ব্লগার ভাই-বোনগণ, সালাম ও শুভেচ্ছা রইল ।
২০১২ সালের প্রথম দিকে এখান থেকে + আরও অনেকের সহায়তায় আমি ব্লগিং শুরু করি । জুন ২০১২ এ আমার গুগল এডসেন্স ডিজএ্যবল হওয়ার কারনে বিদেশী কিছু মিডিয়ার সাথে বাংলাদেশী এড মিডিয়া "এডজগত" এ এড এর জন্য এপ্লাই করি । জুলাই ২০১২ হতে আমি অন্যান্য এড এর সাথে এডজগতের এড আমার ব্লগে ব্যাবহার করি । এদের এডস এ মেলওয়ার ভাইরাস, সার্ভার সফটওয়্যারের জটিলতা, ইমপ্রেশন ঠিকমত কাউন্ট না করা, CPC/CTR কম স্বত্তেও সম্পূর্ণ বাংলাদেশী প্রতিষ্ঠান বলে আমি এদের এড ব্যাবহার করি । সত্যিই আন্তরীকভাবে আমি চেয়েছি আমার প্রিয় বাংলাদেশ ও এডস মিডিয়ায় সুনাম করুক, প্রতিষ্ঠিত হউক । দুঃখের কথা কী বলব, যাদের জন্য আমি এত আন্তরীক, নিয়মিত পেমেন্ট না করলে ধৈর্য ধরেছি এই ভেবে যে, আমারইতো দেশী ভাই, আজ না হোক কাল নিশ্চয়ই পেমেন্ট দিয়ে দেবে । সেই এরাই আমার সাথে সামান্য কিছু টাকার জন্য প্রতারণা করল ।
ডিসেম্বর ২০১২ পর্যন্ত এডজগত থেকে আমার মোট পাওনা ছিল ৫৪২ ডলার যার বীপরিতে ওরা আমাকে ১০০০০+৭০০০= মোট ১৭০০০ টাকা পেমেন্ট করে । অবশিষ্ট টাকা পেমেন্ট করার কথা বললে আজ দিব কাল দিব বলে ঘুড়াতে থাকে । ৫০বার ফোনদিলে একবার রিসিভ করে । শেষমেষ পেমেন্ট দেবার ভয়ে গত মার্চ ২০১৩ এ ওরা আমার একাউন্ট ডিএকটিভ/ডিজএ্যাবল করে দেয় কী সব নিয়ম কানুনের দোহাই দিয়ে । লক্ষ্য করুন সবাই । আমার একাউন্ট ডিএকটিভ/ডিজএ্যাবল হয় মার্চ ২০১৩ এ । বিশ্বের সকল এডস মিডিয়া ও ওদের মিডিয়ার নিয়মানুসারে আমি জানুয়ারী ২০১৩ পর্যন্ত সকল আর্নিং এর পেমেন্ট পাবার কথা । কিন্তু তারপরেও আমি জানুয়ারী+ফেব্রুয়ারী+মার্চ ২০১৩ এই তিন মাস বাদে শুধূমাত্র ডিসেম্বর ২০১২ পর্ন্ত পেমেন্ট দিতে অনুরোধ করি । জবাবে ওরা জানায় দেখতেছি, দেখে জানাবো ইত্যাদি ইত্যাদি । এভাবে ২ মাস পার করার পর আজ মোবাইল করলে বলে আমরা ডিএকটিভ একাউন্টের বকেয়া পে করবোনা । আপনি যা পারেন করেন । অথচ ওরাই আমার পেমেন্ট যথাসময়ে না দিয়ে বকেয়া করেছিল । আমি একজন শান্তিপ্রিয় ছোট ব্লগার । ওদের সাথে এ নিয়ে বাড়াবাড়ি করার মত শক্তি আমার নেই । এখানে টেকটিনস থেকে অনেক ব্লগার এবং আমি উপকৃত হয়েছি বিধায় "এডজগতের" প্রতারণার কথা সবার জন্য শেয়ার করলাম । সবাই ভালো থাকুন । Happy Blogging ।
আমি আওলাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তাদের কার্যকলাপ দেখে আগেই সন্দেহ হয়েছিল। তাই আর ব্যবহার করি নি।