লিনাক্স এবং উবুন্টু লিনাক্স কে বাংলাদেশী কম্পিউটার ব্যবহারকারীদের নিকট পরিচয় এবং জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে উবুন্টু বাংলাদেশ লোকাল কমিউনিটি টিম এবং বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স। গত ১৭ই মে "দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ" এর হলরুমে উবুন্টু বাংলাদেশ আয়োজন করেছিল উবুন্টু 8.04 হার্ডি হ্যারন রিলিজ পার্টি । সেখানে উবুন্টু ও লিনাক্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল বিস্তারিত জানতে পারেন এখান থেকে এবং এখান থেকে
এরই ধারাবাহিকতায় উবুন্টু লিনাক্সের সাম্প্রতিক সংস্করন উবুন্টু ৮.১০ ইন্ট্রাপিড আইবেক্স এর রিলিজ উপলক্ষ্যে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথ ভাবে আয়োজন করছে উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান। উবুন্টু 8.04 হার্ডি হ্যারন রিলিজ পার্টিতে উবুন্টু সম্পর্কে ব্যবহারকারীদের সাধারণ ধারনা দেয়া হয়েছিল এবং খুব টেকনিক্যাল বিষয় আলোচনা করা হয়নি। তবে এবারের আয়োজনে একজন নতুন লিনাক্স ব্যবহারকারীর কাজে আসতে পারে এমন কিছু বিষয়ে এ অনুষ্ঠানে আলোচনা করা হবে।
আপডেট: গুগল ম্যাপ
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
সাথে পেন ড্রাইভ নিয়ে আসলে ভাল হয়। সিডি/ডিভিডি না পেলেও যেন সফট কপি নিতে পারেন।
কুবুন্টু / উবুন্টুর জন্য ৭০০ মে.বা. জায়গা লাগে। সাথে ফ্রী iso ফাইল বার্নার নিতে অল্প আরো কিছু জায়গা (১ মে.বা. এর কম) লাগবে হয়তো।
রেজিস্ট্রেশন ফী = নাই।
তবে ফ্রী সিডি/ডিভিডি হয়তো দেয়া সম্ভব হবে না …. পরিচিত কারো কাছ থেকে ধার করার সুযোগ না থাকলে, সফট কপি নিয়ে গিয়ে নিজেই সুবিধামত সিডিতে/ডিভিডিতে বার্ন করে নিতে পারেন।
গুলশান 2 মোড়ের হাতের ডানের রোড দিয়ে একটু এগিয়ে গেলে বামে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখতে পাবেন।