মহাসেন নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরং এটা যদি বাংলাদেশে আছড়ে পরে (Landing ) তাহলে ২০০৭ সালে ঘটে যাওয়া সিডরের থেকে কম প্রভাব পরবে না। আমি ঘেটেঘুটে এমন একটা পেজের সন্ধান পেয়েছি যেখানে মহাসেনের বর্তমান অবস্থান এবং সম্ভাব্য ল্যান্ডিং ফল এর স্থান দেখানো হয়েছে। ব্যক্তিগত ভাবে আমি আমার সকল গ্রামের আত্নীয়স্বজনকে সাবধানে থাকতে বলেছি। কেউ এটাকে গুরুত্ব দিচ্ছে, কেউ দিচ্ছে না। তবে হ্যা সিডরের আগের দিনও অনেক ভলান্টিয়ার অনেককে সাবধান করে দিয়েছিল, যারা গাঁয়ে মাখেন নি, তারা কোথায় আছেন তা এখন আমাদের সবারই জানা। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে গ্রামে এবং শহরে থাকা সকল আত্নীয়স্বজন এবং শুভাকাঙ্খিদের সাবধান করে দিন। কারন আমরাইতো বলি, "সাবধানের মার নেই"।
আর মহাসেনের বর্তমান অবস্থান দেখতে, "এখানে ক্লিক করুন"
আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য । 🙂