মাত্র কয়েকদিন আগে ওয়ার্ডপ্রেস ২.৯ রিলিজ হলেও তাতে বেশ কিছু বাগ ধরা পরে । দুটি বড় বাগের একটি ছিল Pingback এ সমস্যা । অন্যটি ছিল Schedule পোষ্টের সমস্যা ।
তাছাড়াও আরো কিছু বাগ ছিল (প্রায় ১৪টি) । এখান থেকে বাগ লিষ্টটি দেখতে পারেন ।
এরই প্রেক্ষিতে রিলিজ হল WordPress 2.9.1 বিটা 1 । যদিও প্রোফেশনাল সার্ভারে এটি ব্যবহার করার পরার্মশ দেয়া হচ্ছে না ।
ডাউনলোড করুন WordPress 2.9.1 Beta 1
WordPress 2.9 এর বিভিন্ন বাগ সলভিং করার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সাইটে ছড়িয়ে ছিটিয়ে আছে । ভুক্তভোগিরা সার্চ করলেই অনেকগুলো সমাধান মিলবে ।
এইরকম কিছু বাগ সলভিং লিস্ট নিচে দেয়া হল:
http://www.semiologic.com/2009/12/21/wp-2-9-three-bugs-and-how-to-fix-them/
http://www.clickonf5.org/wordpress/fix-wordpress-29-bug-showing-missed-schedule-scheduled-posts/6339
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
🙂