মাইক্রোব্লগিং জায়ান্ট Twitter খুব শীঘ্রই নিয়ে আসছে নতুন প্লাটফরম At Anywhere । এই সার্ভিসের মূল উদ্দেশ্য হচ্ছে থার্ড পার্টি সাইটগুলোর সাথে আরো নিবিড়ভাবে ইন্টিগ্রেশন হওয়া । টুইটারের CEO Evan Williams সম্প্রতি এই সার্ভিসের ব্যাপারে আভাস দেন । এই সার্ভিসটি চালু হলে টুইটারের সাইটে না যেয়েই থার্ড পার্টি সাইটগুলো থেকে এখন থেকে আরো বেশী করে টুইটারের সুবিধা নেয়া যাবে । এই সেবাটিকে @anywhere রুপে প্রোমোট করা হবে । ধারনা করা হচ্ছে ফেসবুকের “Facebook Connect” কে পাল্লা দিতেই টুইটারের এই আয়োজন ।
এর দ্বারা বিভিন্ন সাইটে থাকা টুইটার একাউন্টের লিংকে মাউস বাটান রাখলেই , তার টুইটার একাউন্টের তথ্য ও সর্বশেষ টুইট জানা যাবে । তাছাড়া একই পেজ থেকে তার টুইটারের একাউন্টের ফলোয়ার হওয়া যাবে । এই কাজের জন্য আর টুইটারের পেজে যেতে হবে না । জাভাস্ক্রিপ্ট ভিত্তিক এই সেবাটি অতি সহজেই সাইটে সংযুক্ত করা যাবে । শুরুতেই @anywhere, Amazon, AdAge, Bing, Citysearch, Digg, eBay, The Huffington Post, Meebo, MSNBC.com, The New York Times, Salesforce.com, Yahoo!, এবং YouTube এর মত প্রতিষ্ঠানগুলোকে সংঙ্গে পাচ্ছে ।
তথ্য সূত্র: টুইটার অফিসিয়াল ব্লগ
Disk Space Fan Pro একটি চমৎকার ডিস্ক ক্লিনিং টুল । এটি শুধু আপনার হার্ড ডিস্কের ডুপলিকেট ফাইলই খুজে বের করবে না বরং অন্যান্য অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতেও সাহায্য করবে । অন্যান্য ডুপলিকেট ফাইল ফাইন্ডার থেকে পার্থক্য একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন । US$19.95 এর এই চমৎকার সফটওয়্যারটির জেনুইন ভার্সন বিনামূল্যে পেতে পারেন Chip ম্যাগাজিন এর সৌজন্য ।
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে ইন্সটল করে নিন । তারপর এখানে যেয়ে zip ফাইলটি নামিয়ে নিন । অথবা সরাসরি
email: readers@chip.de
code: 96500-16583-F8D29 ব্যবহার করে রেজিস্টার করে নিন
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
এই মুহুর্তে ডিস্কস্পেস ফান প্রো টা আমার খুবই দরকার ছিল
ধন্যবাদ আরিফ