বাংলাদেশে খবর রেটিং করার ওয়েব সাইট নিউজএখনই ডট কম (http://www.newsakhoni.com)
সম্প্রতি তাদের যাত্রা শুর করল। এই সাইট এর
মাধ্যমে পাঠকরা দেশের বিভিন্ন পত্রিকার প্রকাশিত খবর এক সাথে দেখতে পারবেন এবং তাদের
প্রিয় খবরে ভোট দিতে পারবেন। পাঠকরা দেশের বিভিন্ন পত্রিকার জনপ্রিয় খবর এক সাথে পড়তে
পারবেন।
আমাদের দেশে পাঠক সংখ্যা বাড়ার
সাথে সাথে পত্রিকার সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। এসব পত্রিকা যেমন সব এক সাথে পড়া
খুবই দুরূহ তেমনি সব পত্রিকার মান যে খুব গ্রহনযোগ্য
তাও জোর গলায় বলা যাবেনা। আবার একই খবর বিভিন্ন পত্রিকায় দেখা যায় পরিবেশন হচ্ছে
ভিন্ন ভাবে, আর তার সাথে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে সংযোজন করে নিচ্ছেন তাদের
নিজস্ব মতামত। আমাদের প্রিয় পত্রিকাও অনেক সময় দেখা যায় কিছু খবর ঠিক সঠিক ভাবে
দিতে পারছেনা। এ অবস্থায় একজন পাঠক শুধু একটা বা দুটা পত্রিকা পড়ে সঠিক খবর নাও
জানতে পারেন। একই সাথে আমাদের দেশে এমন সাংবাদিকও আছে যাদের বস্তুনিষ্ট
লিখনি এবং সততা অনেক সময় সঠিক মূল্যায়ন পায়না।
নিউজএখনই-র (newsakhoni.com) যাত্রা শুরু হয়েছে বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে।
নিউজএখনই ওয়েব সাইট এর প্রথম পাতায় থাকছে তিনটি অংশ। ১. সর্বশেষ প্রকাশিত সংবাদ। ২. বিভিন্ন পত্রিকার সবচেয়ে জনপ্রিয় খবর এবং ৩.দেশের বিভিন্ন
পত্রিকার তালিকা সহ সর্বশেষ প্রকাশিত সংবাদ।
আমরা আশা করছি নিউজএখনই-র বিভিন্ন সেবার মাধ্যমে দেশের সঠিক সাংবাদিকতা অনেক দূর এগিয়ে যাবে।
আমি newsakhoni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।