গুগল তাদের পরবর্তী ব্যবসায়িক পরিকল্পনা হিসেবে অচিরেই শুরু করছে ওয়েব সাইট তৈরির এক কার্যক্রম৷ বিশ্বজুড়ে মানুষ এখন ওয়েব সাইট খুঁজে নিতে এতদিন গুগল ব্যবহার করলেও ভবিষ্যতে গুগলের সেবা গ্রহণ করে তাদের প্রয়োজনীয় ওয়েব সাইট তৈরি করতে পারবে ৷ গুগলে এই নতুন সেবা মূলক ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় সকল তথ্য ইন্টারনেটে খুঁজে পেতে গুগল ব্যবহারের পাশাপাশি নিজস্ব ঠিকানা হিসেবে ওয়েব সাইট তৈরিতে গুগলকে পাশে পাবে৷ ফলে অদূর ভবিষ্যতে গুগল কর্পোরেশনের কর্মকাণ্ডে অধিক পরিমাণ ব্যক্তি নিজেদেরকে সম্পৃক্ত করতে সক্ষম হবে বলে আশা করা যায়৷ গুগলের এই ওয়েব সাইট ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যার মাধ্যমে ওয়েব পেজ সমন্ধে স্বল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিও তাদের প্রয়োজনীয় সকল ধরনের সেবা গ্রহণের মাধ্যমে মানসম্পন্ন ওয়েব সাইট তৈরি করার পাশাপাশি সবসময় প্রয়োজনে তা উন্নয়ন ঘটাতে সক্ষম হবে৷ ফলে অদূর ভবিষ্যতে ইন্টারনেট বিশ্বে নিজেদেরকে শীর্ষে উপস্থাপন করতে সক্ষম হবে গুগল৷
আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Does google want to stop all web portal business…. Its really bad things for all.