ওয়েবমাস্টাররা সাবধান ! এখন থেকে সার্চ রেন্কিংয়ে গুরুত্ব পাবে সাইটের স্পিড !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এতদিন যারা সাইটের স্পিডের বিষয় বাদ দিয়ে শুধু SEO এর পিছে ছুটেছেন তাদের জন্য খারাপ সংবাদ, গুগল এখন থেকে সার্চ রেজাল্টে সাইটটের অবস্থান নির্নয়ের জন্য সাইটটের স্পিডের বিষয়টিও বিবেচনায় আনবে । অর্থাৎ একই মানের অনেকগুলো সাইটের সার্চ পজিশনিংয়ে যেটির স্পিড সবচেয়ে বেশী সেটিই আগে থাকবে । ৯ এপ্রিল গুগল ওয়েবমাস্টার ব্লগে প্রকাশিত একটি পোষ্টে এই ঘোষনা দেয়া হয় ।

এটি অবশ্য গুগলের সার্চ ইন্জিন ব্যবহারকারীদের জন্য সুসংবাদই বটে । কারন ভাল কন্টেন্ট আছে , এমন সাইটগুলোর স্পিড সবসময়ই ভাল থাকে । কিন্তু যারা ফ্রি ওয়েব হোস্টিংয়ে বা শেয়ার্ড সার্ভারে সাইট চালাচ্ছেন তাদের বিকল্প ভাবার সময় হয়ে গেছে । যেহেতু এখন স্পিডও কাউন্ট হবে তাই শুধু SEOই আপনার সাইটকে সার্চের ভাল অবস্থানে নিতে পারবে না , সার্ভারের পারফোর্মেন্সও ভাল হওয়া লাগবে ।

স্পিড টেস্টিংয়ের জন্য গুগলের ওই পোষ্টে কিছু টুলসের কথাও উল্লেখ আছে । নিচে সেগুলোর বর্ননা দেয়া হল :

১. Page Speed : এটি ফায়ারফক্সের একটি এডঅন । এটি সাইটের পারফোর্মেন্স পরীক্ষা করে যথাপযুক্ত পরামর্শ দিবে ।
২. YSlow : এটি ইয়াহুর টুল । এর দ্বারা সাইটকে স্পিডআপ করার পরামর্শ পাবেন ।
৩. Google এর Webmaster tools এর Labs > Site Performance এ গেলে দেখতে পাবেন ব্যবহারকারীরা কত সময়ে আপনার সাইট দেখতে পাচ্ছে ।

এছাড়া আরো টুল পাবেন এখানে

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। ভাল িলেখেছন।