টেকটিউনসের সাব-মডারেটর নির্বাচিত করাটা টেকটিউনসের ইতিবাচক একটি দিক হিসেবে সবাই ব্যক্ত করেছে। এটা এজন্যই করা হয়েছে যার ফলে অবাঞ্চিত টিউন, কমেন্ট এবং টিউনারদের টিউন সম্পর্কে সুপরামর্শ প্রদান করা। টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ যাতে সচ্ছভাবে নির্বাচিত করা সম্ভব হয় সেজন্যই অনেক টিউনার এবং ভিজিটরদের অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়েছিল। যার উদ্দেশ্য ছিল আমন্ত্রিত টিউনার এবং ভিজিটরদের ভোটের মাধ্যমে সাব-মডারেটর নির্বাচিত করা।
সাব-মডারেটর নিয়োগ অনুষ্ঠানে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি এবং এডমিন প্যানেলের সবাইকে নিয়ে গতকালকের সাব-মডারেটর অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমেই নতুন অতিথিদের সাথে পরিচয় পর্বটি সম্পন্ন করা হয়। নির্বাচনের আগেই টেকটিউনসের সমস্যা এবং টেকটিউনসের এডমিন বডিকে কিছু অসাধারন পরামর্শ প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রথমেই একটু বলে নেই টেকটিউনস দিনে দিনে বিকশিত হচ্ছে, হাটি হাটি পা করে টেকটিউনস এখন প্রযুক্তিপ্রেমীদের আড্ডার স্থান হয়ে গেছে। তাই টিনটিন ভাইয়ের একার পক্ষে মডারেশন প্যানেলের দায়িত্ব পালন করা প্রায় কষ্টসাধ্য হয়ে পরেছিল যার পরিপেক্ষিতে সাব-মডারেটর নিয়োগ প্রদান করা হয়।
টেকটিউনসের ব্যপারে আরও কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে যা সরাসরি এডমিন প্যানেল আপনাদেরকে টিউনের মাধ্যমে অবগত করবেন।
প্রথমেই টেকটিউনসের আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে মনোনয়ন নেয়া হয় (মানে কে কাকে সাব-মডারেটর হিসেবে দেখতে চায়) সেখানে সবাই সবার মতামত ব্যাক্ত করেন। সেখানে মনোনয়ন পেয়েছিলেনঃ
এখান থেকে ৪ জনকে চূড়ান্ত ভোটে অংশগ্রহন করার জন্য নির্বাচিত করা হয়। তবে সময় না দিতে পারায় ইসমাইল ভাই এবং আরিফ নিজামী ভাই তাদের নামটি সাব-মডারেটর নিয়োগ থেকে উড্র করেন।
তারপরে সিদ্ধান্ত নেয়া হয় কিভাবে সাব মডারেটর নির্বাচিত করা হবে (কেননা এখান থেকে প্রথমে ৩ জন নেয়ার কথা ছিল), পরে সিদ্ধান্ত হল প্রত্যেকে একটি করে ভোট মনোনয়ন প্রপ্তদের প্রদান করতে পারবে।
কথামত যথারীতি সকলে ভোট প্রদান করলেন, এবং চূড়ান্ত ভোটের ফলাফল হলঃ
২জন ১টি করে ভোট পাওয়ায় পরে ২ জনকেই সাব-মডারেটর হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়া সাম্যকে দেয়া হয় আহবায়কের দায়িত্ব আর সাবটাইটেল/বৈধমামুন ভাইকে দেয়া হয় মাসিক Poll ম্যানেজারের দায়িত্ব। আর রনি পারভেজকে করা হয় টিউন রাউন্ডআপ ম্যানেজার ও টেকটিউন্স নিউজ রিপ্রেজেন্টেটর পুরো ভোট প্রকৃয়াটি অত্যন্ত সচ্ছতার সাথে সকলের সামনে এবং প্রত্যেকের প্রত্যক্ষ অংশগ্রহনে সম্পন্ন করা হয়।
এছাড়াও টেকটিউনস কতৃপক্ষের অনুরোধে কিছু কিছু অতিথিকে চমৎকার কিছু টিউন করতে বলা হয় এবং তারা টেকটিউনস কতৃপক্ষকে এক্সক্লিউসিভ টিউন করার আশ্বাস দেন। আরও কিছু চমৎকার আযোজনের প্রস্তুতি সম্পর্কে টেকটিউনস কিছুদিনের মধ্যেই আপনাদের টিউনের মাধ্যমে অবগত করবেন। আর সকলের প্রতি টেকটিউনসের ঘোষনা ছাড়া কোন ঘোষনাকে প্রধান্য না দেয়ার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ...........
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Best of luck………(TT)