চায়নার Shanghai Automotive Industry Corporation এর নতুন মডেলের গাড়ি Roewe 350 তে থাকছে গুগলের মোবাইল ওএস এন্ড্রয়েড ! BMW এর সাবেক অঙ্গপ্রতিষ্ঠান MG Rover থেকে কেনা প্রযুক্তিতে গাড়িটি তৈরী হচ্ছে । গাড়িটির জিপিএস সিস্টেম চালানোর জন্য এতে বিশেষ এক ধরনের কম্পিউটার সিস্টেম থাকবে । এই কম্পিউটার সিস্টেমই চলবে গুগলের মোবাইল ওএস এন্ড্রয়েড দ্বারা ! আরো ভালভাবে বললে Android 2.1 এ চলবে এই গাড়িটির জিপিএস সিস্টেম । বর্তমানে গুগলের ফোন Nexus One এবং Motorola Droid ও একই ওএসসে চলছে ।
এই নতুন সিস্টেমের ফলে গাড়িটি প্রতি মূহুর্তে ট্রাফিকের সর্বশেষ (রিয়াল টাইম আপডেট) খবরাখবর পেতে থাকবে । আরো মজার ব্যাপার হলো গাড়িতে যাত্রীরা অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন , এর সাথে থাকছে ইন্টারনেট চ্যাটিং । এপ্রিলের ২১ তারিখ থেকে বাজার কাঁপাতে আসছে গাড়িটি । Beijing Auto Show –তে প্রথম দেখা মিলবে গাড়িটির । এর আনুমানিক মূল্য হবে $১০২৫০ – $১৯০০০ অথবা ৭০০০০ -১৩০০০০ ইয়ান ।
এত কিছু জানা গেলেও মূল খবরের অনেক অংশ জানা যায়নি । গাড়িটিতে কি প্রযুক্তিতে ইন্টারনেট কানেকশন থাকবে তা এখনো অজানা । তাছাড়া এনড্রয়েডের এ্যাপগুলো এতে ব্যবহার করা যাবে কিনা এটিও জানা যায়নি । তবে মনে করা হচ্ছে ওয়াইমেক্সই হতে পারে এর কানেকশনের মাধ্যম । এই নতুন গাড়িটি যে ভবিষ্যতের চালকবিহীন গাড়ির তৈরীর পথে এক ধাপ এগিয়ে নিয়েছে তা হলফ করেই বলা যায় ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
তাইলে তো ভালাই অইব, গাড়ীতে বইয়া বইয়া টেকটিউনসে কমেন্ট করুম। ধন্যবাদ আরিফ নিজামী ভাই একদম নতুন খবর দেওয়ার জন্য।