আবার চমক: এবার আসছে Google TV ! (বোনাস: $29.95 এর জেনুইন PDF কনভার্টার PDF Zilla ফ্রি !)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সব জগত জয়ের নেশায় পাগল গুগলের এবারের টার্গেট টেলিভিশন জগত ! । Sony এবং Intel এর সাথে মিলে গুগল তৈরী করতে যাচ্ছে Android বেসড টিভিভিত্তিক প্লাটফরম Google TV ! নতুন এই সেট টপ বক্সের মূল কাজ হবে গ্রাহকদের টিভি সেট দিয়েই অনলাইন ভিডিও ব্রাউজিং করার সুবিধা দেয়া । এই বছরের CES এ একই ধরনের কাজ করে এরকম কিছু পন্য যেমন: Boxee Box , Popbox , Roku দেখা গিয়েছিল । কিন্তু পন্যটা যেহেতু গুগলের কিছু চমকতো থাকছেই ।

গুগল চাচ্ছে এই ব্যবস্থায় গ্রাহকরা টিভি দিয়েই টুইটার এর মত সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করতে পারবে , এমনকি গুগলের পিকাসাতে আপলোড করা ছবিগুলোও দেখতে পারবে ! অর্থাৎ টিভি ও নেট জগতের অভুতপূর্ব সংমিশ্রন হবে Google TV । যেহেতু এটি Android বেসড হবে তাই আশা করা যায় এটিও ওপেনসোর্স প্লাটফরম হবে । ইতিমধ্যে Sony Google TV এর জন্য সেটটপ বক্স ও ইন্টারনেটযুক্ত বিশেষায়িত টিভি সেট নিয়ে কাজ শুরু করছে । তাছাড়া Logitech কাজ করছে ছোট আকারের কিবোর্ডযুক্ত রিমোট কন্ট্রোলার নিয়ে । গুগল এই ব্যাপারে কোন অফিসিয়াল মন্তব্য না করলেও এটি যে গুজব নয় তা প্রায় নিশ্চিত ।।।।।.।

তথ্য সূত্র: The New York Times

বোনাস: জেনুইন PDF কনভার্টার PDF Zilla ফ্রি !

পিডিএফ নিয়ে কাজ করা বর্তমানে একটি গুরুত্বপূর্ন ব্যাপার হয়ে দাড়িয়েছে । কিন্তু এগুলোর মূল সমস্যা হল এগুলো এডিট করা যায় না , । তাছাড়া নানান উপায়ে এডিট করার পথ বের করলেও ফাইলগুলোর এমন অবস্থা হয় , মনে হয় এডিট না করাই ভাল ছিল । অবশ্য কিছু ভাল টুল আছে যা এই অবস্থায় খুবই কাজে দেয় . । PDFZilla তেমনই একটি চমৎকার পিডিএফ কনভার্টার । এটি মুহূর্তেই যেকোন পিডিএফ ফাইলকে এডিটযোগ্য DOC, RTF, TXT, BMP, JPG, GIF, PNG, TIF, HTML, SWF ইত্যাদি ফরম্যাটে কনভার্ট করতে পারে । ফাইলে ইমেজ ও টেক্সট অংশও যথযথভাবে সন্নিবেশিত থাকে . । এর বিশেষ দিকটি হল এর সহজ বোধ্য ইন্টারফেস । US$29.95 এর এই সফটওয়্যারটি এবার নিন ফ্রিতে ।.

কিভাবে পাবেন?

প্রথমে এখান থেকে ফাইলটি নামিয়ে ইনস্টল করে নিন । তারপর Register বাটানে ক্লিক করে W134286MN5F1CDA দিয়ে রেজিস্ট্রেশন করুন । ব্যস, ঝামেলা শেষ । এবার নিশ্চিন্তে কনভার্ট করুন আপনার কাজের ফাইলগুলো ।.

*এটি একটি জেনুইন GOATD লাইসেন্স ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গরম খবর দিলেন সকাল বেলাতেই, ধন্যবাদ।

আমার মনে হয় এতদিকে মনোযোগ দিয়ে গুগল নিজেদের সর্বনাশ ডেকে আনছে ।

Level 0

আরিফ নিজামী ভাই, ভাল,কিন্তু লিংকটা Google TV ! দিলে আর ভাল হততততততততততততততত..
আপানাকে ধ্যনবাদ………. ।

ভালো জিনিস কাজে আসবে

গুগল বলে কথা কিছুতো চমক থাকবেই এই টিভিতে। ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

এতে আমাদের কি কোন লাভ আছে?

Level 2

ধন্যবাদ আরিফ একটি চমৎকার খবর শেয়ার করার জন্যে।
তুমি আমার টিউনে মন্তব্য করে একটা ব্যাপার জানতে চেয়েছিলে। বলেছিলে, তোমাকে মেইল করতে। কিন্তু আমি মেইল করবো করবো করে শেষ পর্যন্ত আর করা হয়নি। আমি এক্ষুণি তোমাকে মেইল করছি। আশা করি রিপ্লাই করবে। ভাল থেকো।

thanks vai amar kaje lagbe

আমি একটা pdf file ke word e পরিবর্তন করতে চাই। কিন্তু pdf টা্র লেখা গুলো image করা আছে । আমি ms word e পরিবর্তন করেছিলাম কিন্তু লেখাগুলো image অবস্তায় আসে। কপি করতে পারি ন… আমি এটাকে অন্য ভাষায় পরিবর্তন করতে চাই তাই একটু জরুরী হেল্প দরকার। কিভাবে আমি এটাকে কপি করে অন্য যে কোনখানে পেস্ট করতে পারব।help প্লিজ