টেকটিউনসের রিক্রটমেন্ট মিট-আপের ফুল কাভারেজ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউনসের সাব-মডারেটর নির্বাচিত করাটা টেকটিউনসের ইতিবাচক একটি দিক হিসেবে সবাই ব্যক্ত করেছে। এটা এজন্যই করা হয়েছে যার ফলে অবাঞ্চিত টিউন, কমেন্ট এবং টিউনারদের টিউন সম্পর্কে সুপরামর্শ প্রদান করা। টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ যাতে সচ্ছভাবে নির্বাচিত করা সম্ভব হয় সেজন্যই অনেক টিউনার এবং ভিজিটরদের অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়েছিল। যার উদ্দেশ্য ছিল আমন্ত্রিত টিউনার এবং ভিজিটরদের ভোটের মাধ্যমে সাব-মডারেটর নির্বাচিত করা।

সাব-মডারেটর নিয়োগ অনুষ্ঠানে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি এবং এডমিন প্যানেলের সবাইকে নিয়ে গতকালকের সাব-মডারেটর অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমেই নতুন অতিথিদের সাথে পরিচয় পর্বটি সম্পন্ন করা হয়। নির্বাচনের আগেই টেকটিউনসের সমস্যা এবং টেকটিউনসের এডমিন বডিকে কিছু অসাধারন পরামর্শ প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ অনুষ্ঠানে অতিথিবৃন্দের তালিকাঃ

  • মেহেদী হাসান আরিফ – CEO
  • মোঃ শাহাজালাল – CCO
  • টিনটিন – Moderator
  • সাবটাইটেল / বৈধ মামুন
  • সাম্য
  • হাসিব
  • এ.আর.রলিন
  • রকিবুল হায়দার
  • রনি পারভেজ
  • ফাহিম রেজা বাঁধন
  • Hasan Jubair (Al-fatah)
  • Ismail
  • অনুপম শুভ
  • তানভীর আহমেদ
  • Arif7
  • মোস্তফা আরাফাত
  • শিমুল
  • নাজমুল হাসান লানজু
  • মিশুক
  • আরিফ নিজামী
  • শাকিল আরেফিন

যেসব ব্যপারে টেকটিউনসকে পরামর্শ প্রদান এবং সেই সব ব্যপারে টেকটিউনসের আশ্বাসঃ

প্রথমেই একটু বলে নেই টেকটিউনস দিনে দিনে বিকশিত হচ্ছে, হাটি হাটি পা করে টেকটিউনস এখন প্রযুক্তিপ্রেমীদের আড্ডার স্থান হয়ে গেছে। তাই টিনটিন ভাইয়ের একার পক্ষে মডারেশন প্যানেলের দায়িত্ব পালন করা প্রায় কষ্টসাধ্য হয়ে পরেছিল যার পরিপেক্ষিতে সাব-মডারেটর নিয়োগ প্রদান করা হয়।

  • টেকটিউনসের সবটিউনগুলো নিয়ে মাসিক PDF ফাইলে ই-বুক বের করার সিদ্ধান্ত নেয়া হয়।
  • প্রতি মাসে টিউনারদের করা টিউনগুলো থেকে নির্বাচিত করে একটি মাসিক সেরা টিউনকে রেপিডশেয়ারের একটি একাউন্ট ১ মাসের জন্য প্রদান করার ঘোষনা দেয়া হয়। এর ফলে টিউনারদের মাঝে প্রেষনা সৃষ্টি হবে। যদি সেই একই টিউনারের টিউন ২য় বার মাসিক সেরা টিউনে নির্বাচিত হয় তাহলে তাকে ১ মাসের রেপিডশেয়ারের একাউন্টের সমমান অর্থের উপহার প্রদান করা হবে অথবা টিউনারের ইচ্ছামত সে সমমান অর্থের পুরষ্কার গ্রহন করতে পারবে।
  • প্রতিদিন এবং প্রতি মাসের টিউনগুলো সকলের সামনে একটি টিউনের মাধ্যমে প্রকাশ করা হবে।
  • এখন থেকে এডমিন প্যানেল যেকোন অনুষ্ঠান করার ঘোষনা টিউন আকারে সকলের সামনে প্রকাশ করবে।

টেকটিউনসের ব্যপারে আরও কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে যা সরাসরি এডমিন প্যানেল আপনাদেরকে টিউনের মাধ্যমে অবগত করবেন।

টেকটিউনসের এডমিন বডির ছবিগুলো একনজরে দেখে নেইঃ

মেহেদী হাসান আরিফ ভাই – CEO

মোঃ শাহাজালাল ভাই  – CCO

সোহান ওরফে টিনটিন ভাই- মডারেটর

যেভাবে সাব-মডারেটর নির্বাচিত করা হয়েছেঃ

প্রথমেই টেকটিউনসের আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে মনোনয়ন নেয়া হয় (মানে কে কাকে সাব-মডারেটর হিসেবে দেখতে চায়) সেখানে সবাই সবার মতামত ব্যাক্ত করেন। সেখানে মনোনয়ন পেয়েছিলেনঃ

  • শ্রদ্ধেয় ইসমাইল ভাই
  • শিমুল ভাই
  • হাসিব
  • বৈধ মামুন
  • বাধন ভাই
  • রকিবুল ভাই
  • আরিফ নিজামী

এখান থেকে ৪ জনকে চূড়ান্ত ভোটে অংশগ্রহন করার জন্য নির্বাচিত করা হয়। তবে সময় না দিতে পারায়  ইসমাইল ভাই এবং আরিফ নিজামী ভাই তাদের নামটি সাব-মডারেটর নিয়োগ থেকে উড্র করেন।

চূড়ান্ত নির্বাচনে যারা প্রার্থী ছিলেনঃ

  • হাসিব
  • রকিবুল ভাই
  • শিমুল ভাই
  • বাধন ভাই

তারপরে সিদ্ধান্ত নেয়া হয় কিভাবে সাব মডারেটর নির্বাচিত করা হবে (কেননা এখান থেকে প্রথমে ৩ জন নেয়ার কথা ছিল), পরে সিদ্ধান্ত হল প্রত্যেকে একটি করে ভোট মনোনয়ন প্রপ্তদের প্রদান করতে পারবে।

কথামত যথারীতি সকলে ভোট প্রদান করলেন, এবং চূড়ান্ত ভোটের ফলাফল হলঃ

  • হাসিব- ১৩ টি ভোট পায়
  • রকিবুল ভাই- ৩ টি ভোট পান
  • বাধন ভাই- ১ টি ভোট পান
  • শিমুল ভাই- ১ টি ভোট পান

২জন ১টি করে ভোট পাওয়ায় পরে ২ জনকেই সাব-মডারেটর হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়া সাম্যকে দেয়া হয় আহবায়কের দায়িত্ব আর সাবটাইটেল/বৈধমামুন ভাইকে দেয়া হয় মাসিক Poll ম্যানেজারের দায়িত্ব। আর রনি পারভেজকে করা হয় টিউন রাউন্ডআপ ম্যানেজার ও টেকটিউন্স নিউজ রিপ্রেজেন্টেটর পুরো ভোট প্রকৃয়াটি অত্যন্ত সচ্ছতার সাথে সকলের সামনে এবং প্রত্যেকের প্রত্যক্ষ অংশগ্রহনে সম্পন্ন করা হয়।

ঢাকার বাহির হতে যারা সরাসরি অংশগ্রহন করেছিলেনঃ

ইসমাইল ভাই- কুমিল্লা

মোস্তফা আরাফাত- খুলনা

সাবটাইটেল/বৈধ মামুন- কুমিল্লা

এছাড়াও টেকটিউনস কতৃপক্ষের অনুরোধে কিছু কিছু অতিথিকে চমৎকার কিছু টিউন করতে বলা হয় এবং তারা টেকটিউনস কতৃপক্ষকে এক্সক্লিউসিভ টিউন করার আশ্বাস দেন। আরও কিছু চমৎকার আযোজনের প্রস্তুতি সম্পর্কে টেকটিউনস কিছুদিনের মধ্যেই আপনাদের টিউনের মাধ্যমে অবগত করবেন। আর সকলের প্রতি টেকটিউনসের ঘোষনা ছাড়া কোন ঘোষনাকে প্রধান্য না দেয়ার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ...........

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Best of luck………(TT)

    জুবায়ের তোমাকে ধন্যবাদ। তোমাকে সবসময় একটিভ টিউনার হিসেবে দেখতে চাই।

হাসিব মিয়া তোমারে নিয়া আর পারলাম না।চ্যাট এ আসো।

    সরি বস তবে আমি বুঝতে পারছি কেন এত জরুরী তলফ। তবে আমার আর একটু সতর্ক হওয়া দরকার বলে মনে করি। ধন্যবাদ বস……..

Level 2

ধন্যবাদ হাসিব। তোমার টিউনের অপেক্ষায় ছিলাম। তোমাদের সবার সাথে দেখা করতে পেরে আমার খুব ভাল লেগেছে। তবে আমার নামের সাথে যে বিশেষণটি যোগ করেছ, সেটি বাদ দিলেই আমি খুশী হব। আমি তোমাদের সাথে একই কাতারে থাকতে চাই। ভাল থেকো।

    Ismail ভাই যারা সন্মান পাবার যোগ্য তাদেরকে কি আর সন্মান না করে থাকা যায়

    ইসমাইল ভাইয়ের প্রতি শুভকামনা রইল। 😛

ওই মিয়া মিষ্টি কই… আমি থাকলে আরো একটা ভোট পেতে তুমি 😉 যা্ই সবাই’কে শুভেচ্ছা ও অভিনন্দন ………

    নাবিল তোমাকে খুব মিস করছি তবে আগামী মিট-আপে তোমাকে আশা করছি যাতে তুমি মিট-আপে অংশগ্রহন কর। ধন্যবাদ তোমাকে………………..

সুন্দর হয়েছে, ধন্যবাদ হাসিব ।

    মোস্তফা আরাফাত ভাই ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে মিট-আপে অংশগ্রহন করার জন্য।

Level 0

হাসিব ভাই ভোটেতো কঠিন ভাবে জিতেছেন।দোয়া করি দারুন ভাবে এর দায়িক্ত সুচনা করতে পারেন।ধন্যবাদ ভাল থাকবেন।

    Arif 7 ভাই আমি আমার সাধ্যমত চেষ্টা করত। তবে আমি এতটুকু বলতে পারি যে এই দায়িত্ব পালন করতে গেলে মাঝে মাঝে প্রতিকূল অবস্থার মঝ্যে পরতে হবে। তবুও আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকেও……..

ইসমাইল ভাই নোমিনেশন পেয়েছিলেন ১৪টা , আমি পেয়েিলাম , কিছু সমস্যার কারণে উইডড্র করি । আমার নাম কি ইচ্ছা করে চেপে গেলেন নাকি ? নাকি মডারেশন শুরু করে দিলেন ? বড়ই মর্মাহত হলাম ।

    আরিফ নিজামী ভাই আসলে এই টিউনটি করার সময় আমার মনে হয়েছিল কি যেন বাদ পরেছে কিন্তু আসলে তা আর মনে পরে নাই। ধন্যবাদ আমার ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।

    আরে আরিফ ভাই, কি যে বলেন

    আরিফ ভাই……. সেরকম কোন ব্যাপার না মনে হয় …… বেচারাকে আমি তাড়াতাড়ি টিউন করতে বলেছিলাম …… তাড়াহুড়োয় হয়ত ভূলে গেছে ………

    আরিফ নিজামী ভাই এই টিউনটিতে আরও অনেক ভুল ছিল যা মামুন ভাইয়ের সাহায্যে ঠিক করা হয়। এই টিউনটি মাত্র ২০ মিনিটে সম্পাদন করতে হয় আমার। কোন ভুল করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

Level 0

সবাইকে অভিনন্দন। তবে অভিযোগ এখনো উঠানো যায় না যে, পেজ লোড হতে এতো বেশি সময় নিচ্ছে যে, খুবই বিরক্তি লাগছে। এর সমধান তাড়াতাড়ি দরকার।

    A.R+R ভাই আপনার সাথে সম্পূর্নভাবে একমত তবে টেকটিউনস কতৃপক্ষ কিছুদিনের মধ্যেই এই সমস্যাটি সমাধানের আশ্বাস প্রদান করেছেন। ধন্যবাদ……………………..

মিশুক ভাই আপনি কি দেখেন নাই যে টেকটিউনসের সুনাম নিয়ে কয়েকজন টানা হেচঁড়া করতেছে? টেকটিউনসে যারা প্রকৃত ভালবাসেন তাদের দ্বারা টেকটিউনসের কখনও অমঙ্গল চিন্তা করা যায় না। টেকটিউনসের পিছনে রয়েছে যাদের অসাধারন অবদান। আপনাকে ধন্যবাদ তবে আর কখনও কোন কারন ছাড়া কটুক্তি পাবেন না।

ধন্যবাদ হাসিব ভাই । তবে ভাই আমি মনে হয় তিনটা ভোট পেয়ে ছিলাম 🙁 । তবে সমস্যা নাই ।

    ফাহিম রেজা বাঁধন ভাই মন খারাপ করার কিছুই নাই। নিজের দায়িত্ব ঠিকমত পালন করে যান তখনই না হয় প্রমান হবে কে কত মার্ক পাবার যোগ্য। ধন্যবাদ

    হাসিব ভাই আমি ত বলেছি কোন সমস্যা নেই । যেহেতু আমি দায়িত্ব পেয়েছি , তাই আমার সামর্থের মধ্য কাজে করে যাবো আমার প্রিয় টেকটিউনস এর জন্য । ধন্যবাদ ।

ধন্যবাদ এবং অভিনন্দন হাসিব, টেকটিউনস চায় সবসময় অক্লান্ত পরিশ্রমী কয়েকজন সদস্য। যাদের নিরপেক্ষ বূমিকা টেকটিউনসকে আরও সামনের দিকে ওগিয়ে নিয়ে যাবে।

    তোমাকেও ধন্যবাদ রিপন

মডারেটর সাহেব আপনাকে অভিন্দন সাথে সাথে এখন থেকে আপনার কাছ থেকে বেশি বেশি কোয়ালিটি টিউন চাই।

    বস চেষ্টা করব কোয়ালিটি টিউন করার

আমি যতদূর জানি, “বাঁধনের অন্তত ২ টা ভোট পাবার কথা। কারণ আমার আর মিশুকের দুজনের ভোটই বাঁধন পেয়েছিল।”

    আমার ভোটটি বাধন পেয়েছিল

    এই হিসেব গুলো টিনটিন ভাই এর কাছ থেকে সময় মতো পাওয়া যায় নি।
    তাই আমার টিউনে কোন পরিসঙ্কখান দেই নি।

Level 0

হাসিব ভাই , মিষ্টি কইই ই ই ই ই ই , মিষ্টি না খাওয়ালে কিন্তু খবর আছে …………………………

    rajon530 ভাই ঢাকায় তো আগে আসেন, তারপর না হয় মিষ্টি।

    হাসিব ভাই :):) মিষ্টি পাঠান জলদি। মিয়া আপনে তো একচেটিয়া ভোটে জিতা গেছেন। আগে মিষ্টি পাঠান তারপর না হয় ঢাকায় গিয়া আপনারে মিষ্টি মুক করাবো। নাইলে কিন্তু, rajon530 ভাইরে বইলা আপনার নামে …………………………… জলদি 🙂 করেন………..

    শাওন তোমারে মিষ্টি পাঠাইলাম হা কর………. খুব মজা তাই না!!!!!!!!!

হুম…………………. মিস্ করছি।

    আলমাস ভাই, আপনে লোকটা গেছেন…………..

    মিয়া আগামি মিট-আপে সকলরেই একসাথে দেখবার চাই।

মিষ্টি খাওনোর দাওয়াত দিতাছেন কবে।নাকি ঝিনাইদাহ থেকে পাঠামু………।

    সজীব রহমান ভাই কয়েকদিনের মধ্যেই চুয়াডাঙ্গা যেতে হতে পারে। তাই না হয় ওখান থেকেই মিষ্টি খেয়ে নিবেন।

    ওকে ভাই,আসলে কিন্তু জানাবেন।

টেস্ট কমেন্ট ২

হাসিব ভাইয়া ভালো টিউন চাই

আমার ছবি নাই? 🙁