মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে ভাইরাস আক্রমণ দেখা দিয়েছে। লাইসেন্সকৃত ব্যবহারকারী যাঁরা মাইক্রোসফটের বিশেষ ক্ষুদ্র আপডেট (প্যাচ) ছাড়াই কম্পিউটার ব্যবহার করছেন, তাঁদের কম্পিউটারে এ আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। উইন্ডোজের সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ ব্যবহারের ক্ষেত্রে রুটকিট নামক একটি ভাইরাসের আক্রমণের ফলে এ সমস্যা দেখা দিয়েছে। যে কম্পিউটারে এ ভাইরাস আক্রমণ করেছে, সেসব কম্পিউটারে নিরাপত্তা হালনাগাদ হচ্ছে না।
গত শুক্রবার উইন্ডোজ এক্সপির সর্বশেষ একটি নিরাপত্তা হালনাগাদ বের হয়। যখন এ ভাইরাসটি কম্পিউটারে থাকে, তখন বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর নাম, ব্যবহূত গোপন নম্বর ও ক্রেডিট কার্ড নম্বর চেয়ে থাকে। ২০০৮ সালে প্রথম বের হওয়া এ ভাইরাসটি বিভিন্ন ধরনের ফোরাম, ওয়েবসাইট এবং লিংকে ক্লিক করে আয় করুন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ ফাইল পরিবর্তন করে দেয়, ফলে নতুন নিরাপত্তা হালনাগাদ ইনস্টল হয় না। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত কতজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে তা জানাযায়নি। তবে আতঙ্কিত না হয়ে ব্যবহারকারীদের নিরাপত্তা হালনাগাদ ব্যবহারের আগে রুটকিট ভাইরাসের মুছে ফেলার প্রোগ্রাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
উৎস্- প্রথম আলো
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]
শেয়ার করায় ধন্যবাদ ।