আরেক ডিজিটাল প্রতারক চক্র বাংলাদেশী এড মিডিয়া “এডজগত” । ব্লগারগণ সাবধান !!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ব্লগার ভাই-বোনগণ, সালাম ও শুভেচ্ছা রইল ।
২০১২ সালের প্রথম দিকে এখান থেকে + আরও অনেকের সহায়তায় আমি ব্লগিং শুরু করি । জুন ২০১২ এ আমার গুগল এডসেন্স ডিজএ্যবল হওয়ার কারনে বিদেশী কিছু মিডিয়ার সাথে বাংলাদেশী এড মিডিয়া "এডজগত" এ এড এর জন্য এপ্লাই করি । জুলাই ২০১২ হতে আমি অন্যান্য এড এর সাথে এডজগতের এড আমার ব্লগে ব্যাবহার করি । এদের এডস এ মেলওয়ার ভাইরাস, সার্ভার সফটওয়্যারের জটিলতা, ইমপ্রেশন ঠিকমত কাউন্ট না করা, CPC/CTR কম স্বত্তেও সম্পূর্ণ বাংলাদেশী প্রতিষ্ঠান বলে আমি এদের এড ব্যাবহার করি । সত্যিই আন্তরীকভাবে আমি চেয়েছি আমার প্রিয় বাংলাদেশ ও এডস মিডিয়ায় সুনাম করুক, প্রতিষ্ঠিত হউক । দুঃখের কথা কী বলব, যাদের জন্য আমি এত আন্তরীক, নিয়মিত পেমেন্ট না করলে ধৈর্য ধরেছি এই ভেবে যে, আমারইতো দেশী ভাই, আজ না হোক কাল নিশ্চয়ই পেমেন্ট দিয়ে দেবে । সেই এরাই আমার সাথে সামান্য কিছু টাকার জন্য প্রতারণা করল ।

 

ডিসেম্বর ২০১২ পর্যন্ত এডজগত থেকে আমার মোট পাওনা ছিল ৫৪২ ডলার যার বীপরিতে ওরা আমাকে ১০০০০+৭০০০= মোট ১৭০০০ টাকা পেমেন্ট করে । অবশিষ্ট টাকা পেমেন্ট করার কথা বললে আজ দিব কাল দিব বলে ঘুড়াতে থাকে । ৫০বার ফোনদিলে একবার রিসিভ করে । শেষমেষ পেমেন্ট দেবার ভয়ে গত মার্চ ২০১৩ এ ওরা আমার একাউন্ট ডিএকটিভ/ডিজএ্যাবল করে দেয় কী সব নিয়ম কানুনের দোহাই দিয়ে । লক্ষ্য করুন সবাই । আমার একাউন্ট ডিএকটিভ/ডিজএ্যাবল হয় মার্চ ২০১৩ এ । বিশ্বের সকল এডস মিডিয়া ও ওদের মিডিয়ার নিয়মানুসারে আমি জানুয়ারী ২০১৩ পর্যন্ত সকল আর্নিং এর পেমেন্ট পাবার কথা । কিন্তু তারপরেও আমি জানুয়ারী+ফেব্রুয়ারী+মার্চ ২০১৩ এই তিন মাস বাদে শুধূমাত্র ডিসেম্বর ২০১২ পর্ন্ত পেমেন্ট দিতে অনুরোধ করি । জবাবে ওরা জানায় দেখতেছি, দেখে জানাবো ইত্যাদি ইত্যাদি । এভাবে ২ মাস পার করার পর আজ মোবাইল করলে বলে আমরা ডিএকটিভ একাউন্টের বকেয়া পে করবোনা । আপনি যা পারেন করেন । অথচ ওরাই আমার পেমেন্ট যথাসময়ে না দিয়ে বকেয়া করেছিল । আমি একজন শান্তিপ্রিয় ছোট ব্লগার । ওদের সাথে এ নিয়ে বাড়াবাড়ি করার মত শক্তি আমার নেই । এখানে টেকটিনস থেকে অনেক ব্লগার এবং আমি উপকৃত হয়েছি বিধায় "এডজগতের" প্রতারণার কথা সবার জন্য শেয়ার করলাম । সবাই ভালো থাকুন । Happy Blogging ।

Level 2

আমি আওলাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাদের কার্যকলাপ দেখে আগেই সন্দেহ হয়েছিল। তাই আর ব্যবহার করি নি।

বাটপার কু…র বা…রা

Level 0

ভালই লিখছেন , এড জগত যদি প্রতারক হই তাহলে আমরা আপনাকে ১৭০০০ টাকা দিলাম কি ভাবেহ আপনি লিখেছেন ” ওরা আমাকে ১০০০০+৭০০০= মোট ১৭০০০ টাকা পেমেন্ট করে ” । পুরাহ টাকা যদি নাহ দেয়াহ হতো তাহলে হইত ঠিক লাগত । আরও লিখেছেন ” এদের ইমপ্রেশন ঠিকমত কাউন্ট না করা, CPC/CTR কম স্বত্তেও সম্পূর্ণ বাংলাদেশী প্রতিষ্ঠান বলে আমি এদের এড ব্যাবহার করি । ” আমাদের CPM CPC ভাল ছিল বলে সুধু আপ্নিহ আমাদের এড ব্যবহার করতেন , কিন্তু এখানে আপনি উল্টা লিখছেন । জুন ২০১২ এ গুগল এডসেন্স আপনার অ্যাকাউন্ট ৭০০ – ৮০০ ডলার সহ ডিজএ্যবল করে । আপ্নিহ আমাদের বলে ছিলেন । তাহলে গুগল ওহ আপনার সাতে প্রতারনা করেছে । তাহ গুগল কেহ আপ্নিহ কিহ ফোন দিয়ে হুমকি দিয়েছেন যেমন আমাদের কেহ দিসেন । ভয়ই এ করেন নাই কারন করলে গুগল আপনাকে ইয়ে , , , , করবেহ এই ভই এহ তাই না । আপনার কাজ কর্ম তহ পুরা তাই দুই নাম্বার তাহ নাহ হলে গুগল আর আমরা আপনার অ্যাকাউন্ট ডিজএ্যবল করলাম বাহ কানও । আপনি তহ এডজগত ছাড়া আরও আনেক নেটওয়ার্ক এর এড ব্যবহার করতেন । যেমন tlvmedia.com, globe7,yieldads,ybrant digital . তাহলে এই সব বড় বড় নেটওয়ার্ক এর এড এখন আপনার সাইট নেই কেন । এরাও আপনার অ্যাকাউন্ট ডিজএ্যবল করে দিসে । এরা সবাই এখন বা আদজাগাত সবাই প্রতারক । শুধু আপনি একাই বাংলাদেশ ভাল এক জন । এখন আপনি সুধু আমাজন আর আফিলিয়েট এড লাগিয়েছেন । সবাই একটু লক্ষ করুন এই লিঙ্ক এ http://imageshack.us/photo/my-images/191/songs44.png/?sa=0 আপানার সাইট high CTR rate . ওহ high volume multi impression হওয়ার কারন এ আপনার অ্যাকাউন্ট ডিজএ্যবল করা হয়েছে । গুগল সহ বাকিরা সবাই এই কারন এহ ওহ করেছে । আপনাকে যদি ও আমরা ১৭০০০ টাকা দিয়েছি এটাই আনেক দেয়া হয়েছে । বাকিরা হইতহ তাও দেই নাই । কাউকে কে প্রতারক বলার আগে নিজের দোষ তাঁহ বুজেন । তার পর বলেন । আপ্নাকেহ আমরা টাঁকাও দিলাম আপনার দোষ এর কারন এ আপনার সাইট এড আর দিতেহ পারলাম তাই আপ্নিহ আমাদের প্রতারক বানিয়ে দিলেন । আর যারা আপনাকে একটি টাঁকাও দিলহ নাহ তারাই ভালহ হল । আর কিছু বলতে চাইনা … সবাইকে বলতে চাই লেখাটি পরে আর সত্যতা যাচাই করে মন্তব্য করবেন আশা করি ।

    @aamsuzon: “জুন ২০১২ এ গুগল এডসেন্স আপনার অ্যাকাউন্ট ৭০০ – ৮০০ ডলার সহ ডিজএ্যবল করে” – এটা কী আপনি স্বপ্ন থেকে দেখলেন ?
    আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে গুগল আমার একাউন্ট ডিজএ্যবল করেনি, সাইট ডিজএ্যবল করেছে ।
    গুগল আমার একটি টাকাও মেরে দেয়নি ।
    গুগল আপনার মত চিটার না ।
    metomy media, TLV Media সবগুলো একাউন্টই আমার সম্পূর্ন ওকে আছে ।
    চাইলে সবগুলো একাউন্টের স্কীনশট দিতে পারি ।
    আপনাদের নিয়মেই আছে ডিসেম্বরের টাকা ফেব্রুয়ারীতে পরিশোধের । পরিশোধ করেননি কেন এ প্রশ্নের জবাব দিন । তখনতো আমার একাউন্ট ওকে ছিল ।
    মার্চেও পেমেন্ট না করে একাউন্টটাই ক্লোজ করলেন । কেন ফুল পেমেন্ট দিলেন না ?
    ৫৪২ ডলার=১৭০০০ টাকা নয় । বাকী টাকা দিয়ে দিয়ে লেকচার দিন ।
    আপনাদের নিয়মেই আছে ডিসেম্বরের টাকা ফেব্রুয়ারীতে পরিশোধের । পরিশোধ করেননি কেন এ প্রশ্নের জবাব দিন ।
    ৪৫০০০ টাকার মধ্যে ১৭০০০ টাকা দিয়ে বাকী টাকা না দেয়াটা কী প্রতারনা নয় ?
    আমার দোষ থাকলে আমি এখানে লিখতাম না ।
    আপনাদের ঐ মহা মূল্যবান এড আমি চাইনা, আমার বকেয়া পরিশোধ করেন ।
    স্ক্রীনশটটা দিলেন কোন সাইটের ? ঐ সাইটে তো আমি কখনোই এডজগতের ভূয়া এড লাগাইনি ।
    আমাজনের আপনি কী বোঝেন ? আমাজন আমাকে বেশী টাকা দিলে আমি অন্য এড ব্যবহার করবো কেন ?

Level 0

চোর বাটপারে দেশ ভরে গেসে । অ্যাড কোম্পানি যদি ঠিক হত তাহলে বকেয়া টাকা দিয়ে একাউন্ট অফ করতো । এদের পুলিশে দেয়া উচিৎ । আর সাইটের মালিক বা সাইটে অন্য কোম্পানির অ্যাড দেখাক বা না দেখাক তা তো অ্যাডজগতের জানার প্রয়োজন নাই । সাইটের মালিক টাকা পাবে টাকা দিবেন । “জুন ২০১২ এ গুগল এডসেন্স আপনার অ্যাকাউন্ট ৭০০ – ৮০০ ডলার সহ ডিজএ্যবল করে” তা তো অ্যাডজগতের বলার কোন অধিকার নাই । টাকা বকেয়া করে আবার গলা হাকানি মারেন । যতোসব চিটার বাটপার ।

Online jara kaj koran maximum ar technique hochey kono na kono somoy apnar taka marbey….
ar jogajog chinno korbey

    @মনির শিকদার: ঠিক বলেছেন ভাই । এইসব কুলাঙ্গারদের জন্য বাইরের দেশে আমাদের দেশের ভালো ফ্রীল্যান্সার ও ব্লগারদের নানান হয়রানী হতে হয় । ওডেস্কে কিছু জব পোষ্ট হয় যা বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়ার জন্য সরাসরি নিষিদ্ধ যা অন্য দেশের চেয়ে ভালো পারি । ব্লগ করার জন্য আমরা অনেক ফোরামে জয়েন করতে পারিনা কছু বদমাশ ছেলের জন্য

Level 0

আমার সাইটে এডজগত যোগ করেছিলাম প্রায় বছর খানেক হবে (সঠিক তারিখ মনে নাই)। দেখা গেল, ইমপ্রেশন ও ক্লিক হলেও এড কাউন্ট হতো না। ফোন করে জিজ্ঞাসা করলে তারা জানায় যে, আমার নাকি এড ড্রপ হচ্ছে। নতুন এই টারমিনোলজি সম্পর্কে জানতে চাইলে তারা জানায় যে, আমার সাইটের অধিকাংশ ভিজিটর নাকি মোবাইল ব্রাউজার (অপেরা মিনি) থেকে ভিজিট করে, তাই এড কাউন্ট হচ্ছে না, অথচ তাদের সাইটে রেজিস্ট্রেশনের সময় কোথাও উল্লেখ ছিল না যে, এটা শুধু পিসি ব্রাউজার সাপোর্ট করবে। যে সব কোম্পানী, মোবাইল ও পিসি ডিভাইসের জন্য আলাদা এড সিস্টেম করে, তারা সাধারনত তা আগেই উল্লেখ করে। যাহোক, তবুও তাদের প্রতিনিধি বলল যে, তারা নাকি আমার একাউন্টটি ঠিক করে দিয়েছে যাতে মোবাইল থেকে ক্লিক করলেও এড কাউন্ট হয়। কিন্তু তারপরও ক্লিক করলেও কাউন্ট হতো না। অবশেষে তাদের এই কার্যক্রম সন্দেহজনক হওয়ায় আমি সাইট থেকে তাদের এড বাদ দিয়েছি।

amazon a ki vai CPC , CPM asy naki taklay bolben

    @Billal Boss: না ভাই, CPC,CPM নাই । শুধু কোন কিছু বিক্রি হলে কমিশন পাবেন । আমাজনে দক্ষ না হলে সুবিধা করতে পারবেননা । আপনার সাইটের পেজ ভিউ ১০০০০+হলে Madads Media,,, ৫০০০০+ হলে Metomy Media,,, ১০০০০০+ হলে TLV Media ঐডস ব্যাবহার করতে পারেন । অবশ্যই গুগল এডসেন্স না থাকলে তবে ।

Level 0

yes this their techniques that they pay partially. because we want to help a bangladeshi company so they got a sympathy from us. after few months they never receive phone calls. at a result maximum earnings are permanently due.

very nice technique. they paid me tk. 9000/= and my tk. 20000+ are due.

i am very very sorry to write a negative comment for a bangladeshi web project.