বাংলা ব্লগের বয়স দিন দিন বেড়ে চলছে। শিশু যেমন ছোট ছোট কথা মা, বাবা, মামা ইত্যাদি শব্দগুলো বলতে বলতে এক সময় দু'একটা ছড়া শিখে ; এক সময় নতুন বই আর চক পেন্সিল দিয়ে শুরু হয় হাতে খড়ি । ঠিক সেই সময়ের খুব কাছা কাছি এসে পড়েছি আমরা। এখন বাংলা ই-বই এর যাত্রা শুরু করার সময় হয়েছে। আর যেহেতু টেকটিউন্স টেকনোলজী ব্লগিং প্লাটফর্ম তাই এখানেই টেকি ই-বই লেখার সুন্দর একটি প্লাটফর্ম হতে পারে। এ ব্যাপারে কিছু প্রস্তাবনা রাখবো। তার আগে আরো কিছু আলোচনা হোক।
নিজের জীবনের গল্প শুখ, দূ:খ আর অভিজ্ঞতার উপর ডায়েরী লেখা দিয়ে বাংলা ব্লগিং শুরু হলেও এখন এটা তার সীমা পরিসীমা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়েছে। এখন জ্ঞানের ভান্ডারে পরিনত হয়েছে ব্লগ, সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতা প্রকাশিত হচ্ছে এখানে,তথ্য প্রযুক্তি আর ভবিষ্যত পৃথিবীর পরিকল্পনা হচ্ছে ব্লগে, ই-বই লেখা হচ্ছে এখানে।
বই এ লিখতে হলে লিখিত বিষয়ের উপর সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হয়, ভুল কোন তথ্য উপস্থাপন করা যায় না বা সামাজিক রাস্ট্রিয়, ধর্মী আরও কিছু বিষয় জরিত থাকে ।
প্রজনন্ম ফোরাম, প্রথম আলোব্লগ সহ অন্যান্য ব্লগ থেকে কিছু কিছু বই প্রকাশিত হলেও তার সংখ্যা খুবই কম এবং বই লেখার একটা ধারাবাহিকতা দেখা যায় নি।
ধারাবাহিক একটা পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে তথ্য পযুক্তি বিষয়ক একটি করে বই প্রকাশ করার কর্ম পরিকল্পনা হাতে নিতে পারি । নিচের বিষয়গুলো মনে রেখে শুরু করতে পারি বই লেখার কাজ। সবগুলোই আমার মনগড়া প্রস্তাবনা এ বিষয়ে আপনাদের ভিন্ন মত থাকতে পারে।
১. প্রগ্রামিং সি (এর প্রায় ২৫% কাজ শেষ করে ফেলেছি)
২. HTML(১০% এর মতো কাজ করেছেন অসিম)
৩. এডোবি ফটোশপ (এর অনলাইন রিসোর্স বেশ ভাল। লেখকদের সাথে যোগাযোগ করে তাদের লেখাগুলো বই এ নেয়া যাবে)
৪. গুগল এডসেন্স
আরেকটি কথা- এ ব্যাপরে টেকটিউনস পরিবারের মতামত আশা করছি। তা না হলে নিজস্বভাবে (আমরা নিজেরা) কাজটি শুরু করতে পারি।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
ভাল উদ্যেগ নিয়েছেন।দেখি কি করতে পারি