টিউটরিয়ালবিডির শেয়ার ঘোষণা (আপনিও অংশিদার)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত ৪ মে ২০০৯ ইং এই পোস্টের মাধ্যমে যাত্রা শুরু করি। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে টিউটরিয়ালবিডি ।অনেকের নিবেদিত পরিশ্রমে সফল হচ্ছে আমাদের এগিয়ে চলা। শিক্ষা বিস্তারের যে ব্রত নিয়ে শুরু করেছিলাম তা অনেকটা এগিয়ে চলেছে। অনেকের প্রচেস্টার ফলে আজ এ অবস্থায় আসা।
এডমিনের সবার সাথে আলোচনা করে টিউটরিয়াল লেখকদের জন্য একটি সুবিধা আদায় করতে পেরে আমি ধন্য। আমি আগেই চাইছিলাম যে সাইটটির মালিকনা সবার মধ্যে একটি অনুপাতে ভাগ করে দিতে।

এ ব্যপারে টিউটরিয়ালবিডির সিদ্ধান্ত

টিউটরিয়ালবিডির ৫০% অংশিদার লেখকদের মাঝে তাদের টিউটরিয়াল সংখ্যার ভিত্তিতে ভাগ করে দেয়া হবে। তার অর্থ হলো:
প্রত্যেক টিউটরিয়াল লেখক টিউটরিয়ালবিডির অংশিদারিত্ব পাবেন।

  • অংশিদারিত্বের পরিমান হবে=(লেখকের সর্বমোট টিউটরিয়াল সংখ্যা/ টিউটরিয়ালবিডির সর্বমোট টিউটরিয়াল সংখ্যা)*৫০%
  • প্রত্যেকের অংশিদারিত্ব নতুন পোস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে ডায়নামিক ভাবে আপডেট হবে।
  • অবশিষ্ট ৫০% এর মালিকানায় থাকবে টিউটরিয়ালবিডি কর্তৃপক্ষ।

এখন থেকে টিউটরিয়াল লেখকের অংশিদারিত্বের পরিমান পোস্টের পাতায় দেখতে পাবেন যেমন-
tutorialbd.com
আরও কিছু বিষয় আলোচনার জন্য রাখা হলো। আপনার মতামত দিন।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো উদ্যোগ

ধন্যবাদ টিনটিন ভাই।

হুম ইউনিক জিনিস।
ভালো উদ্যোগ টিউটো ভাই।

রলিনকে শুভেচ্ছা। সাইট কেমন চলছে? তোমার টিউন দেখিনা ইদানিং?

দারুন। বিস্তারিত আলোচনার অপেক্ষায় থাকলাম।

এখন দেখি সবকিছুই শেয়ার মার্কেট-এ ছাড়া হচ্ছে। ভালো!!

http://bdstocksmarket.blogspot.com/

অদ্ভুত সিষ্টেম।