টেকটিউনস এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং নতুন আতিথি, নতুন টিউনার বাড়ছে এটা অবশ্যই শুভ লক্ষন। কিন্তু দিন দিন শুধু অতিথি বাড়লেইতো হবে না, এর পাশাপাশি এর স্ট্যান্ডার্ড বাড়ার প্রয়োজন আছে। স্ট্যান্ডার্ড বজায় রাখা এবং বাড়ানো উভয়ই নিভর করে টেকটিউনস এর এডমিন এবং নতুন পুরাতন, অভিজ্ঞ অনভিজ্ঞ টিউনারদের উপর।
ইদানীং একটি সমস্যা অনেকের দৃষ্টিগোচরে এসেছ অনেক টিউন পূবে টেকটিউনস এ প্রকাশিত হওয়ার পরেও ঐ টিউনস এর পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় যা নিতান্তই খুব দৃষ্টি কটু। এই ধরনের টিউন করে টিউন এ কোয়ান্টিটি বাড়ানো যায়, কিন্তু কোয়ালিটি রক্ষা করা যায় না। আমার মতে, কোয়ান্টিটি বাড়ানোর চেয়ে যদি কোয়ালিটির দিকে মনযোগ দেয়া যায় তাহলে বোধহয় সবার জন্য মঙ্গল। এমন ও টিউনার আছেন তাদেরকে যদি স্মরন করিয়ে দেয়া হয় এইটা টিউনটা অন্যটার সিমিলার, তখুনি সেই মন্তব্য মুছে দেয়া হয়। তবে বুঝলেন শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? যায় না।
আরেকটি ব্যাপার লক্ষনীয় যে, টেকটিউনস যেহেতু প্রযুক্তির সুরে কথা বলে, তাই টিউনারদের টিউনের ভাষাগত ব্যবহার কিছু কিছু আরো উন্নত(Be Technical) হওয়া বাঞ্চনীয়। কারন কিছু কিছু টিউনের মধ্যে ননটেকনিক্যাল ভাষার ব্যবহার যাচ্ছে তাই অবস্থা। অন্ততঃ টিউনের বিষযটা যেন নান্দনিক হয়।
বাবু ভাইয়ের টিউন https://www.techtunes.io/news/tune-id/17757/ এ উল্লেখ করেছেন: যারা রেজিষ্টার সদস্য তারা বিভিন্ন টিউন দেখে নিজেও টিউন করতে আগ্রহি হন তাদের দৃষ্টি আকর্ষন আপনারা সবাই প্রত্যেকটি টিউন ভাল ভাবে পড়বেন বুঝবেন এবং মনে রাখার চেষ্টা করবেন ।
যদি নতুন কেউ টিউন করতে চান তা হলে পিছনের টিউন গুলি ভাল ভাবে পরে টিউন করার কথা মাথায় আনবেন । {{ না হলে ভাই আমি নতুন , ২ মাস যাবৎ আইছি , মাফ করে দিন আবার ইদানিং কিছু টিউনারের উৎপাতে বাচি না ।}}
অনেকেই টিউন করার পর বলে থাকেন যে, তিনি জানতেন না যে আগে এ বিষয়ে টিউন করা হয়েছে। এটা একটা খোড়া যুক্তি, এ ধরনের যুক্তির উত্তর হচ্ছে: আপনি যদি টিউন করার আগে টেকটিউনস এর সার্স ইঞ্জিন দিয়ে খুজে দেখেন, যে বিষয় নিয়ে টিউন করতে চাচ্ছেন তা কি আগে টিউন করা হয়েছে কিনা, তাহলে তো এই সমসা হওয়ার কথা নয়। একটু সচেতন হলে অনেক জটিলতাই এড়ানো সম্ভব। তবে সবচেয়ে বেশী প্রয়োজন সদইচ্ছা।
অত্যন্ত সহজভাবে টেকটিউনস এর সার্স ইঞ্জিন দিয়ে আমরা প্রয়োজনীয় বিষয় খুজে পেতে পারি। টেকটিউনস এর সার্স ইঞ্জিনই হচ্ছে একটি টিউনের যাতে পুনরাবৃত্তি না হয় এবং তা পরিহার করার সহজ সমাধান।
আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।
ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...
Thxxxx ভাই । অন্ত পক্ষে আমি তো আর এভাবে আপনাদের কাছে ছোট হব না । টেকটিউনস এর সার্স ইঞ্জিন এখন থেকে ফলো করব । আর যদি আমি আপনার দৃষ্টি তে ভুল করে থাকি তাহলে plZzz এই ছোট ভাইটাকে ক্ষমা করবেন । 🙁 🙁