বিলগেটস বনাম জাভা বিশেষভাবে অজ্ঞ মফিজ রম্য

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ইদানিং অনলাইনে গুগলিতে বাংলায় সার্স করতে খুব ভালো লাগে। অবশ্য মাতৃভাষা বলে কথা,  বিভিন্ন  বাংলা  ব্লগিং সাইট এব বাংলা পোর্টাল গুলো ঘুরে ফিরে দেখা। এটা একটা  অন্যরকম ভালোলাগা।  প্রতিদিনকার মত বাংলায় খোজাখুজির সময়  নিম্নলিখিত  জোকসটি খুব ভালো লাগলো তাই টেকটিউনসে  সবার সাথে  শেয়ার করলাম। সবসময়তো টেকনোলজি নিয়ে লেখালেখি করি এবার একটু না হয় অন্য রকম টিউনস হল। যেহেতু একই জোকস বেশ কয়েকটি  সাইটে  পাওয়া  গিয়েছে তাই এটার সোর্স আমার মতে ইন্টারনেট হইতে সংগৃহীত।

সবাই মিলে একটু ফান করার উদ্যেশ্য নিয়েই এই টিউনটি করা,

আজকের বিষয়: বিলগেটস বনাম মফিজ ।

বিল গেটস মাইক্রোসফট ইউরোপ এর চেয়্যারম্যান নির্বাচনের জন্য দরখাষ্ত আহবান করলো। যারা আবেদন করলো তাদের সবাই কে একটা বিশাল কনফারেন্স রুমে বসানো হলো। মোট ৫০০০ জন। তাদের মধ্যে এক জন হলো আমাদের বাংলাদেশের বিশেষভাবে অজ্ঞ মফিজুর রহমান মফিজ।

বিল গেটস প্রথমেই সবাই কে ধণ্যবাদ দিল আসার জন্য। তারপর বললো আপনাদের মধ্যে যারা জাভা প্রোগ্রামিং জানেন না তারা চলে যান।এই কথা শুনে ২০০০ জন চলে গেল। আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো জাভা জানি না, কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়।এই চিন্তা করে মফিজ থেকে গেল।

এর পর বিল গেটস বললো আপনাদের মধ্যে যাদের কমপক্ষে ১০০ মানুষ ম্যানেজ করার অভিঙ্গতা নাই তারা চলে যান।এই কথা শুনে আরো ২০০০ জন চলে গেল। আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো কখোনো ১ জন কে ও ম্যানেজ করি নাই , কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়।এই চিন্তা করে মফিজ থেকে গেল।

এর পর বিল গেটস বললো আপনাদের মধ্যে যাদের ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা নাই তারা চলে যান।এই কথা শুনে আরো ৫০০ জন চলে গেল
আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো ১৫ বছর বয়সেই ষ্কুল ছেডেছি ডিপ্লোমা তো অনেক দুর, কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়।এই চিন্তা করে মফিজ থেকে গেল

এর পর বিল গেটস বাকি দের বললো আপনাদের মধ্যে যারা সার্ব বা ক্রোয়াট ভাষা জানেন না তারা চলে যান। এই কথা শুনে আরো ৪৯৮ জন চলে গেল।আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো সার্ব বা ক্রোয়াট ভাষায় একটা লাইন ও বলতে পারি না। কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়।এই চিন্তা করে মফিজ থেকে গেল আর দেখলো তার সাথে আর ১ জন মাএ আছে। বাকি সবাই চলে গেছে।

এর পর বিল গেটস দুই জনের পাশে এসে বসলো আর বললো শুধুমাএ আপনারা ২ জন ই আছেন যারা সার্ব বা ক্রোয়াট ভাষা জানেন এবং বাকি সব কিছু ও পার করে এসছেন। এখন আপনারা ২ জন ২ জনের সাথে সার্ব বা ক্রোয়াট ভাষায় কথা বলেন, আমি শুনতে চাই।

এই কথা শুনে আমাদের মফিজ আষ্তে করে আরেক জনের দিকে ফিরলো, তারপর বললো…''কি খবর ভাইসাব, আন্নে কেমন আছেন?'' তখন অপর জন বললো…'' এরিইউ ভাইসাব, আই তো বালা আছি” কি? কিছু বুঝলেন........!

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

adsense apply করার পর approval না হওয়া পর্যন্ত ব্লগে নতুন post দেয়া যাবে??kindly কেউ বলুন.

    adsense apply করার পর approval না হওয়া পর্যন্ত ব্লগে নতুন post update করা যাবে। ধন্যবাদ।

Sure! why not??? you can post on your blog any time.

হা: হা: হা: …. ভীষন মজা পেলাম…..

হা হা হা হা হ!
ভীষণ মজা পেলুম রে ভাই!
বলে না বাংলাদেশী যেখানে যায় সবাইকে দেখায়ে দেয়!
হা হা হা হ!

ধন্যবাদ।

ব্যাপক মজা পাইলাম।ধন্যবাদ ইয়াকুব ভাই এইরকম টিউন আরো চাই

Level 0

🙂

এত মজা লাগল বুঝাতেই পারছিনা।ধন্যবাদ।

হা হা হা…খুবই মজার ভাই। দারুন হয়েছে।