ঈদ স্পেশাল টিউন: Skype থেকে আমেরিকায় আনলিমিটড কল করুন মাত্র $1 এ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ঈদ মোবারক এবং সবাই-কে ঈদের শুভেচ্ছা।

আজ একটি স্পেশাল দিনে একটি স্পেশাল অফারের কথা জানিয়ে দেব আপনাদের। টাইটেল দেখে নিশ্চই টিউনের অর্ধেকটা বুঝে ফেলেছেন।  বাকী অর্ধেকটা এখনই বলছি...

এই টিউন শুধুমাত্র তাদের জন্য যাদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আছে এবং অবশ্যই তা অনলাইনে কেনাকাটা করার উপযোগী হতে হবে। যেমন: ভার্চুয়াল ক্রেডিট কার্ড, ওডেস্ক বা ফ্রিল্যান্সার এর Payoneer ডেবিট মাস্টারকার্ড অথবা বাংলাদেশী কোন ব্যাংকের ডুয়েল কারেন্সির কার্ড (যেটা অনলাইনে কেনাকাটা করার উপযুক্ত) ইত্যাদি হতে হবে।  লোকাল বা ন্যাশনাল কার্ড অর্থাত যেটা 'Valid Only in Bangladesh' লেখা আছে, এমন হলে হবে না।

সম্প্রতি Skype বিশেষ একটি অফার দিয়েছে যেটি আনলিমিটেড টক টাইম প্যাকজ মাত্র $1 এর বিনিময়ে সাবস্কিপশন নেওয়া যাবে। মূলত এই প্যাকেজের মুল্য $13.99 কিন্তু ্প্রথম মাসের জন্য মাত্র $1 । পরবর্তী মাস থেকে $13.99 আপনার কার্ড থেকে কেটে নেওয়া হবে। তবে যদি আপনি এই প্যাকজ নেওয়ার ২৭ দিনের ভিতর সাবস্ক্রিশন বাতিল করেন, তাহলে আপনার কাছ থেকে পরবর্তী মাসে কোন চার্জ কাটা হবে না। অর্থাত আপনারা $1 এন বিনিময়ে সাবস্কিশন নেবেন এবং ২৭ দিনের মধ্যে আবার বাতিল করে দেবেন।

এই অফার শুধুমাত্র পুরাতন ব্যাবহারকারীদের জন্য যাদের Skype Account-এর বয়স ২৯ দিনের বিশী।

আনলিমিডেট প্ল্যানে শুধুমাত্র নিচের এই কয়টি দেশে কল করা যাবে। কল ডিউরেশন সর্বোচ্চ ২ ঘন্টা।

অফারটি পেতে: http://www.skype.com/intl/en/prices/subscriptions/unlimited-world এবং 'Claim Your Free Month' -এ ক্লিক করুন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি নাজমুল হক পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Love all, trust a few, do wrong to none. - William Shakespeare


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঈদ মোবারক

ওয়াও ! সত্যিই ঈদ স্পেশাল 🙂

Level New

Eid Mubarak

Level New

Eid Mubarak. Ami ki eta usa theke bangladeahe korthe parbo.

Level New

Sorry bangladesh bannan typing mistake hoyeche
Koma korben

ভাই !!! মানিবুকার্স ( স্ক্রিল) দিয়ে হবে না ? স্কাইপি তো মানিবুকার্স সাপোর্ট করে !!!

প্রথমে সবাইকে ঈদমোবারক। আমার হৃদয়ের অন্তস্থল থেকে সবার জন্যই রইল পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। টিউনার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এরকম সুন্দর একটা খবর শেয়ার করার জন্য। সবশেষে সকলের জন্য একটি পরামর্শ দেব। আমরা সবাই নিশ্চয় আনলিমিটেড শব্দটির অর্থ জানি। কল যদি আনলিমিটেডই হবে তাহলে আবার ডিউরেশন ২ ঘন্টা ফিক্সড কেন? (যদিও ২ ঘন্টাও কমনা) তাই কোম্পানীর বিজ্ঞাপনের সুরে যখন সবাই কথা বলে তখন কেমন যেন একটু দালাল দালাল গন্ধ পাওয়া যায়। যেমন কেউ একজন টিউন করল এরকম প্রতিদিন বাংলাদেশে ফ্রী কথা বলুন। সাইটএ গেলে দেখা যায় মাত্র ১০/১৫ সেকেন্ড কথা বলা যায়। সুতরাং এই ক্ষেত্রে ফ্রী শব্দটা তেমন মানানসই হয় না। আর একটি উদহার গ্রামীণ ফোন এর ৭ টাকায় সারাদিন অবিরাম ইন্টার নেট! যারা এই অফারটি একবার ব্যবহার করেছেন তারা জানেন সারাদিন অবিরাম ইন্টারনেট শব্দটার অর্থ কী। সুতরার কোম্পানীর বিজ্ঞাপনের সুরে কেন আমরা আমাদের টিউনের টাইটেল দিব! টিউনের টাইটেলএ যেন শর্ত প্রযোজ্য এর অর্থ আমরা বুঝতে পারি টিউনের টাইটেলও তেমনই হওয়া উচিৎ। কাউকে মনকষ্ট দেওয়ার উদ্দেশে আমার এই কথাগুলি বলা না। তারপরও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজগুনে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।

    @মাসুদুর রহমান: 2 Hour kotha bola jabe 1 call a. Mean, 1 bar call korle tana 2 hour kotha bolben, tarpor kete jabe. kete gele abar call diben. That’s it. Ei tune-a amar kono affiliation ba kono hidden profit nai. Ami janlam, apnader janalam. Dalal word-ta posondo hoilo na. Thanks for ur comment.

      @নাজমুল হক পলাশ: ভাই আমি কিন্তু আপনাকে কোন অপবাদ দেইনি। আমি শুধু সকলের কাছে একটা অনুরোধ বা প্রস্তাব রেখেছি মাত্র। আমি জানি এতে টিউনারের কোন ব্যক্তিগত লাভ নাই। আমার প্রশ্নও সেটাই আমার ব্যক্তিগত লাভ যদি নাই থাকলো তাহলে আমি কোম্পানীগুলির প্রতারনামুলক বিজ্ঞাপনের সুরে কেন কথা বলবো? বরং আমাদের সকলের উচিৎ এ জাতীয় প্রতারণামুলক কোন বিজ্ঞাপন দেখলে সবাইকে সচেতন কারা এবং সবাই মিলে প্রতিবাদ করা আর তহলেই মুনাফাখোর ব্যবসায়ীরা ভোক্তা অধিকার আইন মানতে বাধ্য হবে এবং আমরাও সচেতন হবো। আসুন আমরা সবাই ভোক্তা অধিকার আইন এবং দুর্নিতীর বিরুদ্ধে অনলাইনের মাধ্যমে প্রতিবাদ গড়েতুলি। আপনার টিউনের জন্য আবারও আপনাকে ধন্যবাদ।

thanks

স্কাইপ মানিবুকারস (স্ক্রিল) সাপোর্ট করে। তাই এটা দিয়েও যে কেউ পে করতে পারবেন।
কিন্তু কথা হল আনলিমিটেড প্লানে তো বাংলাদেশই নাই 🙁

ভাই বাংলাদেশের কোন মোবাইল এ কল করা যাবে না?

লিষ্টে তো বাংলাদেশ নাই 🙁

Nice tune… and eid mubarak to all. Gladly i want to tell the tuner that he has done a tremendous job by writing this tune. I can help all of you to call bangladesh by this $1 actually ( 1 euro – a silly mistake from tuner). You have heard about diverted uk sim. So you can get it from here http://uk.fwcall.com/index.jsp and then you can use that unlimited feature from skype to any bangladesh number.
Just sign up and set your personal number.

thank you

Level 0

কিভাবে ডুয়াল কারেন্সির কার্ড পাওয়া যাবে এবং কোন কোন ব্যাংক থেকে পাওয়া যাবে দয়া করে বলবেন কি?