এভাটার ব্যবহারের জনপ্রিয় সাইট Gravatar , এখন আর শুধু এভাটার নিয়ে আটকে থাকছে না । ২৬ মার্চ থেকে Gravatar প্রবেশ করেছে এক নতুন জগতে । এখন আপনার Gravatar একাউন্টে শুধু আপনার এভাটারই থাকছে না , থাকছে আপনার পূর্ন প্রোফাইল ও আরো অনেক কিছু । প্রোফাইলে দিয়ে রাখতে পারবেন আপনার সাথে যোগাযোগের সকল পদ্ধতি । সবচেয়ে ভাল খবর হচ্ছে Gravatar একাউন্টেই থাকছে আপনার একান্ত ফটোগ্যালারী ! আপনার পছন্দের ছবিগুলো অনায়েসে রেখে দিতে পারেন সেখানে । তাছাড়া ওয়েবে থাকা আপনার অন্য নেটওয়ার্কের একাউন্টগুলোকে লিংকড করতে পারবেন Gravatar একাউন্টে । প্রতিটি একাউন্টই ভ্যারিফাইড হবে , তাই ভূয়া একাউন্টর ঝামেলা থেকেও রেহাই পাচ্ছেন । তাছাড়া যেসব সাইটে Gravatar ব্যবহার করা হয় , সেগুলোও নতুন কিছু সার্ভিস শীঘ্রই পাবে ।
২৬ মার্চ Gravatar এর অফিসিয়াল ব্লগে এসব তথ্য দেয়া হয় । সার্ভিসটি এখন বিটা টেস্টিংয়ে আছে । তাই এখনই সবাই একে অন্যের প্রোফাইল দেখতে পারবেনা । এখন নিজে নিজের একাউন্ট দেখতেও মডিফাই করতে পারবেন । তবে ব্লগের ভাষ্য অনুযায়ী শীঘ্রই পুরোদ্দমে চালু হবে সার্ভিসটি ।
Gravatar এ একাউন্ট থাকলে লগইন করে http://gravatar.com/profiles/edit/ তে যেয়ে নিজ একাউন্ট একসেস করতে পারবেন ।
তথ্য: টেককাইট ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ভালো সংবাদ দিলেন আরিফ নিজামী ভাই