ঈদ মোবারক এবং সবাই-কে ঈদের শুভেচ্ছা।
আজ একটি স্পেশাল দিনে একটি স্পেশাল অফারের কথা জানিয়ে দেব আপনাদের। টাইটেল দেখে নিশ্চই টিউনের অর্ধেকটা বুঝে ফেলেছেন। বাকী অর্ধেকটা এখনই বলছি...
এই টিউন শুধুমাত্র তাদের জন্য যাদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আছে এবং অবশ্যই তা অনলাইনে কেনাকাটা করার উপযোগী হতে হবে। যেমন: ভার্চুয়াল ক্রেডিট কার্ড, ওডেস্ক বা ফ্রিল্যান্সার এর Payoneer ডেবিট মাস্টারকার্ড অথবা বাংলাদেশী কোন ব্যাংকের ডুয়েল কারেন্সির কার্ড (যেটা অনলাইনে কেনাকাটা করার উপযুক্ত) ইত্যাদি হতে হবে। লোকাল বা ন্যাশনাল কার্ড অর্থাত যেটা 'Valid Only in Bangladesh' লেখা আছে, এমন হলে হবে না।
সম্প্রতি Skype বিশেষ একটি অফার দিয়েছে যেটি আনলিমিটেড টক টাইম প্যাকজ মাত্র $1 এর বিনিময়ে সাবস্কিপশন নেওয়া যাবে। মূলত এই প্যাকেজের মুল্য $13.99 কিন্তু ্প্রথম মাসের জন্য মাত্র $1 । পরবর্তী মাস থেকে $13.99 আপনার কার্ড থেকে কেটে নেওয়া হবে। তবে যদি আপনি এই প্যাকজ নেওয়ার ২৭ দিনের ভিতর সাবস্ক্রিশন বাতিল করেন, তাহলে আপনার কাছ থেকে পরবর্তী মাসে কোন চার্জ কাটা হবে না। অর্থাত আপনারা $1 এন বিনিময়ে সাবস্কিশন নেবেন এবং ২৭ দিনের মধ্যে আবার বাতিল করে দেবেন।
এই অফার শুধুমাত্র পুরাতন ব্যাবহারকারীদের জন্য যাদের Skype Account-এর বয়স ২৯ দিনের বিশী।
আনলিমিডেট প্ল্যানে শুধুমাত্র নিচের এই কয়টি দেশে কল করা যাবে। কল ডিউরেশন সর্বোচ্চ ২ ঘন্টা।
অফারটি পেতে: http://www.skype.com/intl/en/prices/subscriptions/unlimited-world এবং 'Claim Your Free Month' -এ ক্লিক করুন।
সবাইকে ধন্যবাদ।
আমি নাজমুল হক পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Love all, trust a few, do wrong to none. - William Shakespeare
ঈদ মোবারক