প্রিয় ভাইয়েরা আজ ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কবিতা এবং বাংলা , ইংরেজী ম্যাসেজ নিয়ে। বরাবরের মত আজকেও হয়ত অনেকেই ম্যাসেজ লিখবেন বন্ধুদের কাছে তাই ম্যাসেজের কয়েকটি স্যাম্পল তুলে ধরা হয়েছে আমার এই সাইটে। আরও একটি ভুল সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাচ্ছি নিচের কবিতার মাধ্যমে আশা করছি আপনারা এই কবিতা থেকেও কিছু জিনিস সম্পর্কে অবগত হবেন। যাহা কখনও চিন্তাও করিনি আমরা।
২১ আমার
আল-আমিন হোসেন
১২ মাসের ভিন্ন এ মাস
মনে পড়ে বায়ান্ন
শহীদ হয়েছে ছালাম, বরকত
বাংলা ভাষার জন্য।
আজকে কেন বিকৃত হয়
বাংলা আমার ভাষা ?
একুশ বলি বাংলায় যথা
ফেব্রুয়ারী এসেছে কোথা ?
তবে কি বাংলার চেয়ে ইংলিশ ভাল
মেনে নিল বাঙালি,
আমি বলি,
শুরুতেই গলদ শিক্ষিয়েছে যারা
মূর্খ সে জ্ঞানী।
শিক্ষিত হয়েছি, মানুষ হইনি
ছাড়িনি ব্রিটিশ টান
ফায়দা নিতে চায় ঐ জ্ঞানীরা
যারা বলে,
২১ শে ফেব্রুয়ারী অম্লান।
আজও মানি না, মানব না কভু
কেন বলব ফেব্রুয়ারী ?
ফেব্রুয়ারী তো বাংলাতে নয়
জাগো আজ বাঙালী।
তারা বাংলার ষরযন্ত্রকারী
যারা দিল এ নাম
ধ্বংস করেছে মোদের গর্ব
বাংলা তো নয়, ইংলিশ পেল দাম।
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
আল-আমিন ভাই আপনাকে একটা কথাই বলব যে বর্তমানে এটি আন্তর্যাতিক মাতৃভাষা দিবষ। আমরা না হয় বাংলা বর্ষে পালন করলাম মাতৃভাষা দিবষ কিন্তু অন্যন্য দেশে বাংলা বর্ষ পাবে কোথা থেকে। তাহলে আর আন্তর্যাতিক মাতৃভাষা দিবষ হত না হত বাংলা মাতৃভাষা দিবষ। ধন্যবাদ…………….