বাংলাদেশ এ বর্তমানে সবচেয়ে কম দামে সেরা এনড্রয়েড স্মার্টফোন হলো ওয়ালটনের প্রিমো।এই সেট নিয়ে কম হইচই হয়নাই।বিক্রিও হয়েছে অনেক।আমি কিনেছি নভেম্বর মাসের ১ তারিখে।এটা দিয়েই আমার স্মার্ট যুগে প্রবেশ।আমি এই সেট নিয়ে খুবি খুশি।এত কম দামে এত কিছু আছে ভাবাই যায়না।তবে এর প্রধান সমস্যা হলো এর ইন্টারনাল মেমরি অনেক কম।মাত্র ১৫১ মেগাবাইট।তাই ইচ্ছা মত এপস ইন্সটল করা যায়না মেমরি সল্পতার কারনে।
যাই হোক,এবার আসি আসল কথায়।
গত সপ্তাহে অফিসে ফেসবুক ব্যবহার করার সময় হটাত কি কারনে সেট টা হ্যাং করলো।স্ক্রীন কালো হয়ে গেলো।আর কিছু হয়না।ব্যাটারি খুলে অন করলাম।কিন্তু কালো স্ক্রীন আসে আর স্টার্ট আপ টোন বার বার আসতে থাকে।তাই নিরুপায় হয়েই হাসপাতালে দিয়ে আসলাম।(খিলগাও সার্ভিস সেন্টার এ)।২দিন পর আমার ছোট ভাই সেটটা আনার জন্য গেলো।সেট অন করেই দেখে সমস্যা আগের মতই।তাদের কাছে দেখানোর পর তারা ১৫ মিনিটের জন্য সেট নিয়ে গেলো।ঠিক হওয়ার পর নিয়ে আসলো।
এই হলো কাহিনি।এর থেকে যা বুঝলাম ওদের কাছে বললে ওরা আপনার সফটওয়্যার আপডেট করে দিবে।তবে সেটা 2.3.6 এই থাকবে।শুধুমাত্র কয়েকটা নতুন অপশন যোগ হবে।আর তাদের কাছে বললে তারা প্রিলোডেড Apps গুলো ইন্টারনাল মেমরিতে না দিয়ে কার্ড এ দিয়ে দিবে।
তাদের কাছে সেট দিয়ে আসতে হলে মেমরি কার্ড ওদের দিয়ে আসতে হবে।তাই কারো অতি গুরুত্বপুর্ন তথ্য থাকলে সেটা সরিয়ে নিবেন।
যেহেতু আমি নিযে যাইনি সেট আনতে তাই বেশি কিছু বলতে পারবোনা।যত টুকু জানলাম ততটুকুই জানালাম।
এখন আমি ধুমায়া ডাউনলোড করি।তারপরেও ইন্টারনাল মেমরি ৭০-৯০মেগাবাইট খালি থাকে।
app2sd ব্যবহার করে ইন্টারনাল মেমরি থেকে এপস গুলো এসডি কার্ড এ ট্রান্সফার করে নিন।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
ভাই সিরিয়াস ভাবে জানতে চাই আপনার কাছে এমনেতে সমস্যা ছাড়া সেটটা কেমন লাগে ??? আমার ও ইচ্ছা আছে এটা দিয়েই আমার স্মার্ট যুগে প্রবেশ করবো 😀