সরকার আর ব্যাংকগুলো কি বলতে চাইছে হয় চুরি করুন নয় Outsourcing ছেড়ে দিন

টিউন বিভাগ খবর
প্রকাশিত
আমি খুব বেশি বড় মাপের Freelancer না। তবু ছোট হলেও মজা পাই আমি ফ্রীলাঞ্চার এই ভেবে। কিন্তু কষ্ট হয় তখন যখন আমি বা আমার মত অন্য কোন Outsource করা লোক পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে আবহেলার স্বীকার হয়। Outsourcing যারা করে তারা যে দেশকে দ্রুত অনেক ভালো পজিশনে নিয়ে যাচ্ছে একথা কোন সরকারদলীয় লোকের অস্বীকার করার কোন অবকাশ নেই। তবু প্রতি ক্ষেত্রে তারা আমাদের সাথে এমন আচরন করছে যেন তারা Indirectly আমাদের বলছে যে 'ফ্রীলাঞ্চিং ছেড়ে দিয়ে আমাদের সাথে চোরের কাতারে আসেন।' নিজেরা তো বেকার সমস্যা দূর করতে পারেই না তারপর আবার আমরা স্ব উদ্যোগে নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে যেতে চাইছি তাও দেবেন না। যাক ভুমিকা অনেক বড় করে ফেলেছি, এবার আসল কথায় আসি-

প্রথম থেকেই আমি আমার ডলার গুলো moneybookers (বর্তমান Skrill ) এর মাধ্যমে ব্যাঙ্কে আনি। প্রথম কয়েক বার কোন সমস্যা হয় নি। কিন্তু কিছু মাস আগে আমি আমার Skrill অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আমার Bank Asia অ্যাকাউন্ট এ পাঠাই। অনেক দিন হয়ে গেলেও টাকা ক্রেডিট না হওয়ার আমি আমার এলাকার ব্যাংকে (ওখানেই আমি আমার অ্যাকাউন্ট খুলি) ফোন করি। তারা বলে যে আপনি ব্যাংকে এসে একটা ফর্ম পুরন করতে হবে। আমি থাকি ঢাকায়। এখন কিভাবে ওখানে যাবো। পড়ে ওরা আমাকে বলল আপনি যে কাজ করেছেন কোম্পানির কাছ থেকে তার ডকুমেন্ট নিয়ে আমাদের পাঠান। আমি আমার odesk ও skrill অ্যাকাউন্ট থেকে কাজ এবং Transaction details পাঠালাম। পরে দেখি ২ দিন পর অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে।

তারপর অনেক বার আমি এই অ্যাকাউন্ট এই টাকা withdraw করেছি। আর অবশ্য Work বা Transaction details দরকার হয় নাই। কিন্তু গত ৮ এপ্রিল কিছু টাকা Withdraw দিলাম। কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার কোন হদিস নাই দেখে আমি তাদের মেইল এ আমার Work আর Transaction details সেন্ড করলাম। তারপরও অ্যাকাউন্ট ক্রেডিট না হওয়ায় আমি আজ সকালে ব্রাঞ্চ অফিসে ফোন করলাম। ওরা প্রথমে আমাকে বলল যে 'আমাদের সব টাকার হিসেব। ডলারের কোন হিসাব নিকাশ আমাদের কাছে হয় না। আমাদের কে টাকা ক্রেডিট করতে বললে আমরা তা ক্রেডিট করি।' তারপর আমি আগের বারকার Transaction details সেন্ড করার কথা বলাতে তারা বলল,"আপনাকে এখানে এসে From C  পুরন করতে হবে।"আমি বললাম যে আমি তো ঢাকায় এখন কিভাবে আসবো। উত্তরে তারা বলল যে "এটা বাংলাদেশ ব্যাংক এর নতুন রুল। ফর্ম পুরন করতে হবে।"

দেখি হয়তোবা ঢাকার কোন বড় ব্রাঞ্চে গিয়ে সমাধান করতে পারবো। But আমার প্রশ্ন হচ্ছে- এরা সবাই মিলে এভাবেই কি আমরা সামনে যেতে চাইলেও পিছনে টেনে ধরে রাখবে। এভাবেই কি এদেশে কিছু লোককে নিয়ম আর আইনের দেয়ালে আটকে রাখবে আর বাকিদের করবে লাভবান। নাকি তারা বলতে চাচ্ছে- "চোরের দেশে ফ্রীলাঞ্চিং কি প্রয়োজন। আমাদের সাথে চোরের কাতারে চলে আসেন। সবাই মিলে চুরি করি।"

তাহলে তাদের বলে দেই- "চুরি কত প্রকার ও কি কি বর্ণনা সহ জানা আছে। শুধু এখনো করা শুরু করি নাই।"

Level New

আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি ওডেস্ক এর সাথে জড়িত.. আগে মনিবকার্স ব্যবহার করতাম কিন্তু ওয়ার টান্সফার আসার পর থেকে ওটাই ব্যবহার করি. অবশ্য আমার এখনো কোনো সমস্যা হয় নি. ও আমি কিন্তু ডাচ বাংলা বাংক ব্যবহার করি.

আপনি ওডেস্ক এ কাজ করলে ওয়ার টান্সফার ব্যবহার করুন. টাকা একটু বেশি কাটলেও কোনো ঝামেলা নাই এবং দিনের টাকা দিনেই উঠানো যায়.

    @সাগর: ভাই Wire Transpar is better. কিন্তু ওয়ারে তো ৫০ ডলার এর নিচে দেওয়া যায়। এর চেয়ে ছোট এমাউন্ট এ তো স্ক্রিল দরকার পরে।

Level 0

ভাই আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্য/বড় পাপ যে আমরা এরকম একটা দেশে জন্ম নিয়েছি।
আমার এক বন্ধুর ফ্রীলাঞ্ছিং এর ২৫% টাকা কেটে রেখেছে MARKENTILE ব্যাংক।

ফরেক্সে ভাল ব্রকার ব্যাংক ট্রান্সফার করতে বলে। সুনলাম তাও সুধু আমাদের দেশ থেকেই করা যায়না। যদি কেউ জানেন তাইলে প্লীজ জানাবেন ব্যাংক ট্রান্সফার এর বিষয়ে!!!

ভাই আপনি যেহেতু oDesk এ কাজ করেন সেহেতু আপনার জন্য সবচেয়ে ভাল হবে Payoneer Debit Mastercard নিয়ে আসা । এদের সার্ভিস খুব ভাল যদিও খরচ একটু বেশী ।

thanks

“চোরের দেশে ফ্রীলাঞ্চিং কি প্রয়োজন। আমাদের সাথে চোরের কাতারে চলে আসেন। সবাই মিলে চুরি করি”
ওরা আরপর বলবে ,আমরা সবাই ভাই ভাই ।তোদের দেখার সমায় নাই ,যেভাবে পারি ঠেকাবো কোন কথানাই ,আমরা শুধু ভোট চাই ,আর কোন দাবি নাই নাই ,কোন ভাল কাজ করি নাই, আমরা শুধু ভোট চাই” ,তখন বলা উচিত আইন করে ভোট দেয়া ঠেকা।

Level 0

DBBL ব্যাবহার করেন। DBBL is the best for MB transaction. 3 years হল ব্যাবহার করতেছি কোন সমস্যা হয়নি আল্লার রহমতে।

    @AL Imran: ভাই আমার গ্রামের বাড়িতে DBBL নাই। আর মাঝে মাঝে টাকা আনা/নেওয়া করতে হয় তাই Bank Asia তে করেছিলাম।

Level 0

আসলে ওই ব্যাংক এর কর্মকর্তারা অজ্ঞ । বাংলাদেশ ব্যাংক এর নিয়ম হলে ত অন্য ব্যাংক এর ক্ষেত্রেও প্রযোজ্য হতো ।

Level 0

ওয়ার টান্সফার DBBL ই নিরাপদ ট্রান্সফার। যেহেতু আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

Level 0

Ami payoneer Mastercard theke tk tulle only 1$ = 66.66 tk ei rate pai…… How can I solve this problem ???

Level 0

আমি ডাচ বাংলা বাংক ব্যবহার করি.ওয়ার টান্সফার ব্যবহার করুন. টাকা একটু বেশি কাটলেও কোনো ঝামেলা নাই.

আপনি ওয়ার ট্রান্সফার করলে ফরম সি বাধ্যতামূলকভাবে পুরন করতে হবে, এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে, তা না হলে একাউন্টে টাকা ক্রেডিট হবে না। অখচ মজার ব্যাপার হচ্ছে, আপনি যে ফরম সি টা পুরন করছেন, সেখানে কিন্তু উপরে পরিষ্কার করে লিখা আছে, ২০০০ ডলার অখবা তার বেশি হলে এই ফরম আপনাকে ঘোষনা মানে ডিক্লিয়ারেশন করতে হবে। অখচ ১০০ ডলার ও যদি বাইরে থেকে কোন কোম্পানি আমাকে পাঠায়, আমাকে এই ফরম বাধ্যতামূলকভাবে পুরন করতে হয়। ব্যাংকের সাথে চিল্লাচিল্লি করে লাভ নাই, এটা বাংলাদেশ ব্যাংকের রুল। কয়েকটা ব্যাংক ভ্যারিফাই করে দেখেছি, সব জায়গায় একই অবস্থা। এই ডিজিটাল যুগে, এইভাবে কাগজের বস্তা নিয়ে ব্যাংকে দৌড় পারতে কার ভালো লাগে। আমিও ভুক্তভোগী এই ব্যাপারে….

    @সুমির: আপনি মনে হয় উপরের কমেন্ট গুলা পড়েন নাই। তাহলে সব ব্যাংকে একি অবস্থা কি করে বললেন।

      @ফয়সাল রিমন:
      সব ব্যাংক বলা বোধ হয় ভুল হয়েছে। তবে আমি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এইস.এস.বি.সি এই ৬ টা ব্যাংকে ওয়ার ট্রান্সফার করেছি এবং সব ব্যাংক এ ফরম সি পুরন করতে হয়েছে।

        @সুমির: কিন্তু উপরে যে কয়জনে বলল DBBLএ সমস্যা হয় না।

          @ফয়সাল রিমন:
          আমি অন্য কারো অভিজ্ঞতা থেকে বলছি না, এটা আমার নিজের অভিজ্ঞতা উপরের লিস্টেট ৬টা ব্যাংক থেকে।

    Level 0

    @সুমির: কিন্তূ DBBL এ আমার এখন অবদি কোনো ফরম সি পূরণ করতে হয়নি।

Level 0

@MD. Saiful (saifulislamrony) টাকা উত্তোলন এ কারেন্ট অপসন ব্যাবহার করবেন।আমি DBBL হতে Seving Option এ টাকা উত্তোলন করতাম, তখন ৭২/- করে পেতাম। কিন্তু, Current Option এ টাকা উত্তোলন করে ৭৫/- এর কিছু বেশি পাচ্ছি।

    @nejam1982:
    DBBL রেট এত কম কেন? ৮ তারিখে ২ টা ওয়ার ট্রান্সফার করলাম ব্র্যাক ব্যাংক এ। রেট তো ৭৭.২০ টাকা করে পেলাম, ব্র্যাক এর ওয়েব সাইটে যে রেট থাকে সেই অনুযায়ী ওরা একাউন্টে টাকা ডিপোজিট করে।

      Level 0

      @সুমির: আমি ওটা Payoneer Mastercard এর ব্যাপারে বলেছি @MD. Saiful এর কথার প্রেক্ষিতে। কিন্তু ওয়ার ট্রান্সফার এ সব ব্যাঙ্ক এ সমান রেট্, যেহেতু এটা ওদেস্ক/ইলান্স কর্তিক নির্ধারিত।