অনলাইনে কথা বলার জন্য বা আড্ডা দেবার জন্য চ্যাটের কোন বিকল্প নেই। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই বিনামূল্যে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে কথা বলা যায় কোন সময়ের হিসেব ছাড়াই। চ্যাটের জন্য সবচাইতে বিখ্যাত সফটওয়্যার হচ্ছে ইয়াহু ম্যাসেঞ্জার। তবে ইয়াহুর পাশাপাশি মাইক্রোসফট নেটওয়ার্ক (এমএসএন) বা জিমেইল ব্যবহারকারীরাও চ্যাট করে থাকেন। গুগল মেইল বা জিমেইলের চ্যাট সার্ভিসের নাম হচ্ছে জি-টক যার ডেস্কটপ ও অনলাইন দুই ধরণের সংস্করণই আছে। সবচেয়ে মজার বিষয় হলো, জি-টকে লগইন করতে বা চ্যাট করতে আপনাকে তৃতীয় কোন ওয়েবসাইটে যেতে হবে না। জিমেইলে লগইন করলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে জি-টকে লগইন হয়ে যাবেন।
জি-টকের ডেস্কটপ ভার্সন থাকলেও এতদিন টেক্সট চ্যাট ছাড়া অন্য কোন উপায় যেমন ভয়েস বা ভিডিও চ্যাটের সুবিধা ছিল না। সম্প্রতি একসঙ্গে এই দুইটি সুবিধা দিল জি-টক। এর আওতায় আপনি ইয়াহু বা এমএসএনের মতই ভয়েস ও ভিডিও চ্যাট করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ব্রাউজারের জন্য শুধু বাড়তি একটি প্লাগ-ইন ডাউনলোড করে নিতে হবে। তারপর জিমেইলে লগইন করে ব্রাউজারেই আপনি ভয়েস বা ভিডিও চ্যাট করতে পারবেন।
প্রথমে এখানে ক্লিক করে প্লাগ ইন টি ডাউনলোড করুন। কম্পিউটারে সচল সব ব্রাউজার (মজিলা ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ব্রাউজ হ্যাপি ইত্যাদি) বন্ধ করুন। তারপর জিমেইলে সাইন ইন করুন। এখন জিমেইলের settings>chat এ গেলে আপনি নিচের নতুন অপশন গুলো পাবেন।
আপনার জিমেইলের চ্যাট সেকশনে অনলাইন কন্ট্যাক্টকে কল বা ভিডিও কলের আমন্ত্রণ জানাতে পারেন। তবে এক্ষেত্রে আপনার কন্ট্যাক্টকেও অবশ্যই তার কম্পিউটারের ব্রাউজারকে একইভাবে কনফিগার করতে হবে। কন্ট্যাক্ট এর নামের পর যদি ক্যামেরা আইকন দেখতে পান, তাহলে বুঝবেন এই কন্ট্যাক্টটির ওয়েবক্যাম এনাবল করা আছে। তারপর তাকে আপনি ভিডিও চ্যাটের আমন্ত্রণ জানাতে পারবেন।
যদি আপনার কন্ট্যাক্টের নামের পর ক্যামেরার আইকন দেখতে না পান, তাহলে আপনি তাকে তার ব্রাউজারকে জিমেইল ভিডিও চ্যাটের জন্য প্রস্তুত করে নেবার আমন্ত্রণ জানাতে পারেন। অবশ্য আপনার কন্ট্যাক্টের যদি ওয়েবক্যামই না থাকে, তাহলেও কোন সমস্যা নেই। শুধু আপনার প্রেরিত ছবি আপনার কন্ট্যাক্ট দেখতে পাবেন যত্ক্ষণ না পর্যন্ত আপনার কন্ট্যাক্টও ওয়েবক্যাম সংযুক্ত করেন।
প্রাথমিকভাবে জি-টক সব ব্রাউজারকে সাপোর্ট করছে না। তবে এদের সাপোর্টেড ব্রাউজার লিস্টে প্রায় সব ব্রাউজারেরই নাম পাওয়া গেছে। সুতরাং, বহুল ব্যবহৃত যেকোন ব্রাউজারের সাম্প্রতিক সংস্করণগুলো হলেই আপনি জি-টকে ভিডিও ও ভয়েস চ্যাট করতে পারবেন। সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ব্রাউজারগুলোর সাপোর্টেড সংস্করণগুলো হলোঃ মজিলা ফায়ারফ্ক্স ২.০ বা এর পরের। ইন্টারনেট এক্সপ্লোরার ৬.০ বা এর পরের। সাফারি ৩.০ বা এর পরের এবং গুগল ক্রোম।
সুতরাং আর কোন অভাব রইল না বিশ্ববিখ্যাত গুগল মেইলের চ্যাট সেবা জি-টকের। কোন সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল করা ছাড়াই ওয়েব বেসড ভয়েস অ্যান্ড ভিডিও চ্যাটের আনন্দ উপভোগ করতে পারবেন আপনার জিমেইলে লগ-ইন করলেই।
প্রথম প্রকাশ : বিবতর্ন বাংলা
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তাহলে সবাই শুরু করে দিন জি-টক ভয়েস অ্যান্ড ভিডিও চ্যাট। ধন্যবাদ আমিনুল ইসলাম সজীবকে।
হুম ….. দারুন একটা নিউজ ……. আগে জানতাম …… কিন্তু টেকটিউনসে নিউজটা শেয়ার করাতে আপনাকে ধন্যবাদ!