চুয়েটের হলে রোবটের গবেষণাগার স্থাপিত

টিউন বিভাগ খবর
প্রকাশিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি আবাসিক হলে গড়ে উথেছে রোবটবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি  গবেষণাগার। চুয়েটের ড. কুদরাত-এ-খুদা হলে সম্প্রতি আনষ্ঠানিকভাবে এ গবেষণাগারটি উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ রেজাউল করিম। তিনি গবেষণাগারে গবেষক ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এবারই প্রথম চুয়েটের হলে এ ধরণের কোন গবেষণাগার চালু হল।
চুয়েটের রোবট ও তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাকারী ছাত্রসংগঠন অ্যান্ড্রমিডা স্পেস অ্যান্ড রোবটিক রিসার্চ  অ্যাসোসিয়েশন (অ্যাসরো) ও রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশনের (আরএমএ) ্যৌথ উদ্দ্যেগে তৈরী হয়েছে গবেষণাগারটি। এ গবেষণাগারে বর্তমানে সংগথন দুটি কয়েকটি দলে বিভক্ত হয়ে কাজ করছে। এসব কাজের মধ্য আছে একটি উদ্ধারকারী সিরিজ রোবট তৈরী, ্যা ঘূর্ণিদূর্গত মানুষ উদ্ধারের কাজে ব্যবহৃত হতে পারে। আরেকটি দল ইলেকট্রনিক ভোট গ্রহন ্ ্যন্ত্র ও আঙ্গুলের ছাপের বিশ্লেষণ পদ্ধতি উন্নত করা নিয়ে গবেষণা করছে।
সূত্রঃ ওয়েব

লেখাটি এখানে প্রথম প্রকাশিত

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হু ……… ভাল উদ্দ্যোগ ……….

ধন্যবাদ ভাই।