আকাশ ইসলাম : : বাংলাদেশে অনলাইন পোট্রাল শীর্ষ স্থান ধরে রেখেছে বিডি নিউজ ২৪ ডট কম। জুনের দ্বীতিয় সপ্তাহে এ্যালেক্সা র্যাংক অনুযায়ী সাইটটির অবস্থান অনলাইন পোট্রালগুলোর মধ্যে প্রথম। বাংলাদেশের সব সাইটগুলো মিলিয়ে র্যাংক ৮ নম্বরে আছে । গ্লোবাল র্যাংক অনুযায়ী ১৪০৪।
এর পরই আছে বাংলানিউজ২৪ডট কম। যার অবস্থান বাংলাদেশের সব সাইটগুলো মিলিয়ে ৯ নম্বরে। গ্লোবাল র্যাংক অনুযায়ী ১৫৬০।
চমক সৃষ্টি করেছে পরিবর্তন ডট কম। এই পোট্রালটি খুব দ্রুতই এ্যালেক্সা র্যাংকিং এ ভাল স্থান করে নেয়। বর্তমানে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের অনলাইন নিউজ পোট্রালের মধ্যে। বাংলাদেশের সব সাইটগুলো মিলিয়ে র্যাংক ২০ নম্বরে আছে । গ্লোবাল র্যাংক অনুযায়ী ৭২৮৫।
চতুর্থ অবস্থানে নতুনবার্তা। বার্তা২৪ডট নেট থেকেই মুলত নতুনবার্তার আবির্ভাব। বাংলাদেশের সব সাইটগুলো মিলিয়ে এই সাইটের র্যাংক ২৮ নম্বরে আছে । গ্লোবাল র্যাংক অনুযায়ী ৭২৮৫।
এর পর পর্যায়ক্রমে আছে ঢাকাটাইমস, আরটিএনএন, প্রাইমখবর, বাংলামেইল, জাষ্টনিউজ, নিউজইভেন্ট, বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কম।
এর মধ্যে চমক দেখিয়েছে বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কম। গত তিন মাসে পোট্রালটি পেরিয়ে এসেছে অনেকগুলো ধাপ। বর্তমানে বাংলাদেশের সব সাইটগুলো মিলিয়ে র্যাংক ১৯৩ নম্বরে আছে । গ্লোবাল র্যাংক অনুযায়ী ৫৬৯২০।
প্রতি সপ্তাহে অনলাইন পত্রিকার র্যাংক নিয়ে বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কম নিয়মিত তথ্য প্রকাশ করবে প্রতি রবিবার। এতে করে বাংলাদেশের শীর্ষ স্থানীয় অনলাইন পত্রিকাগুলোর সঠিক অবস্থান পাঠকদের কাছে তুলে ধরা সহজ হবে বলে মনে করেন বনপা’র (বাংলাদেশ অনলাইন নিউজ পোট্রাল এ্যাশোসিয়েশন) সহ সভাপতি ও বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কমের সম্পাদক আমিরুল ইসলাম। অনলাইন পোট্রাল সম্পর্কে তিনি আরো বলেন, “দেশে বর্তমানে আনুমানিক ২০০০ এর উপরে নিউজ পোট্রাল আছে। যার বেশির ভাগই গড়ে উঠেছে সখের বশে বা ব্যবসায়িক উদ্দেশ্যে।”
ডোমেইন নাম নিয়ে ব্রিবত: শীর্ষ স্থানীয় নিউজ পোট্রালগুলো ডোমেইন নাম নিয়ে ব্রিবত অবস্থার মধ্যে রয়েছে। যদিও পাঠক জনপ্রিয়তার কারনে তা কিছুটা হলেও প্রকাশ পায়নি। এক শ্রেনীর ব্যাক্তি বা প্রতিষ্ঠান শীর্ষ স্থানীয় ডোমেইনের নামের সাথে মিল রেখে ডোমেইন রেজিষ্ট্রেশন করে দিব্বি চালিয়ে যাচ্ছে। যা বেশিরভাগ ক্ষেত্রেই বিব্রতকর অবস্থায় পরতে হয় মূল পোট্রালগুলোর।
যেমন দ্বীতিয় স্থানে থাকা বাংলানিউজ২৪ডটমের ডোমেইনের সাথে মিল রেখে আরো অন্তত ১০টি ডোমেইন খোলা হয়েছে এবং বেশির ভাগই নিউজ পোট্রালের (যদিও সংবাদ বা তথ্য অন্য পোট্রাল থেকে কপি পেষ্ট)।
এছাড়া বিডিনিউজ২৪ডট কমের সাথে মিল রেখ ২০টির বেশি ডোমেইন রয়েছে। বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কম রয়েছে সবচেয়ে বেশি বিব্রতকর অস্থায়। বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কমের সাথে মিল রেখে খোলা হয়েছে বিডিলাইভ টোয়েন্টিফোর ডট কম। যা আমাদের পাঠকদের প্রচন্ডভাবে বিব্রত করেছে। পূর্বে গুগল সার্চ ইঞ্জিন এ bd24live অথবা bdlive24 লিখে সার্চ দিয়ে বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কমই চলে আসত।
অনলাইন নীতিমালা প্রয়োজন: গত বছর অনলাইন নীতিমালা নিয়ে বেশ তোরজোড় চলছিল। তবে তা ছিল নিতান্তই ব্যায়বহুল এবং সাধ্যের বাইরে। তবে নীতিমালা একটা প্রয়োজন। যা হবে সাবলীল এভং গ্রহযোগ্য। ইতিমধ্যে একটি কমিটি করা হয়েছে। কমিটি নীতিমালার একটি খসড়াও উপস্থাপন করেছে। বনপা (বাংলাদেশ অনলাইন নিউজ পোট্রাল এ্যাশোসিয়েশন) খসড়া নীতিমালার উল্লেখযোগ্য অংশ সমূহ:
বনপা''''’র (বাংলাদেশ অনলাইন নিউজ পোট্রাল এ্যাশোসিয়েশন) প্রস্তাবিত অনলাইন নীতিমালা সম্পর্কে টেলিফোনে কথা হয় বনপা’র সভাপতি এবং বিজয়নিউজ২৪ডট কমের সম্পাদক শামসুল আলম স্বপন এর সাথে । তিনি বলেন, অনলাইন পোট্রাল নীতিমালা এখন সময়ের দাবি। তবে তা অবশই সাধ ও সাধ্যের মধ্যে থাকতে হবে। ”
প্রচুর সংখ্যাক অনলাইন পোট্রাল গড়ে ওঠা নিয়ে তিনি বলেন, “দেশের আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠছে অনলাইন নিউজ পোট্রাল যার কোন স্তম্ভ নাই। এখনই এ ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত। নতুবা পরবর্তিতে ব্লগের মত অনলাইনগুলোও সরকারের কাল হয়ে দাড়াতে পারে।”
বনপার প্রস্তাবিত নীতিমালার মধ্যে রয়েছে “রেজিষ্ট্রেশন হওয়া কোন ডোমেইনের সাথে মিল রেখে বা সংশ্লিষ্ট করে কোন ডোমেইনের নামে লাইসেন্স নেয়া যাবে না।” এ প্রসঙ্গে তিনি বলেন, ডোমেইনের সথে মিল রেখে কোন পোট্রাল চালু করা একটা ঘৃন্য মানুষিকতার কাজ। এতে কারো প্রতিভা সত্যিকার অর্থে বিকশিত হয় না।”
আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good Decision