ডাক অফিস এর পিয়নরা সরকারী চাকুরী জীবি এই কজের জন্য এরা নির্দিষ্ট বেতন পাই। এদের সাধারন মানুষ কে হয়রানি করা ঠিক। এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মত কেউ কি নেই। এই কথা গুলো লেখার কারন হলো আমরা যারা ফিল্যান্সিং করি তারা অনেকেই আছে মাষ্টারকাড বা বিভিন্ন পিন পাওর জন্য আবেদন করে থাকি। আমেরিকা থেকে ঠিকই মাস্টার কাড তারা পাঠাই কিন্তুূ আমারা পাইনা। কারন পিয়ন ইচ্ছা করে দেয় না এতে এদের লাভ কি? আর যারা ভূল করে মাস্টারকড পাইছে তারা পিয়ন কে কিছু টাকা দিয়ে বলেছে ভাই এরকম যদি কোন চিঠি আসে তাহলে পৌছে দেবেন। তাহলে পিয়ন খুশি ।
এর জন্য প্রতিবাদ চাই।
কোন ভূল হলে ক্ষামা করে দিয়েন।
আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apne DHL use korte paren jodi jiniis valuable hoy,,,,,