ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আবার আগের সময়ে ফিরে যাচ্ছে দেশ। আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টায় এটি কার্যকর হবে।
গত ১৯ জুন থেকে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিদ্যুৎ সঙ্কট মোকাবেলা করাই ছিল দেশে প্রথমবারের মতো এ পদ্ধতি চালুর উদ্দেশ্য। এশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এ পদ্ধতি চালু আছে।
দীর্ঘসময় সূর্যালোক থাকার সময় ঘড়ি এগিয়ে আনায় বিশেষ সমস্যা না হলেও পরে দিনের দৈর্ঘ্য ক্রমশ কমে আসায় পরিবর্তিত সময় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি করছিল। বিশেষ করে অন্ধকার থাকতেই শিশুদের স্কুলে পাঠানো ও সকালের ট্রেন-বাস ধরা দুর্ভোগের ব্যাপার হয়ে দাঁড়ায়। বিভিন্ন মহল সূর্যালোক অনুযায়ী ঘড়ির কাটা আবার যথাসময়ে পিছিয়ে নেওয়ার দাবি করে আসছিল।
বছরে দুইবার সময় পরিবর্তন করা হবে। এখন থেকে প্রতিবছর ৩১ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে নেওয়া হবে। আবার ৩১ অক্টোবর রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত তা আবার এক ঘন্টা পিছিয়ে আনা হবে।
বিশ্বের অন্যান্য ডে লাইট সেভিং টাইম অনুসরণকারী দেশে বছরে দুটি সময়ের ব্যবস্থা থাকলেও বাংলাদেশে গত গ্রীষ্মে এগিয়ে নেওয়া সময় আদৌ আর বদলানো হবে না সরকারের কোনো কোনো মহলের এরকম বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আজ এই সিদ্ধান্তের ফলে মানুষ, বিশেষ করে শিশুরা কিছুটা হাফ ছেড়ে বাঁচবে।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
To become a part of Digital Bangladesh, you have to be more, more and more fast with technology.
Confused!!!!!
৩১ শে ডিসেম্বর রাত ‘১২ টায়’ কি ঘড়ির কাটা পিছিয়ে রাত ‘১১ টা করা হবে……নাকি
১ লা জানুয়ারী রাত ‘১ টায়’ ঘড়ির কাটা পিছিয়ে রাত ‘১২ টা’ করা হবে …!!!!!!!!