প্রতিদিন কত খবর আসে খবরের পাতা ভরে হ্যাঁ বন্ধুরা প্রতিদিনের খবরাখবর জানতে আমরা কতনা চেষ্টা করে থাকি কিন্তু কম্পিউটার থেকে যদি খবর সংগ্রহের জন্য বাংলাদেশের সংবাদপত্র খুজতে যাই তবেই পড়তে হয় মহা সমস্যায়। বিভিন্ন সময় দেখি নাম মিলছে না কিংবা চলে গেলাম অন্য কোন সাইটে। এরপরে গুগলে সার্চ করে খুজে পেতে সময় লাগে অনেকক্ষন। আপনারা কখনো পড়েছেন কিনা জানি না। তবে আমি পড়েছি অনেকবার। সেই থেকে দুটি সাইটের নাম সংরক্ষন করে নিলাম। সাইট দুটি নিচে দেয়া হল কখনো কাজে লাগলেও লাগতে পারে।
http://nextbarisal.com/index.php?action=link
ধন্যবাদ সকলকে।
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
সাইট টা দেখলাম, ভালো লাগলো।
http://bdstocksmarket.blogspot.com/