অফুরন্ত সম্ভাবনায় ভরপুর ঐতিহ্যবাহী জনপদ চট্টগ্রাম। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নদী, সাগর ও পাহাড় বেষ্ঠিত এ জেলাটি পীর-আউলিয়া, সুফী-সাধক, বিপ্লবী-যোদ্ধা, শিল্পপতি-ব্যবসায়ী-পেশাজীবিদের সফল পদচারণায় যুগ-যুগান্তরে ধন্য।
চট্টগ্রামে অনুমোদিত দৈনিক পত্রিকা আছে ১৭টি, সাপ্তাহিক ৩১টি, পাক্ষিক ৮টি, মাসিক ২২টি। আমার জানামতে চট্টগ্রাম কেন্দ্রিক সর্বপ্রথম অনলাইন সংবাদপত্র সিটিজি টাইমস ডটকম, নতুন বছরের সূচনায় সিটিজি ব্লগ নামে একটি বাংলা ব্লগ আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে শুনে উৎফুল্ল হলাম। নতুন বছরে নতুন ব্লগের যাত্রা শুভ হোক। ক্রমে ফলবন্ত হোক এর প্রতিটি শাখা-প্রশাখা। অভিনন্দন রইলো নতুন ব্লগের দু:সাহসী কারিগরদের প্রতি।
বিশ্ব ইতিহাসে ঢেউ খেলানো চট্টগ্রাম এখনো অবহেলিত। আশা করি সিটিজি ব্লগে চট্টলার হাসি-কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হবে বলিষ্ঠভাবে। চাড়িয়ার নবীণ-প্রবীণ ডিজিটাল ব্লগাররা সদর্পে আঁচড়ে বেড়াক ব্লগের প্রতিটি পাতায়…
সিটিজি ব্লগের ঠিকানাঃ http://www.ctgblog.com
আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Boss! I Love CTG, CTG is a Great . Chittagong Tho Chittagong E ! Chatgaiya Puya arah Medith Porlih Luya ! Support ……..CHITTAGONG KING !!! BPL