অংশ নিন! – উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠানে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

লিনাক্স এবং উবুন্টু লিনাক্স কে বাংলাদেশী কম্পিউটার ব্যবহারকারীদের নিকট পরিচয় এবং জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে উবুন্টু বাংলাদেশ লোকাল কমিউনিটি টিম এবং বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স। গত ১৭ই মে "দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ" এর হলরুমে উবুন্টু বাংলাদেশ আয়োজন করেছিল উবুন্টু 8.04 হার্ডি হ্যারন রিলিজ পার্টি । সেখানে উবুন্টু ও লিনাক্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল বিস্তারিত জানতে পারেন এখান থেকে   এবং এখান থেকে

এরই ধারাবাহিকতায় উবুন্টু লিনাক্সের সাম্প্রতিক সংস্করন উবুন্টু ৮.১০ ইন্ট্রাপিড আইবেক্স এর রিলিজ উপলক্ষ্যে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথ ভাবে আয়োজন করছে উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান। উবুন্টু 8.04 হার্ডি হ্যারন রিলিজ পার্টিতে উবুন্টু সম্পর্কে ব্যবহারকারীদের সাধারণ ধারনা দেয়া হয়েছিল এবং খুব টেকনিক্যাল বিষয় আলোচনা করা হয়নি। তবে এবারের আয়োজনে একজন নতুন লিনাক্স ব্যবহারকারীর কাজে আসতে পারে এমন কিছু বিষয়ে এ অনুষ্ঠানে আলোচনা করা হবে।

অনুষ্ঠানের আলোচ্য বিষয়বস্তু:

  • বাংলাদেশের পরিপ্রেক্ষীতে ওপেনসোর্স ও লিনাক্স
    ওপেনসোর্স ও লিনাক্স কি এবং কেনো। বাংলাদেশের পরিপ্রেক্ষীতে ওপেনসোর্স ও লিনাক্সের ভূমিকা
  • উবুন্টু লিনাক্স ইনস্টল ও ডেস্কটপ পরিচিতি
    উবুন্টু লিনাক্স ইনস্টলেশন (মূলত পার্টিশনিং অংশ) এবং ডিফল্ট ডেস্কটপ পরিচিতি
  • প্রোডাক্টিভিটি সফটওয়্যার পরিচিতি
    ওপেনঅফিস পরিচিতি, গিম্প
  • ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্কিং
    মডেম, মোবাইল, ল্যান অথবা pppoe সংযোগ স্থাপন
  • হার্ডওয়্যার ডিটেকশন ও ড্রাইভার ইনস্টলেশন
    স্ক্যানার, প্রিন্টার, মোবাইল, ক্যামেরা প্রভৃতি হার্ডওয়্যার সংযোজন ও পরিচালনা
  • মাল্টিমিডিয়া সাপোর্ট
    কোডেক ইনস্টল থেকে প্লেয়ার পরিচিতি
  • ওয়াইন ও ক্রসওভার
    ওয়াইনের মাধ্যমে বহুল ব্যবহৃত কিছু এ্যাপ্লিকেশন কনফিগার ও চালানো
  • ডেস্কটপ কাস্টোমাইজেশন
    বাংলা লোকালাইশেসন, থিম, কম্পিজ ফিউশন,
  • সিস্টেম/এ্যাডমিনিস্ট্রেটিভ সফটওয়্যার
    স্যাইন্যাপটিক, টার্মিন্যালসহ কিছু এ্যাডমিনিস্ট্রেটিভ এ্যাপ্লিকেশন পরিচালনা
  • ভার্চুয়ালাইজেশন (ভার্চুয়াল বক্স/ভিএমওয়্যার)
    ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ অথবা অন্য কোন ডিস্ট্রো পরিবেশন
  • গেমস্
    লিনাক্স গেমস্, ওয়াইন, ক্রসওভার লিনাক্স গেমস্
  • স্বেচ্ছাসেবক কর্মকান্ড
    কিভাবে লিনাক্স ও ওপেনসোর্সের প্রচার সম্ভব। অনুবাদ, প্রচার, লেখালেখী প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা।

অনুষ্ঠানের তথ্য সমূহ

  • সময়: ২১শে নভেম্বর (শুক্রবার), বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
  • অনুষ্ঠানের স্থান : প্রেসিডেন্সি ইউনিভার্সিটি - হাউস- ১১এ, রোড- ৯২, গুলশান-২, ঢাকা-১২১২
  • আয়োজক : বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও উবুন্টু বাংলাদেশ এবং সহায়তায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
  • ওয়েব মিডিয়া পার্টনার : আমাদের প্রযুক্তি , মুক্ত.অর্গ
  • অনুষ্ঠানে অংশগ্রহন নিবন্ধনের জন্য এখানে যান: লিন্ক
    নিবন্ধন আগে আসলে আগে ভিত্তিতে। (প্রথম ১০০ জন নিবন্ধনকারী বিনামূল্যে উবুন্টু ডিভিডি পাবেন)
  • রেজিস্ট্রেশনের শেষ সময়: শুক্রবার, 21 নভেম্বর 2008

আপডেট: গুগল ম্যাপ

presidency.PNG

Level 0

আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Share your knowledge with others..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুলশান 2 মোড়ের হাতের ডানের রোড দিয়ে একটু এগিয়ে গেলে বামে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখতে পাবেন।

সাথে পেন ড্রাইভ নিয়ে আসলে ভাল হয়। সিডি/ডিভিডি না পেলেও যেন সফট কপি নিতে পারেন।

কুবুন্টু / উবুন্টুর জন্য ৭০০ মে.বা. জায়গা লাগে। সাথে ফ্রী iso ফাইল বার্নার নিতে অল্প আরো কিছু জায়গা (১ মে.বা. এর কম) লাগবে হয়তো।

রেজিস্ট্রেশন ফি কতো?

রেজিস্ট্রেশন ফী = নাই।

তবে ফ্রী সিডি/ডিভিডি হয়তো দেয়া সম্ভব হবে না …. পরিচিত কারো কাছ থেকে ধার করার সুযোগ না থাকলে, সফট কপি নিয়ে গিয়ে নিজেই সুবিধামত সিডিতে/ডিভিডিতে বার্ন করে নিতে পারেন।

এমনকি এখানে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করাও জরুরী না। আগ্রহী যে কেউ আসতে পারেন।