প্রথম থেকেই আমি আমার ডলার গুলো moneybookers (বর্তমান Skrill ) এর মাধ্যমে ব্যাঙ্কে আনি। প্রথম কয়েক বার কোন সমস্যা হয় নি। কিন্তু কিছু মাস আগে আমি আমার Skrill অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আমার Bank Asia অ্যাকাউন্ট এ পাঠাই। অনেক দিন হয়ে গেলেও টাকা ক্রেডিট না হওয়ার আমি আমার এলাকার ব্যাংকে (ওখানেই আমি আমার অ্যাকাউন্ট খুলি) ফোন করি। তারা বলে যে আপনি ব্যাংকে এসে একটা ফর্ম পুরন করতে হবে। আমি থাকি ঢাকায়। এখন কিভাবে ওখানে যাবো। পড়ে ওরা আমাকে বলল আপনি যে কাজ করেছেন কোম্পানির কাছ থেকে তার ডকুমেন্ট নিয়ে আমাদের পাঠান। আমি আমার odesk ও skrill অ্যাকাউন্ট থেকে কাজ এবং Transaction details পাঠালাম। পরে দেখি ২ দিন পর অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে।
তারপর অনেক বার আমি এই অ্যাকাউন্ট এই টাকা withdraw করেছি। আর অবশ্য Work বা Transaction details দরকার হয় নাই। কিন্তু গত ৮ এপ্রিল কিছু টাকা Withdraw দিলাম। কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার কোন হদিস নাই দেখে আমি তাদের মেইল এ আমার Work আর Transaction details সেন্ড করলাম। তারপরও অ্যাকাউন্ট ক্রেডিট না হওয়ায় আমি আজ সকালে ব্রাঞ্চ অফিসে ফোন করলাম। ওরা প্রথমে আমাকে বলল যে 'আমাদের সব টাকার হিসেব। ডলারের কোন হিসাব নিকাশ আমাদের কাছে হয় না। আমাদের কে টাকা ক্রেডিট করতে বললে আমরা তা ক্রেডিট করি।' তারপর আমি আগের বারকার Transaction details সেন্ড করার কথা বলাতে তারা বলল,"আপনাকে এখানে এসে From C পুরন করতে হবে।"আমি বললাম যে আমি তো ঢাকায় এখন কিভাবে আসবো। উত্তরে তারা বলল যে "এটা বাংলাদেশ ব্যাংক এর নতুন রুল। ফর্ম পুরন করতে হবে।"
দেখি হয়তোবা ঢাকার কোন বড় ব্রাঞ্চে গিয়ে সমাধান করতে পারবো। But আমার প্রশ্ন হচ্ছে- এরা সবাই মিলে এভাবেই কি আমরা সামনে যেতে চাইলেও পিছনে টেনে ধরে রাখবে। এভাবেই কি এদেশে কিছু লোককে নিয়ম আর আইনের দেয়ালে আটকে রাখবে আর বাকিদের করবে লাভবান। নাকি তারা বলতে চাচ্ছে- "চোরের দেশে ফ্রীলাঞ্চিং কি প্রয়োজন। আমাদের সাথে চোরের কাতারে চলে আসেন। সবাই মিলে চুরি করি।"
তাহলে তাদের বলে দেই- "চুরি কত প্রকার ও কি কি বর্ণনা সহ জানা আছে। শুধু এখনো করা শুরু করি নাই।"
আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি ওডেস্ক এর সাথে জড়িত.. আগে মনিবকার্স ব্যবহার করতাম কিন্তু ওয়ার টান্সফার আসার পর থেকে ওটাই ব্যবহার করি. অবশ্য আমার এখনো কোনো সমস্যা হয় নি. ও আমি কিন্তু ডাচ বাংলা বাংক ব্যবহার করি.
আপনি ওডেস্ক এ কাজ করলে ওয়ার টান্সফার ব্যবহার করুন. টাকা একটু বেশি কাটলেও কোনো ঝামেলা নাই এবং দিনের টাকা দিনেই উঠানো যায়.