আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। সিম্ফোনী দীর্ঘ দিন আগে থেকেই এক্সপ্লোরার ডাব্লিউ ৬০ হ্যান্ডসেটের বিজ্ঞাপন দিয়ে আসছিল। অবশেষে বাজারে এসেছে এই ফোন সেটটি। সবার ধারণাকে ভূল প্রমান করে অনুমেয় অনেক মূল্যকেই ডিঙ্গিয়ে মাত্র ৯৪৯০/- টাকায় বাজারজাত করছে এই হ্যান্ডসেট টি। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের বাজারের সবচেয়ে কম মূল্যের আইসক্রিম স্যান্ডুইচ চালিত স্মার্টফোন। আসুন দেখে নেই কি কি আছে এই ডুয়েল সিমের এই এন্ড্রয়েড হ্যান্ডসেটেঃ
এবার আসুন দেখা যাক অফিসিয়াল ওয়েব সাইটে প্রদত্ত কনফিগারেশনের আলোকে সামান্য পার্ফরম্যান্সের অনুমান।
ভাল দিকঃ এতে ব্যবহার করা হয়েছে IPS TFT capacitive Display যা নিঃ সন্দেহে খুব ভাল মানের একটি ডিসপ্লে। আমরা সবাই জানি সিম্ফোনী মূলত চাইনিজ রি-ব্রান্ডেড হ্যান্ডসেট তার পরেও মাইক্রোম্যাক্সের IPS ডিসপ্লে যুক্ত মোবাইল গুলোর রেজ্যুলেশন বেশ ভাল মানের। সেই সাথে ৪" এর ডাব্লিউ ভিজিএ রেজ্যুলেশন হওয়ায় এর ডিসপ্লে যে চমৎকার হবে এ ধারনাই করা যায়। ব্যবহার করা হয়েছে ১৬০০ mAh এর ব্যাটারী যা প্রস্তুত কারকের দাবী অনুযায়ী ১৩ ঘন্টার টকটাইম দেয়। বাস্তবে এমনটি হলে অসাধারন। সিম্ফোনীর ভাষ্যমতে ইউজার এভেইলেবল র্যাম ৫১২ মেগা বাইট এবং রম ৪গিগা বাইট। রমের ব্যাপারে বলতে হয় অসাধারণ (অফিসিয়াল সাইটের তথ্যানুযাযী; একটি দোকানে এই হ্যান্ডসেট হাতে নিয়ে দেখলাম তবে চালানো হয়নি)। ৯.৯ মিমি মিটারের পুরুত্ব এই হ্যান্ডসেটের যা স্লিক এবং স্টাইলিশ। ৫ মেগা পিক্সেলের ক্যামেরা হলেও চাইনিজ ক্যামেরা গুলোর মান নিয়ে সন্দেহ আছে। তবে দাম অনুযায়ী বিবেচনা করলে একে বেশ ভাল নম্বর দেওয়া যায়। কেননা মাত্র ৯৪৯০ টাকায় পাচ্ছেন এই হ্যান্ডসেট।
এবার আসুন দেখে নেই কি কি কমতি মনে হচ্ছে আপাত দৃষ্টিতেঃ মাত্র ১ গিগা হার্টজ এর সিঙ্গেল কোর প্রসেসর এবং ৫১২ মেগা বাইটের র্যাম থাকায় আইসক্রিম স্যান্ডুইচের মজা খুব একটা ভালভাবে নেওয়া যাবে না। প্রসেসরটি ডুয়েল কোর মানের হলে বেশ ভাল হত। সেই সাথে প্রসেসর ম্যানুফেকচারারের নামের উল্লেখ নেই তাই এর বেঞ্চমার্কিং স্কোর সেট না ব্যবহার করে বলার উপায় নেই। এতে ডেডিকেটেড কোন জিপিইউ আছে কিনা আর থাকলেও তা কি তা জানা যায় নি (শুধু বলা হয়েছে OpenGL ES2.0 সাপোর্টেড)। গেমিং এর জন্য তাই নিঃসন্দেহে কিছুই বলা যাচ্ছে না। ফ্রন্ট ক্যামেরা থাকলেও নেটওয়ার্ক কানেক্টিভিটিতে ৩জি এনেবল্ড কিনা তা বলা হয় নি তাই ধরেই নিচ্ছি এটি ৩জি সাপোর্ট করে না। জিপিএস এর ব্যাপারেও কিছু বলা হয়নি অর্থাৎ জিপিএস ও নেই। প্রক্সিমিটি সেন্সর-না থাকায় কল করার/কাটার সময় পাওয়ার বাটন চাপতে হবে।
শেষকথাঃ তবে আপাত বিবেচনায় এবং মূল্য বিবেচনায় এই হ্যান্ডসেটটি বেশ ভাল কনফিগারেশনের এবং ভাল হবে বলেই আমার ব্যক্তিগত ধারনা। তবে প্রকৃত ব্যবহারকারী কর্তৃক এর পারফর্ম্যান্স রিভিউ জানার পরেই মূলত বোঝা যাবে এটির কার্যকারিতা সম্পর্কে। আপনাদের মধ্যে কেউ যদি এই হ্যান্ডসেটটি কেনেন এবং ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এর ভাল খারাপ দিক গুলো নিয়ে বস্তুনিষ্ঠ একটি রিভিউ প্রদান করবেন তাতে করে অনেকেরই উপকার হবে।
আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।