দল বা একক ভাবে নিরবাচন করবে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায়ে আনলে তারা হয়ত আমাদের মৌলিক দাবি গুল পুরন করবে।

    @rez: আমি আপনার সাথে একমত। নতুন কাউকে দরকার এই দুই দল দিয়ে আর হবে না ভাই এর ক্ষমতায় যাওয়ার জন্য নিজের দেশকেও বিক্রি করতে পারে।

Level 0

ekmot @ashik , @saif

আমাদের বুবুজানের দরদ একটু বেশিই । তাই যেখানে সেখানে দিতে দ্বিধা বোধ করেন না ।

    @মোঃ আসাদউল্লাহ আসাদ: বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রডাকশন আপনি ভারত মাতার প্রান বুবুজান বুবুজান। (এই গানের সাথে কোন চরিত্রের মিল খোজা একান্তই যার যার ব্যাপার) জয় বাংলা ধুতি সামলা।

Level New

e deshe andolon sara kicui hoy na…..j jevabe partace cheat kore khaitace,,,,

ভাই বুঝতে হবে এইটা বাল (বাংলাদেশ আওয়ামীলীগ) এর ডিজিটাল বাংলাদেশ…ভাত পায় না চা খায় সাইকেল লইয়া হাগতে যায়। নিজের ঘরে ভাত নাই আরেকজনের ঘরে ভাত পাঠাইতে যায়…

Level 0

আওয়ামীলিগ কুত্তার বাচ্চারা আমাগোরে শেষ মাইর দেওয়ার চেষ্টায় আছে। বালছাল মার্কা স্পিড আমাগোরে দিয়া আওয়ামীলিগের ভাতার ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করব। কবে যানি দেশটাও তারা তাদের ভাতাররে দিয়া দেয়।
পুনশ্চ: ইন্টারনেটের দাম কমানো আন্দোলন ক্যান যানি বন্ধ হইয়া গেল, বুঝলাম না। টিটি তে প্রায়ই ফ্রি ইন্টারনেট নিয়া অনেকে টিউন করে। ভাই ফ্রি ইন্টারনেট নিয়া টিউন না কইরা আসেন আমরা সবাই আন্দোলন কইরা আমাদের দাবী আদায় করি। হাতের নাগালে দাম থাকলে এত কষ্ট কইরা ইন্টারনেট চালানোর প্রয়োজন হবে না।

    @Roni: ওদের কুত্তার বাচ্চা বললে কুত্তার ও অপমান হয়, কারন কুকুরেরও কিন্তু একটা গুন আছে সেই প্রভু ভক্ত ও তা নিজের লেজ নেরে কুকুর প্রকাশ করে আর লীগের কুত্তা গুলা কি দেখে লেজ নারে জানেন টাকা।

একমত ভাই @ Roni

ভাই বুঝতে হবে এইটা বাল (বাংলাদেশ আওয়ামীলীগ) এর ডিজিটাল বাংলাদেশ

    @রুবেল হাসান: জি ভাই বুজতে হবে BAL= Bangladesh Awomi League. কিন্তু কেমনে কি, জয় বাংলা ধুতি সামলা।

@nil.akash: ঠিক ভাই।

খবরটি বিভিন্ন যায়গায় সবাই ছড়িয়ে দিন যাতে আরও বেশি মানুষে এই বিষয়টা জানাতে পারে ।

এই তো কিছু দিন আগে শুনলাম আমাদের রেকর্ড ভ্রমনকারী দিপু মনিকে ভারত পাঠানো হল শেষ ট্রাই
করে যে তিস্তা পানি চুক্তি করার জন্য,কিন্তু ভারত পাশ কাটাল তার কূটনীতি চালে আজ দেখুন আমাদের সরকার তারই বন্ধুর কাছ থেকে শেখা কূটনীতি চালতে পারল না ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে…।।

    @S.M.Ariful Mamun: প্রজাপতি মনথিরি ডা. ডিফু মনি।