তিনটি নতুন টিভি কমার্সিয়াল বিজ্ঞাপণ তৈরি করল বিক্রয় ডট কম Bikroy.com। টিভি চ্যানেল গুলোতো প্রচারের আগেই ইউটিউবে প্রকাশ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

"বিক্রয় ডট কমের মাধ্যমে আরিফিন ইসলাম এইমাত্র তাঁর 'টয়োটা করোলা' বিক্রি করে দিলেন সাত লাখ আশি হাজার টাকায়..... আপনার ব্যবহৃত গাড়ি বিক্রি করুন মনের মত দামে। সব কেনাবেচার জায়গা বিক্রয় ডটকমে।" এটি বিক্রয় ডট কমের নতুন কমার্শিয়াল বিজ্ঞাপণ (TVC) এর একটি চিত্র। যেখানে একজন মধ্য বয়স্ক লোক মুহূর্তের মধ্যেই তাঁর ব্যবহৃত টয়োটা করোলা গাড়িটি বিক্রি করে দেয় বিক্রয় ডট কমের মাধ্যমে এবং নেচে তার উল্লাস প্রকাশ করে।

বিক্রয় ডট কমের প্রথম টিভি কমার্শিয়াল বিজ্ঞাপন

বাংলাদেশের শীর্ষ ক্লাসিফাইড সাইট - বিক্রয় ডটকমের প্রথম সিরিজের টিভি বিজ্ঞাপণ গুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যেখানে খুব সিম্পল ভাবে তুলে ধরা হয়েছে 'বিক্রয় ডট কমে কেনাবেচা করা যায় খুব সহজেই'। প্রথম সিরিজের এই বিজ্ঞাপণ গুলো ভিউয়ারসদের কাছে বেশ সাড়া পায় এবং বিপুল জনপ্রিয়তার সৃষ্টি করে।

আর সেই ধারাবাহাকতায় বিক্রয় ডটকম তৈরি করেছে আরও কিছু টেলিভিশন বিজ্ঞাপণ। প্রথম সিরিজের বিজ্ঞাপণ গুলো ছিল বিক্রয়ডট কম এর পরিচিতি মূলক বিজ্ঞাপণ। বিক্রয় ডট কম যে একটি ক্লাসিফাইড সাইট যেখানে যে কেউ ফ্রি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহৃত জিনিসপত্র ক্রয়বিক্রয় করতে পারে তা খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

বিক্রয় ডট কমের তিনটি নতুন কমার্সিয়াল বিজ্ঞাপন

পুরনো যে কোন ব্যবহৃত জিনিস বিক্রি করা যে কত ঝক্কি ঝামেলার, তা যে বিক্রি করতে যায়, সে তা হাড়ে হাড়ে টের পায়। সঠিক ক্রেতার অভাব আর মনের মত দামের অনিশ্চয়তা। কিন্তু একটি ভাল কন্ডিশনের জিনিস পুরনো হলেও তা যেমন একজন ক্রেতা বাজার মূলের চেয়ে কম দামে কিনতে পারেন ঠিক তেমনি বিক্রেতা তার মনের মত দাম পেলে তা বিক্রি করতে পারেএবং বিক্রির পর বিক্রেতার স্বস্তির শেষ থাকে না সেই সাথে তার উল্লাসেরও কমতি থাকে না।

নতুন সিরিজের এই বিজ্ঞাপণ গুলোতে বিক্রয় ডট কমের মাধ্যমে যে ঝামেলামুক্ত ও নির্ঝঞ্ঝাট ভাবে যে কোন ব্যবহৃত জিনিস বিক্রি করা যায় এবং ঝামেলাবিহীন বিক্রিয় পর বিক্রেতার উচ্ছাস ও উল্লাস দেখানো হয়েছে। দ্বিতীয় সিরিজের এই বিজ্ঞাপণ গুলোতে বিক্রেতারা তাঁদের ব্যবহৃত গাড়ি, ফ্ল্যাট, ফোন, এলসিডি টিভি, ফার্নিচার বিক্রয় ডটকের মাধ্যমে খুব সহজেই তাঁর মনের মত দামে বিক্রি করে দিচ্ছি এবং বিক্রেতাদের উচ্ছাসকে বেশ Funny ভাবে উপস্থাপন করা হয়েছে যা আপনারা বিজ্ঞাপণ গুলো দেখলেই বুঝতে পারবেন।

দ্বিতীয় সিরিজে বিক্রয় ডট কমের মোট তিনটি কমার্সিয়াল বিজ্ঞাপণ তৈরি করা হয়েছে। একটি বিক্রয় ডট কমে গাড়ি কেনাবেচার উপর, একটি প্রপার্টি কেনাবেচার উপর এবং আরেকটি ভিন্ন ইলেক্ট্রনিক্স এবং ফর্নিচার কেনাবেচার উপর।

বিক্রয় ডট কমের বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার 'ঈশিতা শারমিন' জানান যে এই বিজ্ঞাপণ চিত্র গুলো ইউরোপের শীর্ষ বিজ্ঞাপণ নির্মাতা প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনের কারিগরি দিক ও চিত্রায়ন বাংলাদেশে করা হয়েছে। প্রতিটি বিজ্ঞাপণ Full HD তে তৈরি করা হয়েছে।

টিভি চ্যানেল গুলোতো প্রচারের আগেই ইউটিউবে প্রকাশ

ঈশিতা শারমিন আরও জানান নতুন বিজ্ঞাপণ গুলো ইতোমধ্যমে টিভি চ্যানেলে গুলোতে প্রচারিত হচ্ছে তবে টিভি চ্যানেলে প্রচারের আগেই তা ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইউজাররা চাইলেই বিক্রয় ডট কমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল http://www.youtube.com/user/BikroyBD থেকে বিজ্ঞাপণ গুলো দেখতে পারবে। বিজ্ঞাপণ গুলো Full HD/HD কোয়ালিটির দেখলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তাই ভিডিও দেখার সময় ইউটিউব প্লেয়ারে 720HD বা 1080HD সিলেক্ট করে নিলে সবচেয়ে ভালোভাবে বিজ্ঞাপণ গুলো দেখা যাবে।

এছাড়া নিচের লিংক গুলো থেকেও ইউটিউব ভিডিও গুলো দেখা যাবে।

বিক্রয় ডট কম

বিক্রয় ডট কম অনলাইনে কেনাবেচা করার সুইডেন ভিত্তিক একটি ওয়েবসাইট। ২০১২ সালের অক্টোবরে বাংলাদেশে তাঁদের আকর্ষণীয় স্মাইল লগো দিয়ে যাত্রা শুরু করে। এই স্মাইল বিক্রয় ডট কমের হাজারো ক্রেতা ও বিক্রেতার মধ্যে ছড়িয়ে পড়ছে কারণ বিক্রয় ডটকমের মাধ্যমে তাঁরা কেনা বেচার একটি One Stop Solution খুঁজে পেয়েছে।

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 488 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন লাগলো বিজ্ঞাপন গুলো 😀 বিক্রয় ডট কম বাংলাদেশে সত্য একটি পথ প্রদর্শন… শুভ কামনা রইলো বিক্রয় ডট কমের জন্য।

বিজ্ঞাপন গুলো দেখে হাসা নাকি কাঁদা উচিৎ, বুঝতে পারছি না। আরো ভালো কিছু আশা করেছিলাম। আমাদের দেশীয় নির্মতারা এর থেকে ভাল কিছু করতে পারতেন।

আচ্ছা এখানে আমার একটু জানতে ইচ্ছা হচ্ছে আর তা হলো বিক্রয় ডট কম তো ফ্রিতে সেবা দিচ্ছে তাহলে এতো পয়সা খরচ করে বিজ্ঞাপন বানানোর কি দরকার? এখানে বিক্রয়ের লাভটা কোথায় ? একটু পরিস্কার করবেন কি?

Level 0

ora sudu sell kra te beshi focus krse…….buy kra te focus krenai.

Level 0

Ki vi, amar comment ta gelo koi? Bujhlam na. shotto kotha tita lage, tai na ?