উইন্ডোজ এক্সপিতে ভাইরাস আক্রমণ সাবধান !!!!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে ভাইরাস আক্রমণ দেখা দিয়েছে। লাইসেন্সকৃত ব্যবহারকারী যাঁরা মাইক্রোসফটের বিশেষ ক্ষুদ্র আপডেট (প্যাচ) ছাড়াই কম্পিউটার ব্যবহার করছেন, তাঁদের কম্পিউটারে এ আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। উইন্ডোজের সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ ব্যবহারের ক্ষেত্রে রুটকিট নামক একটি ভাইরাসের আক্রমণের ফলে এ সমস্যা দেখা দিয়েছে। যে কম্পিউটারে এ ভাইরাস আক্রমণ করেছে, সেসব কম্পিউটারে নিরাপত্তা হালনাগাদ হচ্ছে না।
গত শুক্রবার উইন্ডোজ এক্সপির সর্বশেষ একটি নিরাপত্তা হালনাগাদ বের হয়। যখন এ ভাইরাসটি কম্পিউটারে থাকে, তখন বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর নাম, ব্যবহূত গোপন নম্বর ও ক্রেডিট কার্ড নম্বর চেয়ে থাকে। ২০০৮ সালে প্রথম বের হওয়া এ ভাইরাসটি বিভিন্ন ধরনের ফোরাম, ওয়েবসাইট এবং লিংকে ক্লিক করে আয় করুন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ ফাইল পরিবর্তন করে দেয়, ফলে নতুন নিরাপত্তা হালনাগাদ ইনস্টল হয় না। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত কতজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে তা জানাযায়নি। তবে আতঙ্কিত না হয়ে ব্যবহারকারীদের নিরাপত্তা হালনাগাদ ব্যবহারের আগে রুটকিট ভাইরাসের মুছে ফেলার প্রোগ্রাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উৎস্- প্রথম আলো

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করায় ধন্যবাদ ।

সবাই কে শেয়ার করার জন্য অনেক অনেক ধণ্যবাদ

    Level 0

    আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্ত্যবের জন্য।

এন্টি ভাইরাস ব্যাবহার করি না তাই ভাইরাস নিয়াও মাথা ঘামাই না।

Level 0

শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

news from , the daily prothom alo.
18th april.

উইন্ডোজ ৭ ব্যবহার করি তাই টেনসন মুক্ত।