টেকটিউনস ই-বই লেখা প্রতিযোগিতা (প্রাথমিক)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলা ব্লগের বয়স দিন দিন বেড়ে চলছে। শিশু যেমন ছোট ছোট কথা মা, বাবা, মামা ইত্যাদি শব্দগুলো বলতে বলতে এক সময় দু'একটা ছড়া শিখে ; এক সময় নতুন বই আর চক পেন্সিল দিয়ে শুরু হয় হাতে খড়ি । ঠিক সেই সময়ের খুব কাছা কাছি এসে পড়েছি আমরা। এখন বাংলা ই-বই এর যাত্রা শুরু করার সময় হয়েছে। আর যেহেতু টেকটিউন্স টেকনোলজী ব্লগিং প্লাটফর্ম তাই এখানেই টেকি ই-বই লেখার সুন্দর একটি প্লাটফর্ম হতে পারে। এ ব্যাপারে কিছু প্রস্তাবনা রাখবো। তার আগে আরো কিছু আলোচনা হোক।

ব্লগিং ও বই লেখা

নিজের জীবনের গল্প শুখ, দূ:খ আর অভিজ্ঞতার উপর ডায়েরী লেখা দিয়ে বাংলা ব্লগিং শুরু হলেও এখন এটা তার সীমা পরিসীমা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়েছে। এখন জ্ঞানের ভান্ডারে পরিনত হয়েছে ব্লগ, সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতা প্রকাশিত হচ্ছে এখানে,তথ্য প্রযুক্তি আর ভবিষ্যত পৃথিবীর পরিকল্পনা হচ্ছে ব্লগে, ই-বই লেখা হচ্ছে এখানে।
বই এ লিখতে হলে লিখিত বিষয়ের উপর সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হয়, ভুল কোন তথ্য উপস্থাপন করা যায় না বা সামাজিক রাস্ট্রিয়, ধর্মী আরও কিছু বিষয় জরিত থাকে ।

অনলাইনে বাংলা ই-বই প্রকাশনা

প্রজনন্ম ফোরাম, প্রথম আলোব্লগ সহ অন্যান্য ব্লগ থেকে কিছু কিছু বই প্রকাশিত হলেও তার সংখ্যা খুবই কম এবং বই লেখার একটা ধারাবাহিকতা দেখা যায় নি।

সবাই মিলে লিখি প্রযুক্তি বিষয়ক ই-বই

ধারাবাহিক একটা পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে তথ্য পযুক্তি বিষয়ক একটি করে বই প্রকাশ করার কর্ম পরিকল্পনা হাতে নিতে পারি । নিচের বিষয়গুলো মনে রেখে শুরু করতে পারি বই লেখার কাজ। সবগুলোই আমার মনগড়া প্রস্তাবনা এ বিষয়ে আপনাদের ভিন্ন মত থাকতে পারে।

  • ১. তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি বই অনেকে মিলে লিখবে। একটি বিষয়ের অধ্যায় ও আলোচ্যবিষয় অনলাইনে বসেই নির্ধারন করা হবে। সবগুলো লেখা টেকটিউনসে প্রকাশিত হবে
  • ২. বইটি হবে কপিরাইট মুক্ত এই শর্তে যে লেখকের নাম ও ওয়েবসাইটের লিংক উল্লেখ করে যে কেউ যে কারো সাইটে লেখাগুলো প্রকাশ করতে পারবে।
  • ৩. বইয়ের টপিকগুলো এক যোগে বাংলা বিভিন্ন ব্লগ, ফোরাম, ফেসবুক গ্রুপ-পাতা,সংবাদ পত্র, উইকিতে প্রকাশিত হবে।
  • ৪. বই লেখা শেষ হলে পিডিএফ আকারে একটি ই-বই প্রকাশিত হবে এবং তা বিনামূল্যে সবাই ডাউনলোড করতে পারবে।
  • ৫. ই-বই বই আকারে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রত্যেক লেখককে এর একটি হার্ড কপি বুক পোস্টের মাধ্যমে প্ররণ করা হবে ।

আপনাদের মতামতের আশায় রইলাম আমি চারটি বিষয়ে বাংলা অনলাইন বই প্রকাশের প্রস্তাব রাখছি-

১. প্রগ্রামিং সি (এর প্রায় ২৫% কাজ শেষ করে ফেলেছি)
২. HTML(১০% এর মতো কাজ করেছেন অসিম)
৩. এডোবি ফটোশপ (এর অনলাইন রিসোর্স বেশ ভাল। লেখকদের সাথে যোগাযোগ করে তাদের লেখাগুলো বই এ নেয়া যাবে)
৪. গুগল এডসেন্স

আরেকটি কথা- এ ব্যাপরে টেকটিউনস পরিবারের মতামত আশা করছি। তা না হলে নিজস্বভাবে (আমরা নিজেরা) কাজটি শুরু করতে পারি।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল উদ্যেগ নিয়েছেন।দেখি কি করতে পারি

    ধন্যবাদ, আপনি কিছু একটা লিখবেন তো..

very good idea.please to be continue

    ideaবাস্তবায়ন হলে আরো ভাল হবে।

খুব ভাল উদ্যেগ …আমার বইগুলি এখনই পড়তে ইচেছ হইতেছে.চালিয়ে যান ভাই.

    বিষয়গুলোর সূচিপত্র কয়েক দিনের মধ্যেই প্রকাশ করার ইচ্ছা আছে। তার পর দেখবেন…

আমার বইগুলি এখনই পড়তে ইচেছ হইতেছে……………….অেপক্ষায় রইলাম…

    এখনো তো বই লেখার কাজ শুরুতেই আছে….প্রকাশিত হলে কিনবেন তো….?

ধন্যবাদ টিউটো ভাই

    আপনাকেও ধন্যবাদ , অর্নব ভাই।

এরকম উদ্যোগকে হাজারো সালাম। এতে করে আমাদের প্রযুক্তির জ্ঞান আরো প্রসারিত হবে।

    ওয়ালাইকুম সালাম ,আমি জ্ঞান পিপাসার্ত ….

ধন্যবাদ টিউটো ভাই। এটি যদি সফল হয় তাহলে অনেক ভালো। আমি ১ নং ব্যাতিত সবগুলো সম্পর্কে A-Z লেখা দিতে পাব বলে আশা করছি।

    তাহলে তে ভালই হয়

    তাহলে ললেখা আরাম্ভ করুন। আমি বাছাই এবং সাজানো আর বই আকারে প্রস্তুত করার কাজ করবো।

লেখালেখির ব্যপার অনেকেই লিখতে জানে, তাই কেউ তার লেখার জন্য বিখ্যাত কেউ লেখার জন্য সমালোচিত, তবে যাই হউক ই-বই লেখার জন্য সুনিদিষ্ট ক্রাইটেরিয়া ঠিক করে দিতে হবে এবং ফেয়ার জাজমেন্ট হতে হবে। জাজ অবশ্যই প্রাসঙ্গীক হতে হবে, তবেই এই ধরনের প্রচেষ্ট সফল হতে পারে।

    আপনার কথাটা ঠিক, ব্লগ লেখা আর বই লেখা এক নয়। ভুল কোন তথ্য বইতে থাকতে পারে না (যা আমরা ব্লগে অহরহ করি) । সাজেসনের জন্য ধন্যবাদ।

টেকটিউনস পরিবারের প্রযুক্তির জ্ঞান আরো প্রসারিত হবে। আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাল উদ্যেগ চালিয়ে যান।