এতদিন যারা সাইটের স্পিডের বিষয় বাদ দিয়ে শুধু SEO এর পিছে ছুটেছেন তাদের জন্য খারাপ সংবাদ, গুগল এখন থেকে সার্চ রেজাল্টে সাইটটের অবস্থান নির্নয়ের জন্য সাইটটের স্পিডের বিষয়টিও বিবেচনায় আনবে । অর্থাৎ একই মানের অনেকগুলো সাইটের সার্চ পজিশনিংয়ে যেটির স্পিড সবচেয়ে বেশী সেটিই আগে থাকবে । ৯ এপ্রিল গুগল ওয়েবমাস্টার ব্লগে প্রকাশিত একটি পোষ্টে এই ঘোষনা দেয়া হয় ।
এটি অবশ্য গুগলের সার্চ ইন্জিন ব্যবহারকারীদের জন্য সুসংবাদই বটে । কারন ভাল কন্টেন্ট আছে , এমন সাইটগুলোর স্পিড সবসময়ই ভাল থাকে । কিন্তু যারা ফ্রি ওয়েব হোস্টিংয়ে বা শেয়ার্ড সার্ভারে সাইট চালাচ্ছেন তাদের বিকল্প ভাবার সময় হয়ে গেছে । যেহেতু এখন স্পিডও কাউন্ট হবে তাই শুধু SEOই আপনার সাইটকে সার্চের ভাল অবস্থানে নিতে পারবে না , সার্ভারের পারফোর্মেন্সও ভাল হওয়া লাগবে ।
স্পিড টেস্টিংয়ের জন্য গুগলের ওই পোষ্টে কিছু টুলসের কথাও উল্লেখ আছে । নিচে সেগুলোর বর্ননা দেয়া হল :
১. Page Speed : এটি ফায়ারফক্সের একটি এডঅন । এটি সাইটের পারফোর্মেন্স পরীক্ষা করে যথাপযুক্ত পরামর্শ দিবে ।
২. YSlow : এটি ইয়াহুর টুল । এর দ্বারা সাইটকে স্পিডআপ করার পরামর্শ পাবেন ।
৩. Google এর Webmaster tools এর Labs > Site Performance এ গেলে দেখতে পাবেন ব্যবহারকারীরা কত সময়ে আপনার সাইট দেখতে পাচ্ছে ।
এছাড়া আরো টুল পাবেন এখানে ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ। ভাল িলেখেছন।