ওয়ালটন প্রিমো নিয়ে প্যাচাল।যারা প্রিমো ব্যবহার করেন তারা এদিকে আসুন।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস-সালামু-আলাইকুম।

বাংলাদেশ এ বর্তমানে সবচেয়ে কম দামে সেরা এনড্রয়েড স্মার্টফোন হলো ওয়ালটনের প্রিমো।এই সেট নিয়ে কম হইচই হয়নাই।বিক্রিও হয়েছে অনেক।আমি কিনেছি নভেম্বর মাসের ১ তারিখে।এটা দিয়েই আমার স্মার্ট যুগে প্রবেশ।আমি এই সেট নিয়ে খুবি খুশি।এত কম দামে এত কিছু আছে ভাবাই যায়না।তবে এর প্রধান সমস্যা হলো এর ইন্টারনাল মেমরি অনেক কম।মাত্র ১৫১ মেগাবাইট।তাই ইচ্ছা মত এপস ইন্সটল করা যায়না মেমরি সল্পতার কারনে।

যাই হোক,এবার আসি আসল কথায়।

গত সপ্তাহে অফিসে ফেসবুক ব্যবহার করার সময় হটাত কি কারনে সেট টা হ্যাং করলো।স্ক্রীন কালো হয়ে গেলো।আর কিছু হয়না।ব্যাটারি খুলে অন করলাম।কিন্তু কালো স্ক্রীন আসে আর স্টার্ট আপ টোন বার বার আসতে থাকে।তাই নিরুপায় হয়েই হাসপাতালে দিয়ে আসলাম।(খিলগাও সার্ভিস সেন্টার এ)।২দিন পর আমার ছোট ভাই সেটটা আনার জন্য গেলো।সেট অন করেই দেখে সমস্যা আগের মতই।তাদের কাছে দেখানোর পর তারা ১৫ মিনিটের জন্য সেট নিয়ে গেলো।ঠিক হওয়ার পর নিয়ে আসলো।

আমি অফিস থেকে এসে সেট হাতে পেয়ে মহা খুশি।আর সেট অন করে ইন্টারনাল মেমরি দেখে তো চক্ষু চরকগাছ অবস্থা।ইন্টারনাল মেমরি দেখাচ্ছে ২০১ মেগাবাইট।আর বড় বড় Apps গুলো সব মেমরি কার্ড এ দিয়ে দিয়েছে।যেমন ফেসবুক,ইউটিউব।

এছারা সফটওয়্যারও আপডেট করে দিয়েছে।এখন  Application settings এ ঢুকলে অপশন আসে যে আপনি এপস কোথায় ইন্সটল করতে চান।ফোন মেমরি/মেমরি কার্ড।

 

 

এই হলো কাহিনি।এর থেকে যা বুঝলাম ওদের কাছে বললে ওরা আপনার সফটওয়্যার আপডেট করে দিবে।তবে সেটা 2.3.6 এই থাকবে।শুধুমাত্র কয়েকটা নতুন অপশন যোগ হবে।আর তাদের কাছে বললে তারা প্রিলোডেড Apps  গুলো ইন্টারনাল মেমরিতে না দিয়ে কার্ড এ দিয়ে দিবে।

তাদের কাছে সেট দিয়ে আসতে হলে মেমরি কার্ড ওদের দিয়ে আসতে হবে।তাই কারো অতি গুরুত্বপুর্ন তথ্য থাকলে সেটা সরিয়ে নিবেন।

যেহেতু আমি নিযে যাইনি সেট আনতে তাই বেশি কিছু বলতে পারবোনা।যত টুকু জানলাম ততটুকুই জানালাম।

এখন আমি ধুমায়া ডাউনলোড করি।তারপরেও ইন্টারনাল মেমরি ৭০-৯০মেগাবাইট খালি থাকে।

app2sd ব্যবহার করে ইন্টারনাল মেমরি থেকে এপস গুলো এসডি কার্ড এ ট্রান্সফার করে নিন।

ধন্যবাদ।

ভালো থাকবেন।

আল্লাহ হাফেয।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সিরিয়াস ভাবে জানতে চাই আপনার কাছে এমনেতে সমস্যা ছাড়া সেটটা কেমন লাগে ??? আমার ও ইচ্ছা আছে এটা দিয়েই আমার স্মার্ট যুগে প্রবেশ করবো 😀

    @Munna Haque: অসাধারন একটা সেট।ব্যবহার করলেই বুঝবেন।

Level 0

ভাইয়া এই phone এ চার্জ কতক্ষণ থাকে একটানা use করলে?

    @Iamstn: @Iamstn: ইন্টারনেট টানা ৩ ঘন্টা।টক টাইম ৫ঘন্টা।স্ট্যান্ড ভাই টাইম ৩দিন।জদি লাইভ ওয়ালপেপার, ওয়াইফাই, Sync বন্ধ থাকে।

এত ঝামেলা না করে রুট করে Link2sd ব্যাবহার করলে হয়। আর প্রিম জন্য ICS 4.0 custom rom বের হয়েছে আর সামনে আসতেছে Jelly Bean 4.1 Custom rom.

    @S.M. তানভীর আহমেদ: আমি ভয় পাই।তাছারা সর্ব শেষ যে রম ছিলো সেটা তে তো ক্যামেরা ছিলোনা।

    ICS এর লিঙ্ক টা দিন।।অথবা টিউন করেন।

Level 0

@S.M. তানভীর আহমেদ ভাই, ICS 4.0 custom rom link আছে আপনার কাছে? একটা পোষ্ট করে ফেলুন ভাই। 😀

    @paulahsan: Abhi sif নামে ফেবুতে একজন এটা দিয়েছেন তার টাই দিলামঃ
    Root kora thakle ar CWM INSTALL thakle follow this instructions: Mega Post For Walton Primo-
    ICS 4.0.4 Stable Rom(No Bugs) all working good…..
    this post only for Advance User, so don’t try this…..
    (jodi kono problem hoi Tahole amr kisu korar nai)

    at first apnake Baseband Upgrade korte hobe,ami akta xda link dilam ota follow koren.
    http://forum.xda-developers.com/showthread.php?t=2036053
    baseband upgrade korte uporer link ta A to Z follow koren……
    ki Baseband upgrade hoa gelo….

    abar apnake ICS 4.0.4 rom ta download korte hobe.
    I
    F8-ICS-ver3 http://­www.mediafire.co­m/­?e1y91vottp61u08

    abar ics rom flash korar tool ti download korun.
    qualfast http://­www.mediafire.co­m/­?x4syk7a9gt6ojk1

    rom ti j vabe flash korben-
    prothome apnake rom and tool 2 ti k extract kore nite hobe.
    tarpor set off kore power button and volume + aksathe chepe recovery te asun(green signal a aste hobe).
    arpor data cable ti lagia EMMC_AP folder a ase Qualfast 2.0.4(factory).­exe tool ta open kore ‘SEL PATH’ a download kora F8-ICS-ver3 extract kora folder ti select kore dite hobe.tarpor ok……..kaaj hoa gele battery kule abar lagia on korte hobe…….kisu­ somoy wait………..­5 min wait……basss­ hoa gelo ics 4.0

      Level 0

      @S.M. তানভীর আহমেদ: ভাই File টা মনে হয় Delete করে দিছে দয়া করে নতুন Link জানা থাকলে দেন । আর ICS-4 এ Upgrade করা নিয়ে পারলে একটা টিউন করবেন সবাই উপকৃত হবে ।

Level 0

@মুকুট ভাই, আপগ্রেড করলে কি ওয়ারেন্টি ইনভ্যালিড হয়ে যাবে? সে ক্ষেত্রে কি করনীয়? ধরুন আমি আপগ্রেড করলাম, পরে সেট এ কোনো সমস্যা হল, আমি কি আগের ডিফল্ট রম এ ফেরত যেতে পারব? এবং তখন কি ওরা সেট দেখে বুঝতে পারবে, এবং আমার ওয়ারেন্টি ইনভ্যালিড করে দিবে?

    @paulahsan: হুম।ওয়ারেন্টি নস্ট হয়ে যাবে।তবে যদি ব্যাকআপ রেখে থাকলে রিস্টোর করলে মনে হয় ওয়ারেন্টি এর ক্ষেত্রে ঝামেলা হবেনা।তবে ধরা খেলে আর কি করার।

মুকুট ভাই,ওয়াল্টনের এন্ডু primo কিনার মোটামোটি প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম।তারমাঝে আসলো symphony’র w60.এখন wait করছি walton G1 /R1 এর জন্য। ইনশাল্লাহ বের হওয়ার সাথে সাথেই একটা নিয়ে নিব।

আপনার যেটা ইচ্ছা।

Level 0

আর একটানা কতক্ষণ high resolution game খেলা যায় ভাইয়া?

mukut amr wllon primo ta laptop a modem s
hisabe chalanor kono process ase ki? ami win7 salai.usb driver payna.obosso set laptop a lagale pay and usbteching calu korle connect hoye lekha ase no internet access.kub bipode asi.plz help.khub upokeito hobo

মুকুট vai Doya Kore amar Jonno Aktu Kosto Korben Pls. Dial *#36# . tarpor Version Info select korben. tahole Akhane Ap Version And Bp Version dekhabe. Please dekhe janaben Janaben.

Level 0

Walton Problem Found!
“ওয়ালটন প্রিমোর একটা সমস্যা যেটা বলা হয় নি। সমস্যাঃ যখন ব্যালেন্স চেক করার কোড লিখে সেন্ড করি তখন ১০০% এর মধ্যে ৯৭% ভাগ সময়ই একটা এরর দেখায়, তা হল- “Connection Problem or Invalid MMI Code” যা অতি বিরক্তিকর। এমনকি স্ক্র্যাচ করে ব্যালেন্স রিচার্জ করার সময়ও একই সমস্যায় পড়তে হয়”