সাবধান, সাবধান ! ফেসবুকে হ্যাকারদের আক্রমন !

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীদের ওপর সম্প্রতি নতুন এক উপায়ে আক্রমণ হচ্ছে। ফেসবুকের প্রায় ৪০ কোটি ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য আদায়ের নতুন এক কৌশল  শুরু করেছে একদল হ্যাকার। সম্প্রতি এ্যান্টিভাইরাস কোম্পানী ম্যাকাফির পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকের নিজস্ব ই-মেইল ব্যবস্থার উপায় ধরে ব্যবহারকারীদের কাছে গোপন নম্বর (Password) পুনরায় নতুনভাবে যোগ করার কথা বলা হচ্ছে। 'ফেসবুকের গোপন নম্বর ঠিক করুন' গ্রাহকসেবাকেন্দ্র থেকে এ বিষয় দিয়ে ই-মেইলে একটি সংযুক্ত ফাইল (Attach File) থাকে, যা নামানোর (Download) কথা বলা হয়। ওই ফাইলটি নামানোর সংগে সংগে বেশকিছু স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে যুক্ত হয়ে যায়, যা গোপন নম্বর খুঁজে বের করতে পারে। এ ধরনের ই-মেইল নিয়মিতভাবে ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানায় পাঠানো হচ্ছে। এ ব্যাপারে ফেসবুকের পক্ষথেকে একটি বার্তা প্রকাশ করা হয়েছে এবং এ ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ম্যাকাফির গবেষণা তথ্যমতে, হ্যাকারের দল এখন পর্যন্ত এ ধরনের বার্তা দিয়ে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ই-মেইল পাঠিয়েছে। ম্যাকাফির পরিচালক ডেভ মারকুস বলেন, সহজে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে হ্যাকাররা এ পদ্ধতি অবলম্বন করছে। তিনি জানান, ৪০ কোটি ব্যবহারকারীদের মধ্যে শতকরা ১০ ভাগ অর্থাৎ যদি ৪ কোটি ব্যবহারকারীও এ সংযুক্তি ফাইলে ক্লিক করে তা হলেও হ্যাকারদের লক্ষ্য পূরণ হয়ে যাবে এবং বিপুল পরিমাণ গোপন নম্বর, তথ্যও হ্যাকারদের হাতে চলে যাবে। ক্রমেই ফেসবুকে ব্যবহারকারী বাড়ছে আর হ্যাকারদের দলও নানা উপায়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরির প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে। ফেসবুকের গোপন নম্বরের কথা বলে যে ফাইল পাঠানো হচ্ছে তা নামানোর মাধ্যমে কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি হচ্ছে সহজেই। তাই, যেকোনো ই-মেইলের সংযুক্তি ফাইল না খোলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্রঃ ওয়েব।

লেখাটি এখানে প্রথম প্রকাশ হয়েছে।

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice infomation……………..

শরিফ ভাই,
ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য।

ভয়ের সংবাদ!

    শিমুল ভাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আছি তো।

গত ১৯ নভেম্বর দৈনিক কালের কন্ঠে আমি এ ব্যাপারে একটি নিউজ লিখেছিলাম। লিংক: http://www.dailykalerkantho.com/?view=details&archiev=yes&arch_date=19-03-2010&type=single&pub_no=109&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=0

আমার মনে হয় ফেইসবুক যেই পরিমান আপডেট ছাড়ে তার চেয়ে দশগুন বেশী হ্যাকারে কলা কৌশলের উপড় নজর রাখা উচিত এবং ভবিষ্যতে হ্যাকারা কি করবে তা সর্স্পকে আগে থেকেই তাদের কিছু ধারণা রাখা উচিত। (যেই কাজটা গুগল করে )

    আমি আপনার সাথে একমত ভাই।

ভাইজান,
একি ? কমেন্টের বদলে নিজের ব্লগের address টা দিয়ে দিলেন।

আড্ডাবাজ ভাই প্লিজ এভাবে ব্লগের লিঙ্কটা দিয়েন না ।

ধন্যবাদ, ফাহিম ভাই।

ফাহিম ভাই,
এখন দেখি আড্ডাবাজ লিংকটা মুছে দিয়েছে।