আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। কিছু দিন আগে বাংলাদেশি কোম্পানি ওয়ালটন বাজারে আনে তাদের প্রথম এন্ড্রয়েড ওয়ালটন প্রিমো। এই হ্যান্ডসেট নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু টিউন/ রিভিউ/ টিউটোরিয়াল প্রকাশিত হয়েছে টেকটিউন্সে। যা থেকে বোঝা যায় এই সেটটির কাটতি বেশ ভাল হয়েছে। আসলে ওয়ালটন বাংলাদেশের বাজারে মোবাইল মার্কেট ধরার জন্য এবং স্বল্প মূল্যের স্মার্টফোনের বাজার ধরার জন্যই পরীক্ষা মূলক ভাবে বাজারে ছাড়ে এই "প্রিমো"। এবং এর সাফল্যের কারণেই তারা আগামীতে আরও বেশ কয়েকটি এন্ড্রয়েড স্মার্ট ফোন বাজারে আনার ঘোষনা দেয়। সেই সুত্রে আগামী জানুয়ারী ২০১৩ এর প্রথম দুই সপ্তাহের মধ্যে বাজার জাত শুরু করবে তাদের দ্বিতীয় স্মার্টফোন ওয়ালটন প্রিমো আর ওয়ান। এবং জানুয়ারীর মাঝামাঝি সময়ে বাজারজাত করবে ওয়ালটন প্রিমো জি ওয়ান। এই দুটি হ্যান্ডসেট আর প্রাইমারী লেভেলে থাকছে না। এগুলো ইন্টারমিডিয়েট রেঞ্জের বলা যেতে পারে। প্রথমেই থাকছে হ্যান্ডসেট দুটির ছবি।
ওয়ালটন প্রিমো জি ওয়ান
ওয়ালটন প্রিমো আর ওয়ান
যেহেতু দুইটি সেটের অনেক ফিচার সেম তাই শুধুমাত্র যেখানে কনফিগারেশনে মডিফিকেশন আছে সেখানেই উল্লেখ করে একই কনফিগারেশন টেবিলে লেখা হচ্ছেঃ
১. অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডুইচ (৪.০)
২. স্ক্রীন সাইজঃ ৪.৩" (জি ওয়ান) এবং ৪.০" (আর ওয়ান) (IPS ডিসপ্লে) (৫ পয়েন্ট মাল্টিটাচ)
৩. রেজ্যুলেশনঃ ডব্লিউভিজিএ (৪৮০x৮০০ পিক্সেল্স)
৪. প্রসেসরঃ ১.০ গিগা হার্টজ ডুয়েল কোর (জি ওয়ান) এবং ১.২১ গিগা হার্টজ ডুয়েল কোর (আর ওয়ান)
৫. র্যামঃ ৫১২ মেগা বাইট
৬. রমঃ ৪গিগা বাইট
৭. জিপিইউঃ PowerVR SGX531
৮. নেটওয়ার্কঃ ৩জি+জিএসএম
৯. কানেক্টিভিটিঃ ব্লু-টুথ ৪.০ এইচএস, এ২ডিপি , ওয়াইফাই, ৩জি, এড্জ, জিপিআরএস
১০. ক্যামেরাঃ ৫.০ মেগা পিক্সেল (জি ওয়ান) এবং ৮.০ মেগা পিক্সেল (আর ওয়ান) উভয় ক্যামেরাই অটো ফোকাসিং সমর্থন করে ; সেই সাথে আছে ভিজিএ ভিডিও কল ক্যামেরা।
১১. রেকর্ডিংঃ ভিডিও ৭২০পি (১২৮০x৭২০ পিক্সেল্স)
১২. ফটোরেজ্যুলেশনঃ ২৫৬০x১৯২০(জি ওয়ান) এবং ৩২৬৪x২৪৪৮(আর ওয়ান)
১৩. ব্যাটারীঃ ১৮০০ mAh এবং ১৫০০ mAh
১৪. সেন্সরঃ কম্পাস, এক্সিলেরমিটার সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর।
১৫. জিপিএসঃ এ-জিপিএস সাপোর্ট
১৬. এফএম রেডিওঃ ওয়্যারলেস এফএম সেই সাথে রেকর্ডিং এর ব্যবস্থা।
মূল্যঃ প্রিমো জি ওয়ান এর মূল্য ১২,৪৯০/- এবং প্রিমো আর ওয়ান এর মূল্য ১৩,৯৯০/- এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
প্লাস পয়েন্টঃ যদি অনুমান কৃত মূল্যের মধ্যে হয় তবে বলা যায় বেশ ভাল মানের মোবাইল হিসেবে ওয়ালটন খুব শীঘ্রই বাজারে জায়গা করে নিতে পারবে। ডুয়েল কোর প্রসেসরের হওয়ায় বেশ ভাল গতির হবে বলে মনে হচ্ছে। IPS ডিসপ্লে এবং ডব্লিউভিজিএ রেজ্যুলেশন হওয়ায় ঝকঝকে ছবি ফুটে উঠবে এর পর্দায়। ৩জি সুবিধা থাকায় এবং ফ্রন্ট ক্যামেরা থাকায় টেলিটক ৩জিকে খুব ভালই কাজে লাগাতে পারবেন সাধারণ ব্যবহারকারীগণ। পাওয়ার ভিয়ার এসজিএক্স৫৩১ ৩ডি গেম খেলার জন্য বেশ ভাল কাজে লাগবে আশা করা যায়। সেই সাথে প্রায় সব ফিচার থাকায় একে বেশ ভাল মার্কিং করতে হচ্ছে। ওয়ালটনের কাছে যা জানা গেছে তা থেকে প্রসেসর কোয়ালকমের এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ওয়ালটন প্রিমো জি ওয়ানে বেশ ভাল ব্যাকআপ এর ব্যাটারী ব্যবহার করা হয়েছে। ওয়্যারলেস এফএম এবং রেকর্ডিং সুবিধা থাকায় এফএম ভক্তদের মন জয় করতে পারবে বলে আশা করা যাচ্ছে। ওয়ালটন প্রিমো আর ওয়ানের ক্যামেরায় ওঠানো ছবি শেয়ার করা হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে ক্যামেরাটি বেশ ভাল মানের।
মাইনাস পয়েন্টঃ মূল্য যদি নাগালের মধ্যে না হয় তবে শুধু সেটাকেই মাইনাস পয়েন্ট বলতে হবে। এছাটা আইসক্রিম স্যান্ডুইচের প্রকৃত মজা পাওয়ার জন্য ৫১২ মেগা বাইট র্যাম খুব কম। সেই সাথে ইউজার এভেইলেবল র্যাম মেমরি/ রম মেমরি সম্পর্কে কিছু বলা হয়নি। যদি ৫১২ লেখার জন্য লেখা হয়ে থাকে তবে আপনি সর্বোচ্চ ৪৫০ মেগা বাইট পেতে পারেন। আর রম যদি সিম্ফোনী এক্সপ্লোরার ডব্লিউ ১০০ এর মত হয় তবে তা ৫০০ মেগা বাইটের মত হতে পারে। এমন হলে নিশ্চয় অনেকেই চাইবেনা এই হ্যান্ডসেট কিনতে। যাই হোক এতক্ষন যা বললাম তা একান্তই নিজস্ব মতামত। এখন দেখার পালা ঠিক কবে আর কত মূল্যে বাজারে আসে এই স্মার্টফোন দুটি। তবে আশা থাকবে যে এগুলোর মূল্য হাতের নাগালেই থাকবে।
সুত্রঃ ওয়ালটন
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরবি ভাষা সাপোর্ট করলে একটা নিবো