সব জগত জয়ের নেশায় পাগল গুগলের এবারের টার্গেট টেলিভিশন জগত ! । Sony এবং Intel এর সাথে মিলে গুগল তৈরী করতে যাচ্ছে Android বেসড টিভিভিত্তিক প্লাটফরম Google TV ! নতুন এই সেট টপ বক্সের মূল কাজ হবে গ্রাহকদের টিভি সেট দিয়েই অনলাইন ভিডিও ব্রাউজিং করার সুবিধা দেয়া । এই বছরের CES এ একই ধরনের কাজ করে এরকম কিছু পন্য যেমন: Boxee Box , Popbox , Roku দেখা গিয়েছিল । কিন্তু পন্যটা যেহেতু গুগলের কিছু চমকতো থাকছেই ।
গুগল চাচ্ছে এই ব্যবস্থায় গ্রাহকরা টিভি দিয়েই টুইটার এর মত সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করতে পারবে , এমনকি গুগলের পিকাসাতে আপলোড করা ছবিগুলোও দেখতে পারবে ! অর্থাৎ টিভি ও নেট জগতের অভুতপূর্ব সংমিশ্রন হবে Google TV । যেহেতু এটি Android বেসড হবে তাই আশা করা যায় এটিও ওপেনসোর্স প্লাটফরম হবে । ইতিমধ্যে Sony Google TV এর জন্য সেটটপ বক্স ও ইন্টারনেটযুক্ত বিশেষায়িত টিভি সেট নিয়ে কাজ শুরু করছে । তাছাড়া Logitech কাজ করছে ছোট আকারের কিবোর্ডযুক্ত রিমোট কন্ট্রোলার নিয়ে । গুগল এই ব্যাপারে কোন অফিসিয়াল মন্তব্য না করলেও এটি যে গুজব নয় তা প্রায় নিশ্চিত ।।।।।.।
তথ্য সূত্র: The New York Times ।
পিডিএফ নিয়ে কাজ করা বর্তমানে একটি গুরুত্বপূর্ন ব্যাপার হয়ে দাড়িয়েছে । কিন্তু এগুলোর মূল সমস্যা হল এগুলো এডিট করা যায় না , । তাছাড়া নানান উপায়ে এডিট করার পথ বের করলেও ফাইলগুলোর এমন অবস্থা হয় , মনে হয় এডিট না করাই ভাল ছিল । অবশ্য কিছু ভাল টুল আছে যা এই অবস্থায় খুবই কাজে দেয় . । PDFZilla তেমনই একটি চমৎকার পিডিএফ কনভার্টার । এটি মুহূর্তেই যেকোন পিডিএফ ফাইলকে এডিটযোগ্য DOC, RTF, TXT, BMP, JPG, GIF, PNG, TIF, HTML, SWF ইত্যাদি ফরম্যাটে কনভার্ট করতে পারে । ফাইলে ইমেজ ও টেক্সট অংশও যথযথভাবে সন্নিবেশিত থাকে . । এর বিশেষ দিকটি হল এর সহজ বোধ্য ইন্টারফেস । US$29.95 এর এই সফটওয়্যারটি এবার নিন ফ্রিতে ।.
কিভাবে পাবেন?
প্রথমে এখান থেকে ফাইলটি নামিয়ে ইনস্টল করে নিন । তারপর Register বাটানে ক্লিক করে W134286MN5F1CDA দিয়ে রেজিস্ট্রেশন করুন । ব্যস, ঝামেলা শেষ । এবার নিশ্চিন্তে কনভার্ট করুন আপনার কাজের ফাইলগুলো ।.
*এটি একটি জেনুইন GOATD লাইসেন্স ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
গরম খবর দিলেন সকাল বেলাতেই, ধন্যবাদ।