আস-আলামু-আলাইকুম।
অনেক দিন পর আপনাদের জন্য টিউন করছি।অফিস এর ব্যস্ততার জন্য এখন আর টিউন করা হয়না।
আপনারা নিশ্চই শুনেছেন বসুন্ধরা সিটি তে 3D মুভি চালু হবে।সেই কথাটাই এখন সত্যি হতে যাচ্ছে।
বাংলাদেশ এ এই প্রথমবার এর মত আগামিকাল শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হচ্ছে দি এমেজিং স্পাইডারম্যান 3D।
আগামীকাল এর শো-টাইম নিচে ছবি আকারে দিয়ে দিলাম।
এই ছবির টিকেটের দাম একটু বেশি হবে।টিকিটের দাম কত টাকা হবে তা নিচের ছবিতেই দেখে নিন।
আশা করি সবাই এই খবর শুনে খুশি হবেন এবং দেখতে যাবেন।আমিও দেখার জন্য উদগ্রীব হয়ে আছি দেখার জন্য।
বিস্তারিত জানতে এখান থেকে ঘুরে আসুন।
সুত্রঃ স্টার সিনেপ্লেক্স।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
আমি যাচ্ছি। আসা করি কোয়ালিটি ভালোই হবে!!!