সম্প্রতি ওয়ার্ডপ্রেস ডটকম তাদের ব্লগারদের অ্যাডসেন্স বসানোর অনুমতি দেয়ার লক্ষ্যে একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় ওয়ার্ডপ্রেস ডটকম ব্লগাররা তাদের ব্লগে অ্যাডসেন্স বসাতে পারবেন এবং সেই ইউনিট থেকে আয়ের শতকরা ৫০ ভাগ নিতে পারবেন। অর্থাৎ, বিষয়টি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় লাভের সবটুকু আপনাকে দিচ্ছে না ওয়ার্ডপ্রেস ডটকম। এছাড়াও সব ব্লগারদের জন্যও উন্মুক্ত করা হয়নি অ্যাডসেন্স।
পুরো বিষয়টি নিচের দু'টি লাইনের মাধ্যমে স্পষ্ট করে বলা যেতে পারে।
যদি আপনার তেমন কোনো ব্লগ ওয়ার্ডপ্রেস ডটকমে থেকে থাকে, তাহলে এখনই মেইল করুন [email protected] ঠিকানায়।
শুভ কামনা।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শর্ত টা বেশ কঠিন……একটা সময় দেখা যাবে…সবার একটা করে সাইট আছে কিন্তু কোন ভিজিটর নাই……
তাই ইচ্ছা না থাকলেও একটু খোছা দিতে পারেন আমার টায়…কোন এড নাই …http://attokotha.wordpress.com